বুধবার, 25 জুন 2025
Logo
  • বুধবার, ২৫ জুন ২০২৫

টানা ৫ দিন চাঙ্গা শেয়ার সূচক, দাম বাড়ল টাকারও

শেয়ার বাজারের সুদিন অব্যাহত রইল সোমবারও। বম্বে শেয়ার বাজারের সূচক সেনসেক্স এদিন ৮৫৫.৩০ পয়েন্ট বেড়ে দিনের শেষে ৭৯ হাজার ৪০৮ পয়েন্টে স্থির হয়। 

টানা ৫ দিন চাঙ্গা শেয়ার সূচক, দাম বাড়ল টাকারও

মুম্বই: শেয়ার বাজারের সুদিন অব্যাহত রইল সোমবারও। বম্বে শেয়ার বাজারের সূচক সেনসেক্স এদিন ৮৫৫.৩০ পয়েন্ট বেড়ে দিনের শেষে ৭৯ হাজার ৪০৮ পয়েন্টে স্থির হয়। বৃদ্ধির হার ১.০৯ শতাংশ। থেমে ছিল না জাতীয় শেয়ার সূচক নিফটির অগ্রগতিও। সোমবার বাজার খোলার পর থেকেই চড়তে থাকে নিফটি। ২৭৩.৯০ পয়েন্ট বেড়ে ২৪ হাজার ১২৫ পয়েন্টে থামে জাতীয় শেয়ার সূচক। বৃদ্ধির হার ১.১৫ শতাংশ। এই নিয়ে পরপর ৫দিন শেয়ার বাজারের উর্ধ্বগতি অব্যাহত রইল। শেয়ার বাজারের সঙ্গে সঙ্গতি রেখে সোমবার দাম বাড়ল টাকারও। এদিন ২৫ পয়সা বাড়ে টাকার দাম। এর ফলে ডলার প্রতি টাকার বিনিময় মূল্য দাঁড়িয়েছে ৮৫ টাকা ৩৮ পয়সা।