শুক্রবার, 20 জুন 2025
Logo
  • শুক্রবার, ২০ জুন ২০২৫

বয়কটের হুমকির পরও পাকিস্তানকে সমর্থনে অনড় প্রেসিডেন্ট এরদোগান

পহেলগাঁও হামলার পরও জঙ্গি হামলার নিন্দা শোনা যায়নি তুরস্কের গলায়। বরং পাকিস্তানের সঙ্গে সুর মিলিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি তুলেছিল এরদোগানের দেশ।

বয়কটের হুমকির পরও পাকিস্তানকে সমর্থনে অনড় প্রেসিডেন্ট এরদোগান

নয়াদিল্লি: পহেলগাঁও হামলার পরও জঙ্গি হামলার নিন্দা শোনা যায়নি তুরস্কের গলায়। বরং পাকিস্তানের সঙ্গে সুর মিলিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি তুলেছিল এরদোগানের দেশ। পাকিস্তানের পাশে দাঁড়াতে পাঠিয়েছিল যুদ্ধজাহাজ। আর অপারেশন সিন্দুরের পর তুরস্কের তৈরি ড্রোন দিয়েই ভারতে হামলা চালানোর চেষ্টা চালিয়েছে পাকিস্তান।
অথচ তুরস্কে ভূমিকম্পের পর ‘অপারেশন দোস্ত’ শুরু করেছিল ভারত। সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। কিন্তু তারপরও ভারত-পাক সংঘর্ষে পাকিস্তানেরই পাশে দাঁড়িয়েছে এরদোগানের দেশ। ভুলে গিয়েছে ভারতের সহযোগিতার কথা। এসবেই রুষ্ট ভারতীয়রা এবার বয়কট তুরস্ক ডাক দিয়েছেন। তবে এতে খুব একটা বিচলিত নন তুরস্কের প্রেসিডেন্ট। পাকিস্তানকে খোলাখুলি সমর্থনের কথা ফের জানিয়েছেন তিনি। বলেছেন, ভবিষ্যতেও দেশের অবস্থান একই থাকবে। এজন্য তুরস্কের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি এরদোগানকে ‘মূল্যবান ভাই’ বলে সম্বোধন করেন। তারই উত্তর দিয়ে এরদোগান লিখেছেন, ‘দু’দেশের মধ্যে বন্ধুত্ব বিশ্বের কম দেশের মধ্যেই রয়েছে। পাকিস্তানের শান্তি, স্থিতিশীলতাকে সবসময় গুরুত্ব দেয় তুরস্ক। আমরা ভালো-খারাপ উভয় সময়ই ইসলামাবাদের পাশে রয়েছি। ভবিষ্যতেও থাকব।’ 
তুরস্কের মতো বেনজিরভাবে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে আজারবাইজানও। ফলে ওই দেশকেও বয়কটের ডাক দেওয়া হয়েছে। তারপরই আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ আহমেত শাইরোগাল লিখেছেন, ‘যাঁরা আজারবাইজান বয়কটের হুমকি দিচ্ছেন, তাঁরা ভুল করছেন। দিল্লিকে বুঝতে হবে আজারবাইজান কখনই ন্যায়বিচার ও ভ্রাতৃত্বের পথ ত্যাগ করেনি। ভারতীয় ভ্রমণ সংস্থাগুলি আমাদের বয়কট করলেও বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের সম্পর্ককে টলাতে পারবে না। আমরা পাকিস্তানের পাশে রয়েছি। কারণ আমাদের ইতিহাসও ঐতিহ্যের অংশ।’