শুক্রবার, 20 জুন 2025
Logo
  • শুক্রবার, ২০ জুন ২০২৫

জোড়া সুখবরের জের, রকেট গতি ভারতীয় শেয়ার সূচকের

একদিকে ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি, অন্যদিকে চীন-আমেরিকার বাণিজ্য যুদ্ধের সাময়িক ইতি। জোড়া সুখবরের জেরে চাঙ্গা ভারতীয় শেয়ার বাজার। 

জোড়া সুখবরের জের, রকেট গতি ভারতীয় শেয়ার সূচকের

মুম্বই: একদিকে ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি, অন্যদিকে চীন-আমেরিকার বাণিজ্য যুদ্ধের সাময়িক ইতি। জোড়া সুখবরের জেরে চাঙ্গা ভারতীয় শেয়ার বাজার। সোমবার বাজার খুলতেই বাড়তে থাকে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স। দিনের শেষে সূচক ২ হাজার ৯৭৫.৪৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৮২ হাজার ৪২৯.৯০ পয়েন্টে থিতু হয়। একটা সময় সেনসেক্স তিন হাজারের গণ্ডিও টপকে গিয়েছিল। যদিও পরে বেয়ারের প্রভাবে সূচক খানিকটা নেমে আসে। একদিনের নিরিখে এই বৃদ্ধি গত ১১ মাসের মধ্যে সর্বাধিক। পিছিয়ে ছিল না জাতীয় স্টক এক্সচেঞ্জের সূচক নিফিটিও। এদিন নিফটি ৯১৬. ৭০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। দিনের শেষে ৩.৮২ শতাংশ বৃদ্ধি পেয়ে সূচক দাঁড়িয়েছে ২৪ হাজার ৯২৪.৭০ পয়েন্টে। এর আগে গত বছরের ৩ জুন একদিনে সেনসেক্স বেড়েছিল ২ হাজার ৫০৭.৪৫ পয়েন্ট আর নিফটি বৃদ্ধি পেয়েছিল ৭৩৩. ২০ পয়েন্ট। শুধু ভারতেরই শেয়ার সূচকই নয়, বৃদ্ধি পেয়েছে পাকিস্তানের শেয়ার সূচকও। সোমবার এক ধাক্কায় ৯ হাজার ৯২৯.৪৮ পয়েন্ট উঠল পাকিস্তানি স্টক এক্সচেঞ্জের সূচক কেএসই। বৃদ্ধির হার ৯.২৬ শতাংশ। দিনের শেষে সূচক দাঁড়িয়েছে ১ লক্ষ ১৭ হাজার ১০৪.১১ পয়েন্টে। একদিনের বৃদ্ধির নিরিখে গত ২৬ বছরের মধ্যে এটাই সর্বাধিক। বৃদ্ধির গতি এতটাই ছিল যে এক ঘণ্টার জন্য বাজার বন্ধ রাখতে হয়।