শুক্রবার, 20 জুন 2025
Logo
  • শুক্রবার, ২০ জুন ২০২৫

১৭ মে থেকে ফের শুরু আইপিএল, ফাইনাল ৩ জুন

আইপিএলের বাকি ম্যাচগুলির পরিবর্তিত সূচি প্রকাশ করল বিসিসিআই। আগামী ১৭ মে থেকে শুরু হচ্ছে খেলা। এজন্য মোট ছ’টি ভেন্যুকে বেছে নেওয়া হয়েছে।

১৭ মে থেকে ফের শুরু আইপিএল, ফাইনাল ৩ জুন

মুম্বই: প্রতীক্ষার অবসান। আইপিএলের বাকি ম্যাচগুলির পরিবর্তিত সূচি প্রকাশ করল বিসিসিআই। আগামী ১৭ মে থেকে শুরু হচ্ছে খেলা। এজন্য মোট ছ’টি ভেন্যুকে বেছে নেওয়া হয়েছে। তালিকায় রয়েছে বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনউ, মুম্বই ও আমেদাবাদ। নয়া সূচি অনুযায়ী ফাইনাল ম্যাচ হবে ৩ জুন, সন্ধ্যা সাড়ে ৭টায়। 

১৭ মে বেঙ্গালুরুতে কোহলিদের মুখোমুখি হতে চলেছে কেকেআর। আর লিগ পর্যায়ের শেষ ম্যাচ হবে লখনউতে। ২৭ মে। আরসিবি এবং এলএসজির মধ্যে। ২৯ মে প্রথম কোয়ালিফার, ৩০ মে এলিমিনেটর এবং ১ জুন দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ হবে। আগামী ৩ জুন ফাইনালের মধ্য দিয়ে কোটিপতি লিগের এবারের সংস্করণের সমাপ্তি ঘটতে চলেছে। যদিও দু’টি কোয়ালিফায়ার, এলিমিনেটর এবং ফাইনাল ম্যাচ কোথায় হবে, সেই বিষয়ে এদিন বোর্ডের তরফে কিছু জানানো হয়নি। 

এবার ইডেন গার্ডেন্সে আইপিএলের ফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু আদৌ তা হবে কি না, তা নিয়ে ঘোর সংশয় দেখা দিয়েছে। এর কারণ হল বর্ষা। এখন গোটা বিষয়টি নির্ভর করছে আবহাওয়ার গতিপ্রকৃতির উপরে। 

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির আবহে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আইপিএল। গত বৃহস্পতিবার ধরমশালায় ভেস্তে গিয়েছিল পাঞ্জাব-দিল্লি ম্যাচ। নিরাপত্তার কথা মাথায় রেখে মাঝপথে খেলা বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে অনির্দিষ্ট কালের জন্য টুর্নামেন্ট বন্ধ রাখার কথা ঘোষণা করে বিসিসিআই। এদিকে, এখনও আইপিএলের ফাইনাল সহ মোট ১৬টি ম্যাচ বাকি আছে।

IPL