বৃহস্পতিবার, 19 জুন 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

‘প্রকাশ্যে কিছু বলতে আমি ভয় পাই’,

 জিও হটস্টার-এর ‘কুল’ সিরিজে ‘ইন্দ্রাণী রায় সিং’-এর চরিত্রে নিমরত কৌর দর্শকদের চমকে দিয়েছেন। তাঁর সাফল্যের ঝুলিতে আছে চমকে ভরা এমন নানা চরিত্র। এক সাক্ষাৎকারে নিজের জীবনের কিছু কথা ভাগ করে নিলেন অভিনেত্রী।

‘প্রকাশ্যে কিছু বলতে আমি ভয় পাই’,

অন্ধ সম্পর্ক 
‘কুল’ সিরিজে দেখা গিয়েছে নিজের ভাইয়ের প্রতি ‘ইন্দ্রাণী’র অন্ধ ভালোবাসা। তবে নিমরত মনে করেন যেকোনও সম্পর্কে অন্ধ ভালোবাসা ঠিক নয়। অভিনেত্রী বলেন, ‘কোনও সম্পর্কের ক্ষেত্রে এরকম অন্ধবিশ্বাস আমি রাখতে চাই না। আমার মনে হয় এটা খুবই অদ্ভুত এক দর্শন। তবে আমি আমার বোনের ব্যাপারে অত্যন্ত প্রোটেকটিভ। আমি যা ঠেকে শিখেছি, ও সেভাবে যেন না শেখে।’
জীবনের বৈপরীত্য 
জীবনে নানা ওঠা-পড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে নিমরতকে। কঠিন সময় কীভাবে অটল থাকেন? আলতো হেসে তিনি বলেন, ‘আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আর আর্মি ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে কোনও পরিস্থিতিতেই আমি হার মানতে শিখিনি। আমি এখন যে দুনিয়ায় বাস করি, তা আমার আগের দুনিয়ার চেয়ে অনেকটাই আলাদা। জীবনের ক্ষেত্রে এই বৈপরীত্য আমার মধ্যে সংবেদনশীলতার জন্ম দিয়েছে।’
কৃত্রিম দুনিয়া
বলিউডকে কৃত্রিম দুনিয়া বলে মনে করেন নিমরত। এর সঙ্গে কীভাবে তাল মিলিয়ে চলেন? অভিনেত্রী সাফ বলেন, ‘আমি যখন কাজ করি, তখনই এই দুনিয়ার কাছাকাছি আসি। এখানে তো বন্ধুত্ব করতে আসিনি। আমি এখানে এসেছি অভিনেত্রী হতে। তাই এখানে কাজ আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ’।
ট্রোলার কারা
সোশাল মিডিয়ায় ট্রোলিং নিয়ে তিতিবিরক্ত তারকারা। নিমরতও ভুক্তভোগী। তাঁর কথায়, ‘এখন প্রকাশ্যে কিছু বলতে আমি ভয় পাই। অনলাইনের সমস্যা হল, আমি সরল মনে কিছু বললাম, তার অন্য অর্থ বের করা হল। তাই যাঁরা আমার শুভাকাঙ্ক্ষী, আর যাঁদের সঙ্গে নির্ভয়ে কথা বলা যায়, আমি শুধু তাঁদের সঙ্গেই কথা বলি। আমি বুঝতেই পারি না, ট্রোলার কারা?’
অভিনেত্রীর ভয়  
নিমরত মনে করেন, এখনও পর্যন্ত বলিউড তাঁকে বেশ ভালো ভালো চরিত্র অফার করেছে। হঠাৎ করে যদি সুযোগ পাওয়া বন্ধ হয়ে যায়? সেই ভয় তাড়া করে? অভিনেত্রীর জবাব, ‘ভয় ঠিক পাই না। তবে কখনও কখনও আমি অধৈর্য হয়ে পড়ি। ভালো গল্প হলে, আমার মতো অভিনেত্রীর নিশ্চয় প্রয়োজন পড়বে। আশা করি আগামী দিনে আমার কথা মাথায় রেখে আরও গল্প লেখা হবে।’
বায়োপিক 
আত্মজীবনীমূলক ছবিতে অভিনয় করতে চান নিমরত। তাঁর সুপ্ত ইচ্ছের কথা প্রকাশ করে বলেন, ‘আমি অমৃতা প্রীতমের বায়োপিকে কাজ করতে চাই। ওঁর জীবন আমাকে খুব আকৃষ্ট করে। ওঁর লেখা কাহিনি আমার দারুণ লাগে।’
দেবারতি ভট্টাচার্য ,মুম্বই