বৃহস্পতিবার, 17 জুলাই 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

নাটকের আলোচনা: শিল্পীর জীবনসংগ্রাম

শিল্প কি নিছক পেট চালানোর উপায়? নাকি সমাজের কাছে, আবহমান কালের কাছে এক আত্মিক দায় নিয়ে শিল্পের জন্ম? এ প্রশ্ন চিরন্তন। 

নাটকের  আলোচনা: শিল্পীর জীবনসংগ্রাম

শিল্প কি নিছক পেট চালানোর উপায়? নাকি সমাজের কাছে, আবহমান কালের কাছে এক আত্মিক দায় নিয়ে শিল্পের জন্ম? এ প্রশ্ন চিরন্তন। আর যখনই এই প্রশ্ন আমাদের চেতনাকে নাড়া দিয়েছে, তখনই কোনও না কোনও শিল্পীমন নৈমিত্তিকতার প্রলোভনকে তুড়ি মেরে অস্বীকার করেছে। কিন্তু চিরন্তনের কাছে যার দায় সেই শিল্পকে হেরে যেতে দেয়নি। মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পের মদন তাঁতি এমনই এক চরিত্র। মদনের ভালোবাসা, জেদ ও সংগ্রামের গল্প নিয়ে দৃশ্যপটের সাম্প্রতিকতম প্রযোজনা ‘শিল্পী’। সম্প্রতি অ্যাকাডেমিতে মঞ্চস্থ হল এই নাটক। পরিচালনায় অনির্বাণ ভট্টাচার্য।
মানিকবাবুর গল্পের মূল ভাবকে অক্ষুণ্ণ রেখে এক শিল্পীর জীবনসংগ্রামের বিভিন্ন স্তরকে ছোঁয়ার চেষ্টা করেছেন নাটককার উজ্জ্বল মণ্ডল। অন্তরে বাহিরে দ্বন্দ্বে বিপর্যস্ত মদন। তাঁত না চালিয়ে গাঁটে ব্যথা। অনাহারে ক্লিষ্ট সন্তান। স্ত্রীর গঞ্জনা, অন্যদিকে শিল্পীর আত্মসম্মান, শিল্পের প্রতি তার দায়। এ আসলে প্রয়োজনের সঙ্গে নৈতিকতার দ্বন্দ্ব। সাময়িকের সঙ্গে চিরন্তনের দ্বন্দ্ব। নিছক টিকে থাকার সঙ্গে বেঁচে থাকার দ্বন্দ্ব। তা আরও ঘনিয়ে তোলে ভুবন মহাজনের মতো লোক। অভুক্তের সামনে ভাতের থালা বাড়িয়ে দিয়ে যে শিল্পকে হাটে কিনতে চায়। সফল হয় কি? 
মঞ্চে মুহুর্ত ও ছবির মেলবন্ধন সৃষ্টি করেছেন পরিচালক। এই মায়ার খেলায় তাঁকে আলোতে যোগ্য সঙ্গত করেছেন মনোজপ্রসাদ এবং আবহে অর্পণ ঠাকুর। আকাশ চক্রবর্তীর লেখা গান চমৎকার। মঞ্চ পরিকল্পনায় দক্ষতার পরিচয় দিয়েছেন উৎসব রাউত। মঞ্চ নির্মাণে ছিলেন পার্থ মজুমদার ও সুরজিৎ দে।
মদনতাঁতির যন্ত্রণা, সংগ্রাম ও ভালোবাসার বিভিন্ন স্তরকে অসাধারণ দক্ষতায় মঞ্চে মূর্ত করেছেন উদ্ভাস রায়। পিউ কুণ্ডু, পৃথা রায়চৌধুরী, তানিয়া পাত্র এবং তুহিন ভট্টাচার্যর অভিনয়ও চমৎকার। অত্রি ভট্টাচার্যের কোরিওগ্রাফি অসাধারণ। সব মিলিয়ে এ নাটকের রেশ বহুদিন দর্শকমনে থেকে যাবে। 
নিজস্ব প্রতিনিধি

রাশিফল