রবিবার, 13 জুলাই 2025
Logo
  • রবিবার, ১৩ জুলাই ২০২৫

‘কৃষ্ণ এবং রাবণের চরিত্রে অভিনয় করতে চাই’

পর্দায় বহুবার ‘মা’ হয়ে উঠেছেন কাজল। কিন্তু বিশাল ফুরিয়া পরিচালিত আসন্ন ছবি ‘মা’ নাকি তাঁর কেরিয়ারে একেবারে নতুন। এক আড্ডায় ছবির নেপথ্য কাহিনি শোনালেন অভিনেত্রী।

‘কৃষ্ণ এবং রাবণের চরিত্রে অভিনয় করতে চাই’

পর্দায় বহুবার ‘মা’ হয়ে উঠেছেন কাজল। কিন্তু বিশাল ফুরিয়া পরিচালিত আসন্ন ছবি ‘মা’ নাকি তাঁর কেরিয়ারে একেবারে নতুন। এক আড্ডায় ছবির নেপথ্য কাহিনি শোনালেন অভিনেত্রী।

‘মা’ হিসেবে এই ছবির চরিত্র কোথায় আলাদা?
সন্তান থাকুক, বা না থাকুক, প্রতিটা মেয়ের মধ্যেই মাতৃরূপ থাকে। এই ছবিতে অশুভ শক্তির সঙ্গে মাকে লড়াই করতে দেখা যাবে। সব বিপদ থেকে সন্তানকে রক্ষা করতে পারবে কি না, এটাই মায়েদের চিন্তা। মায়েদের নিজের উপর ভরসা থাকা খুব জরুরি। সেটা খুব স্পষ্টভাবে রয়েছে ছবিতে।
এই ছবিতে ‘কালা জাদু’ দেখানো হয়েছে। আপনি এসবে বিশ্বাস করেন?
যদি আলোতে বিশ্বাসী হই, তাহলে অন্ধকারেও বিশ্বাস রাখতে হবে। আমি মনে করি দুনিয়ায় সব ক্ষেত্রেই ভারসাম্য রক্ষা করতে হয়। মন্দ না থাকলে আমরা ভালোকে উপভোগ করব কীভাবে? 
দক্ষিণেশ্বর মন্দিরে ছবির জন্য পুজো দিয়েছিলেন, কেমন অভিজ্ঞতা হল?
কলকাতায় গেলেই মানুষের অফুরান ভালোবাসা পাই। দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে আমার দারুণ লেগেছিল। কলকাতায় আমার কিছু আত্মীয় আছেন। তবে এবার সকলের সঙ্গে দেখা করা সম্ভব হয়নি। ওই শহরের খাবারও অসাধারণ। নানারকম খাবারের টানেও কলকাতা যাই।
পৌরাণিক ঘরানার ছবিতে অভিনয় করলেন, এই ধরনের গল্প পড়েন?
ছোটবেলা থেকে পৌরাণিক গল্প পড়তে ভালোবাসি। ভারতীয় পুরাণ তো অসাধারণ। তবে নানা দেশের পৌরাণিক কাহিনি আমি পড়েছি। 
পর্দায় নিজেকে কোন পৌরাণিক চরিত্রে দেখতে চান?
‘মহাভারত’-এর ‘কৃষ্ণ’র চরিত্রে অভিনয় করতে চাই। আমি জানি আমাকে এই চরিত্রের কেউ প্রস্তাব দেবে না (হাসি)। আর আমি ‘রাবণ’-এর চরিত্রেও নিজেকে পর্দায় দেখতে চাই। এই দুই পৌরাণিক চরিত্রের উপর একটা গোটা বই লিখে ফেলতে পারি।
সন্তানদের বিষয়ে কে বেশি রক্ষণশীল, আপনি নাকি অজয় দেবগন? 
অভিভাবক হিসেবে সন্তানদের ক্ষেত্রে আমরা দু’জনেই সমান প্রোটেকটিভ। ওরা যখন ছোট ছিল আমি বেশি কঠোর ছিলাম। এখন বড় হয়েছে, তাই একটু ছাড় দিতেই হয় (হাসি)।  
কেরিয়ারের কোনও সিদ্ধান্ত নিয়ে কখনও কি নিরাপত্তাহীনতায় ভুগেছেন?
আমি মনে করি সবাই কিছু না কিছু নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন। সেটা কখনও গুরুত্ব দিইনি। কঠোর পরিশ্রম আর ভালো কাজ করলেই এসব পরিস্থিতি সামলাতে পারব, এটাই বিশ্বাস করেছি চিরকাল। আজও সেই বিশ্বাসেই কাজ করি।

দেবারতি ভট্টাচার্য • মুম্বই

রাশিফল