শুক্রবার, 18 জুলাই 2025
Logo
  • শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

সিক্যুয়েলের সম্ভাবনা

জনপ্রিয় ছবির সিক্যুয়েল এখন ট্রেন্ড। সেই ধারা মেনেই আসতে চলেছে ‘দিল্লি বেলি’ ছবির সিক্যুয়েল। ২০১১ সালে মুক্তি পেয়েছিল ইমরান খান অভিনীত এই সিনেমা। 

সিক্যুয়েলের সম্ভাবনা

জনপ্রিয় ছবির সিক্যুয়েল এখন ট্রেন্ড। সেই ধারা মেনেই আসতে চলেছে ‘দিল্লি বেলি’ ছবির সিক্যুয়েল। ২০১১ সালে মুক্তি পেয়েছিল ইমরান খান অভিনীত এই সিনেমা। প্রযোজনার দায়িত্বে ছিলেন আমির খান। সেই ছবির সিক্যুয়েল নিয়ে সদ্য মুখ খুললেন পরিচালক অভিনয় দেও। তিনি জানিয়েছেন, তাঁর কাছে সিক্যুয়েলের জন্য বেশ কয়েকটি আইডিয়া রয়েছে। ‘দিল্লি বেলি ২’ তৈরিতে আগ্রহী তিনি। এর জন্য নাকি আমির খানের সঙ্গে যোগাযোগ করেছেন পরিচালক। অভিনয়ের কথায়, ‘আমিরের সঙ্গে একাধিকবার কথা বলেছি। কয়েকটি বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। উনি ভীষণ বেছে কাজ করেন। কোনও বিষয়ে রাজি হওয়ার আগে অনেক চিন্তাভাবনা করেন।’ এবারও ছবিতে মুখ্য চরিত্রে ইমরানই থাকবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

রাশিফল