রবিবার, 20 জুলাই 2025
Logo
  • রবিবার, ২০ জুলাই ২০২৫

মৃত্যু মণিপুরের বিমানসেবিকার, শোকগ্রস্ত পরিবার

লাল রঙের মেঝেতে বসে অঝোরে কাঁদছে গোটা পরিবার। ফটো অ্যালবাম হাতড়ে বের করছে ছবি। গুজরাতে ভয়াবহ বিমান দুর্ঘটনার রেশ উত্তরপূর্বের রাজ্য মণিপুরেও।

মৃত্যু মণিপুরের বিমানসেবিকার, শোকগ্রস্ত পরিবার

ইম্ফল: লাল রঙের মেঝেতে বসে অঝোরে কাঁদছে গোটা পরিবার। ফটো অ্যালবাম হাতড়ে বের করছে ছবি। গুজরাতে ভয়াবহ বিমান দুর্ঘটনার রেশ উত্তরপূর্বের রাজ্য মণিপুরেও। দুঘর্টনাগ্রস্ত বিমানটিতে ক্রু হিসাবে কর্মরত ছিলেন ইম্ফলের মেয়ে নান্থই শর্মা। দুর্ঘটনার পর শোকের ছায়া গোটা এলাকায়। 
বৃহস্পতিবার দুপুরে আমেদাবাদ থেকে রওনা দেওয়ার সঙ্গে সঙ্গেই ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ বিমান। সেই বিমানেই ক্রু হিসাবে কর্মরত ছিল নান্থই। ভয়াবহ দুঃসংবাদ পেতেই কার্যত শোকে পাথর গোটা পরিবার। ফটো অ্যালবাম থেকে নান্থইয়ের মেঝেতে বসে অঝোরে কাঁদতে দেখা যায় পরিবারের সদস্যদের। একজনকে বলতে শোনা যায়, ‘এই হাতে ওকে বড় করে তুলেছি। তুমি কোথায় গেলে? আমি তোমাকে দেখতে চাই’। মোবাইল ফোনে নান্থইয়ের ছবি হাতে কেঁদে ফেলেন আরও এক মহিলা। 

রাশিফল