সোমবার, 21 এপ্রিল 2025
Logo
  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

মারধর করে গ্রেপ্তার অস্কারজয়ী তথ্যচিত্রের পরিচালককে

ইজরায়েলি বাসিন্দাদের মারধরের শিকার হলেন চলতি বছরের সেরা তথ্যচিত্র হিসেবে অস্কারজয়ী ‘নো আদার ল্যান্ড’-এর প্যালেস্তিনীয় সহ-পরিচালক হামদান বাল্লাল।

মারধর করে গ্রেপ্তার অস্কারজয়ী তথ্যচিত্রের পরিচালককে

জেরুজালেম: ইজরায়েলি বাসিন্দাদের মারধরের শিকার হলেন চলতি বছরের সেরা তথ্যচিত্র হিসেবে অস্কারজয়ী ‘নো আদার ল্যান্ড’-এর প্যালেস্তিনীয় সহ-পরিচালক হামদান বাল্লাল। শুধু তাই নয়, হামলার শিকার হওয়ার পর ইজরায়েলের সেনাবাহিনী তাঁকে গ্রেপ্তার করেছে বলেও খবর।  ইজরায়েল অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কে সোমবার এই ঘটনা ঘটেছে। এদিন মাসাফার ইয়াত্তা এলাকার সুসিয়া গ্রামে বাল্লালের উপর চড়াও হয় একদল ইজরায়েলি বাসিন্দা। মারধরের ফলে তাঁর মাথা ফেটে যায়। এরপর একটি অ্যাম্বুলেন্সে বাল্লালের চিকিৎসা চলাকালীন তাঁকে ও আরও এক প্যালেস্তিনীয়কে ইজলায়েলি সেনাবাহিনী গ্রেপ্তার করে নিয়ে যায়।
বাল্লালের সঙ্গেই ‘নো আদার ল্যান্ড’-এর পরিচালনা করেছেন আরও এক প্যালেস্তানীয় বাসেল আদরা। তাঁরা মাসাফার ইয়াত্তা এলাকার বাসিন্দা। এই এলাকার গ্রামগুলিতে ইজরায়েলি বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে প্যালেস্তিনীয়দের সংগ্রামকে ফুটিয়ে তোলা হয়েছে ‘নো আদার ল্যান্ড’-এ।