বৃহস্পতিবার, 17 জুলাই 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

প্রাথমিকের রুটিন ও ক্যালেন্ডার প্রকাশিত

দ্বিতীয় সামেটিভ মূল্যায়নের জন্য দিনভিত্তিক ক্লাস রুটিন এবং অ্যাকাডেমিক অ্যাক্টিভিটি ক্যালেন্ডার প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। 

প্রাথমিকের রুটিন ও ক্যালেন্ডার প্রকাশিত

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দ্বিতীয় সামেটিভ মূল্যায়নের জন্য দিনভিত্তিক ক্লাস রুটিন এবং অ্যাকাডেমিক অ্যাক্টিভিটি ক্যালেন্ডার প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এর ফলে, কোন বিষয়ের কোন অধ্যায় কোন কোন দিন পড়াতে হবে, তা স্পষ্ট থাকবে শিক্ষকদের কাছে। তাছাড়া বিষয়ভিত্তিক প্রশ্ন কোন পৃষ্ঠা থেকে করতে হবে, সে ব্যাপারেও সুস্পষ্ট ধারণা তৈরি হবে তাঁদের মধ্যে। প্রথম সামেটিভেও এই ক্যালেন্ডার প্রকাশিত হয়েছিল। তবে, সেটা পরীক্ষার সপ্তাহ দেড়েক আগে প্রকাশ পাওয়ায় তা শেষ পর্যন্ত শিক্ষকদের পর্যন্ত পৌঁছয়নি বলেই অভিযোগ। এবার সেই তালিকা যথাসময়েই প্রকাশ করেছে পর্ষদ। তাই এবার সমস্যা হবে না বলেই আশা সভাপতি গৌতম পালের। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ অন্য কোথাও নেওয়া হয়েছে বলে আমার জানা নেই। 

রাশিফল