বৃহস্পতিবার, 17 জুলাই 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

‘মা দাঁড়িয়ে দেখছিল, ওই কাকুটা বাবাকে বালিশ চাপা দেয়’, শিশুর বয়ানে গ্রেপ্তার

 প্রেমিকের সঙ্গে যোগসাজশ করে স্বামীকে খুনের অভিযোগ উঠল মহিলার বিরুদ্ধে। রাজস্থানের আলওয়ার জেলার খেরলি এলাকার ঘটনা। 

‘মা দাঁড়িয়ে দেখছিল, ওই কাকুটা বাবাকে বালিশ চাপা দেয়’, শিশুর বয়ানে গ্রেপ্তার

জয়পুর: প্রেমিকের সঙ্গে যোগসাজশ করে স্বামীকে খুনের অভিযোগ উঠল মহিলার বিরুদ্ধে। রাজস্থানের আলওয়ার জেলার খেরলি এলাকার ঘটনা। মৃতের নাম মান সিং যাতভ। অভিযোগ, খুনের বিষয়টিকে শুরুতে সাধারণ মৃত্যু হিসেবে চালানোর চেষ্টা করেছিলেন অনিতা নামে ওই মহিলা। কিন্তু শেষরক্ষা হয়নি। ঘটনার সময় পাশেই ঘুমিয়েছিল তাঁদের ৯ বছরের ছেলে। আর তার বয়ানের পরই রহস্যের উদঘাটন করেছে পুলিস। ইতিমধ্যেই অভিযুক্ত অনিতা, তাঁর প্রেমিক কাশীরাম প্রজাপত ও এক ভাড়াটে খুনি ব্রিজেশ যাতভকে গ্রেপ্তার করা হয়েছে। আরও তিন ভাড়াটে খুনির সন্ধানে তল্লাশি চলছে। মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে স্বামীকে খুন করেছিলেন সোনম। সেই হানিমুন মার্ডারের ঘটনায় দেশজুড়ে সাড়া পড়ে গিয়েছে। এরইমাঝে রাজস্থানের এই ঘটনায় ফের আতঙ্ক ছড়িয়েছে।
৭ জুনের রাত। বাড়ি থেকেই মান সিং যাতভের দেহ উদ্ধার হয়।  পুলিস ও প্রতিবেশীদের অনিতা জানায়, হঠাৎই স্বামীর শরীর খারাপ করেছিল। আর তার জেরেই মৃত্যু হয়েছে। ঘটনার তদন্তে নেমে তাঁদের ছেলের বয়ান নেয় পুলিস। ছেলের কথায়, ‘সে রাতে মা ঘরের দরজা খোলা রেখেছিল। কিছুক্ষণ পর বাইকে চেপে চারজনকে নিয়ে কাশী আঙ্কেল আসে। আমার ঘুম ভেঙে গিয়েছিল। তবে ভয়ে চুপটি করে ঘুমোনোর ভান করে পড়েছিলাম। ওরা প্রথমে বাবাকে মারধর করে। পা মুচড়ে দেয়। তারপর বাবার মুখে বালিশ চেপে ধরে কাশী আঙ্কেল। মা দাঁড়িয়ে সবটা দেখছিল। আমি ভয়ে উঠে পড়ি। বাবার দিকে যেতেই কাশী আঙ্কেল আমায় কোলে তুলে নেয়। আমায় ভয় দেখাতে শুরু করে। ভয়ে চুপ হয়ে গিয়েছিলাম। কয়েক মুহূর্ত পর বাবা মারা যায়। ওরা সবাই বাড়ি থেকে পালিয়ে যায়।’ পুলিস সূত্রে খবর, আগে থেকেই মান সিংকে খুনের ছক কষেছিল অনিতা ও কাশীরাম। এজন্য চার ভাড়াটে খুনিকে ২ লক্ষ টাকা দেওয়া হয়েছিল।

রাশিফল