রবিবার, 20 জুলাই 2025
Logo
  • রবিবার, ২০ জুলাই ২০২৫

প্রভাসের নতুন ছবি

‘দ্য রাজাসাব’। আসন্ন এই ছবি ঘিরে দক্ষিণী সুপারস্টার প্রভাসের প্রত্যাশা অনেক। সম্প্রতি হায়দরাবাদে মুক্তি পেল ছবির টিজার। মারুতি পরিচালিত এই হরর, কমেডি, রোমান্টিক ঘরানার ছবিটি ঘিরে দর্শকও আগ্রহী।

প্রভাসের  নতুন ছবি

দেবারতি ভট্টাচার্য, হায়দরাবাদ: ‘দ্য রাজাসাব’। আসন্ন এই ছবি ঘিরে দক্ষিণী সুপারস্টার প্রভাসের প্রত্যাশা অনেক। সম্প্রতি হায়দরাবাদে মুক্তি পেল ছবির টিজার। মারুতি পরিচালিত এই হরর, কমেডি, রোমান্টিক ঘরানার ছবিটি ঘিরে দর্শকও আগ্রহী। প্রভাস ছাড়া সঞ্জয় দত্ত, নিধি আগরওয়াল, মালবিকা মোহাননের অভিনয় দেখা যাবে। পরিচালকের কথায়, ‘প্রভাসের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ ঈশ্বর দর্শনের মতো ছিল। আমার আগের ছবি বক্স অফিসে বিশেষ কিছু করতে পারেনি। কিছু প্রযোজক ছবিটি তৈরি করতে চাননি। কিন্তু প্রভাস আমার হাত ছাড়েনি।’ ৪১, ২৫৬ বর্গফুট এলাকাজুড়ে নির্মাণ করা হয়েছে ছবির শ্যুটিং সেট। সে প্রসঙ্গে প্রযোজক টি জি বিশ্বপ্রসাদ বলেন, ‘ভারতীয় সিনেমার ইতিহাসে আজ পর্যন্ত সবচেয়ে বড় ইনডোর সেট আমরা তৈরি করেছি। ছবির ভিএফএক্স সকলকে চমকে দেবে। মিউজিকও দুর্দান্ত।’ চলতি বছরের শেষেই মুক্তি পাবে ছবিটি। 

রাশিফল