বৃহস্পতিবার, 19 জুন 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

শানায়ার শ্যুটিং শুরু

পর্দায় জুটি বাঁধছেন অভিনেতা আদর্শ গৌরব ও শানায়া কাপুর। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই ছবির নাম ‘তু ইয়া ম্যায়’। পরিচালনার দায়িত্বে বিজয় নাম্বিয়ার। শোনা যাচ্ছে, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে শ্যুটিং

শানায়ার শ্যুটিং শুরু

পর্দায় জুটি বাঁধছেন অভিনেতা আদর্শ গৌরব ও শানায়া কাপুর। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই ছবির নাম ‘তু ইয়া ম্যায়’। পরিচালনার দায়িত্বে বিজয় নাম্বিয়ার। শোনা যাচ্ছে, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে শ্যুটিং। ছবির জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছেন আদর্শ ও শানায়া। ‘খো গ্যায়ে হাম কাহাঁ’ ছবিতে আদর্শকে যেভাবে দর্শক দেখেছেন, তেমন লুকে এই ছবিতেও তিনি ধরা দেবেন বলে খবর। ইতিমধ্যে বেশ কয়েকবার চিত্রনাট্য পড়া হয়েছে। শোনা যাচ্ছে, মুম্বইয়ের ভিতরেই চেনা, স্বল্প চেনা জায়গা মিলিয়ে হবে শ্যুটিং। সবকিছু ঠিক থাকলে জুলাই মাসের মাঝামাঝি শ্যুটিং শেষ হতে পারে। ইতিমধ্যে ছবির ফার্স্ট লুকের পোস্টার প্রকাশ্যে এনেছেন নির্মাতারা। তা ঘিরে দর্শকের আগ্রহ রয়েছে।