শুক্রবার, 20 জুন 2025
Logo
  • শুক্রবার, ২০ জুন ২০২৫

জুনের শুরুতে দায়িত্ব নেবেন বিজেপির নতুন সভাপতিরা

২৩ মের পরেই সাংগঠনিক নির্বাচন চালুর পরিকল্পনা করছে বিজেপি। সেইমতো জুনের প্রথম সপ্তাহের মধ্যেই রাজ্যস্তরে এবং সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির নতুন সভাপতিরা দায়িত্ব নেবেন।

জুনের শুরুতে দায়িত্ব নেবেন বিজেপির নতুন সভাপতিরা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২৩ মের পরেই সাংগঠনিক নির্বাচন চালুর পরিকল্পনা করছে বিজেপি। সেইমতো জুনের প্রথম সপ্তাহের মধ্যেই রাজ্যস্তরে এবং সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির নতুন সভাপতিরা দায়িত্ব নেবেন। সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দলের গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসমিতি বৈঠকের আয়োজন করতে চলেছে বিজেপি। বুধবার বিজেপির শীর্ষ সূত্রে এই খবর জানানো হয়েছে। ২৩ মের পরেই কেন? দলের অন্দরের ব্যাখ্যা, অপারেশন সিন্দুরের সাফল্য নিয়ে যে তিরঙ্গা শৌর্য সম্মান যাত্রা কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি, তা শেষ হচ্ছে ২৩ মে। এই সময়সীমার মধ্যে অন্য কোনও গুরুতর দলীয় কর্মসূচিতে হাত দিতে চাইছেন না দলের শীর্ষ কেন্দ্রীয় নেতারা। তিরঙ্গা যাত্রা কর্মসূচি মেটার পরেই এই ব্যাপারে পদক্ষেপ করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।