শুক্রবার, 18 জুলাই 2025
Logo
  • শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

ক্লাব বিশ্বকাপে নামছে রিয়াল ও সিটি, জিতল চেলসি, ফাঁকা গ্যালারি নিয়ে চিন্তায় ফিফা

দীর্ঘ সময় বাদে ট্রফিহীন মরশুম শেষ করেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি লা লিগাতেও মুখ থুবড়ে পড়েছে স্প্যানিশ ক্লাবটির। 

ক্লাব বিশ্বকাপে নামছে রিয়াল ও সিটি, জিতল চেলসি, ফাঁকা গ্যালারি নিয়ে চিন্তায় ফিফা

চেলসি- ২                 :               লস এঞ্জেলস এফসি- ০

নিউ ইয়র্ক: দীর্ঘ সময় বাদে ট্রফিহীন মরশুম শেষ করেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি লা লিগাতেও মুখ থুবড়ে পড়েছে স্প্যানিশ ক্লাবটির। আর মরশুম শেষ হতেই দলের দায়িত্ব ছাড়েন কার্লো আনসেলোত্তি। তাঁর জায়গায় রিয়াল কোচের পদে নিযুক্ত হয়েছেন জাবি আলোন্সো। প্রাক্তন এই স্প্যানিশ মিডিওর প্রশিক্ষণে বুধবার প্রথমবার  মাঠে নামছে রিয়াল। ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে তাদের প্রতিপক্ষ আল হিলাল। সৌদি আরবের ক্লাবটিতে একঝাঁক ইউরোপে খেলা ফুটবলার রয়েছেন। তাই রিয়ালের জন্য লড়াইটা সহজ হবে না। তবে যাবতীয় প্রতিকূলতা কাটিয়ে জয় দিয়ে রিয়ালের কোচের পদে শুরু করতে চান আলোন্সো।
বুধবার ক্লাব বিশ্বকাপে নামছে ইউরোপের আর এক হেভিওয়েট দল ম্যাঞ্চেস্টার সিটি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পেপ ব্রিগেডের প্রতিপক্ষ মরক্কোর ক্লাব ওয়াদাদ। রিয়ালের মতো ২০২৪-২৫ মরশুমটা খুব একটা সুখের হয়নি সিটিজেনদের। তাই ক্লাব বিশ্বকাপে ভালো ফল করতে মরিয়া হালান্ডরা। গ্রুপ পর্বে সিটির অপর দুই প্রতিপক্ষ জুভেন্তাস ও আল আইন। তাই অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে জিতে মাঠ ছাড়াই লক্ষ্য পেপ গুয়ার্দিওলার।
এদিকে, একরাশ প্রত্যাশা নিয়ে মার্কিন মুলুকে প্রথমবারের জন্য ৩২ দলের ক্লাব বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় ফিফা। তবে টুর্নামেন্টের তৃতীয় দিনেই ফাঁকা গ্যালারি চিন্তা বাড়াচ্ছে সভাপতি জিয়ান্নি ইনফানতিনোর। সোমবার মার্সেডিজ বেঞ্জ স্টেডিয়ামে চেলসি বনাম লস এঞ্জেলস এফসি ম্যাচে ৫০ হাজারের বেশি আসন ফাঁকা ছিল। ম্যাচে ২-০ গোলে জয় পায় চেলসি। ইপিএল ক্লাবটির হয়ে জাল কাঁপান পেড্রো নেতো ও এনজো ফার্নান্ডেজ। তবে চেলসির এই জয়ের চেয়েও ফাঁকা গ্যালারি অনেক বেশি চর্চায় রয়েছে।

রাশিফল