বুধবার, 25 জুন 2025
Logo
  • বুধবার, ২৫ জুন ২০২৫

‘মন্দোদরী’ কাজল

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবির প্রস্তুতি তুঙ্গে। অভিনেতা রণবীর কাপুরকে পর্দায় ‘রাম’ হিসেবে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। 

‘মন্দোদরী’ কাজল

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবির প্রস্তুতি তুঙ্গে। অভিনেতা রণবীর কাপুরকে পর্দায় ‘রাম’ হিসেবে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। রণবীরের সঙ্গে ‘রাবণ’ রূপে দ্বৈরথে নামবেন দক্ষিণী অভিনেতা যশ। ইতিমধ্যে ছবির জন্য যাবতীয় প্রস্তুতি শুরু করেছেন তিনি। শুরু হয়েছে শ্যুটিংও। এই আবহে শোনা যাচ্ছে নতুন খবর। যশের বিপরীতে নাকি থাকছেন কাজল আগরওয়াল। রাবণের স্ত্রী ‘মন্দোদরী’র ভূমিকায় অভিনয় করবেন তিনি। কাজল নাকি নিজের অংশের বেশ কিছু দৃশ্যের শ্যুটিং সেরে ফেলেছেন। মন্দোদরী চরিত্রে অভিনয়ের জন্য একজন শক্তিশালী অভিনেত্রীর খোঁজে ছিলেন নির্মাতারা। বহু অডিশনের পর অবশেষে কাস্ট করা হয়েছে কাজলকে।