শনিবার, 19 জুলাই 2025
Logo
  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

প্রফেসর সেনগুপ্তর গল্প

মনোবিজ্ঞানের অধ্যাপক ডঃ অনির্বাণ সেনগুপ্ত পাহাড়ে এক ছিমছাম বাড়িতে একাই থাকে। মাঝে মাঝে ছোট্ট মেয়ে তিন্নি তাঁর বাড়ি বেড়াতে আসে। এহেন অনির্বাণের নিস্তরঙ্গ জীবনে হঠাৎ একদিন ক্রাইম ব্রাঞ্চ-এর অফিসার রজত এল।

প্রফেসর সেনগুপ্তর গল্প

মনোবিজ্ঞানের অধ্যাপক ডঃ অনির্বাণ সেনগুপ্ত পাহাড়ে এক ছিমছাম বাড়িতে একাই থাকে। মাঝে মাঝে ছোট্ট মেয়ে তিন্নি তাঁর বাড়ি বেড়াতে আসে। এহেন অনির্বাণের নিস্তরঙ্গ জীবনে হঠাৎ একদিন ক্রাইম ব্রাঞ্চ-এর অফিসার রজত এল। কারণ অনির্বাণের বাড়ি সংলগ্ন জঙ্গলের রাস্তায় একটি মৃতদেহ পাওয়া গিয়েছে। এটা কি দুর্ঘটনা? কিন্তু পোস্টমর্টেম অন্য কথা বলে। এভাবেই থ্রিলার ‘প্রফেসর সেনগুপ্ত’র গল্প এগিয়েছে।
ওটিটি প্ল্যাটফর্ম ক্লিক-এ দর্শক দেখতে পাবেন পাঁচ এপিসোডের সিরিজটি। পরিচালনার দায়িত্বে রাজদীপ ঘোষ। তাঁর কথায়, ‘এমন গল্পে প্রথমবার পরিচালনা করলাম। স্বাধীন ভাবে কাজ করতে পেরেছি।’
মুখ্য ভূমিকায় অভিনয় করছেন জয় সেনগুপ্ত। তিনি বলেন, ‘কলকাতা ইন্ডাস্ট্রি প্রতিভায় সমৃদ্ধ হলেও, লম্বা দৌড়ের ওটিটি প্ল্যাটফর্ম চালানোর ক্ষেত্রে এখনও হয়তো কিছুটা পিছিয়ে। ‘ক্লিক’ সেদিক থেকে ব্যতিক্রম। এই প্ল্যাটফর্মে প্রথম বাংলা সিরিজ করলাম। মানসিক বিপর্যয়ের স্মৃতি ও লালসার টানাপোড়েন, সংস্কার ও নৃশংসতার দ্বন্দ্ব—সবকিছুর ভারসাম্য বজায় রেখে এগনো এক চরিত্র।’ 
এই সিরিজে এক পুলিস অফিসারের চরিত্রে জয়জিৎ বন্দ্যোপাধ্যায়কে দেখবেন দর্শক। অভিনেতা বলেন, ‘রাজদীপের সঙ্গে প্রথম কাজ করলাম। ঠিক কী প্রয়োজন তা পরিচালক জানতেন। চিত্রনাট্য এবং সংলাপ সত্যিই আমার সঙ্গে ক্লিক করেছিল।’ টেলিভিশনে অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত বেশ কিছু কাজ করলেও এটি তাঁর প্রথম ওয়েব সিরিজ। এছাড়াও অনুজা রায়, জিৎসুন্দর চক্রবর্তীর অভিনয়ের সমৃদ্ধ এই সিরিজ। 

রাশিফল