‘থিয়েটার করে নিজেকে মোটিভেট করি’
‘রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোনও চরিত্রে প্রথমবার অভিনয় করলাম’, বলছিলেন অভিনেতা সত্যম ভট্টাচার্য। ‘বল্লভপুরের রূপকথা’ যে সত্যমের অভিনয়ের রুটম্যাপ একেবারে বদলে দিয়েছিল।

বর্তমান ওয়েবডেস্ক
জুন ২৩, ২০২৫
স্বরলিপি ভট্টাচার্য: ‘রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোনও চরিত্রে প্রথমবার অভিনয় করলাম’, বলছিলেন অভিনেতা সত্যম ভট্টাচার্য। ‘বল্লভপুরের রূপকথা’ যে সত্যমের অভিনয়ের রুটম্যাপ একেবারে বদলে দিয়েছিল। তিনি এবার ‘ফণীভূষণ’-এর চরিত্রে। সৌজন্যে আসন্ন ছবি ‘ভূতপূর্ব’। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘তারানাথ তান্ত্রিক’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মণিহারা’ এবং মনোজ সেনের ‘শিকার’— তিনটি গল্প নিয়ে মুক্তির অপেক্ষায় ‘ভূতপূর্ব’। পরিচালনার দায়িত্বে কাকলি ঘোষ এবং অভিনব মুখোপাধ্যায়। এটিই তাঁদের প্রথম ছবি। নতুন পরিচালদের সঙ্গে কাজ ঝুঁকির মনে হয়নি? ‘আমিও তো একদিন নতুন ছিলাম। কেউ তো আমাকে সুযোগ দিয়েছিলেন। প্রথম পরিচালনা করলেও ওঁদের আত্মবিশ্বাস দেখে আমি রাজি হয়েছিলাম’, বললেন সত্যম।
দীর্ঘদিন ক্যামেরার নেপথ্যে কাজ করেছেন সত্যম। ফ্লোরে পরিচালকদের ভুল নজরে পড়লে ধরিয়ে দিতেন? সত্যম বললেন, ‘ওঁরা দু’জনেই থিয়েটারের মানুষ। পরিচালনার কাজের মধ্যে লজিস্টিক একটা বড় পার্ট। ওঁরা সেসব দক্ষ পেশাদারদের হাতে ছেড়ে দিয়েছিলেন। নিজেরা পর্দায় কী দেখতে চাইছেন, শুধু সেদিকে মন দিতেন। ফলে কাজ করতে কোনও অসুবিধে হয়নি।’
আসন্ন তিনটি ছবির শ্যুটিং ইতিমধ্যেই শেষ করেছেন সত্যম। বাকি রয়েছে ডাবিং। এক এক করে সেগুলি মুক্তি পাবে। কিছুদিন আগে একটি ওয়েব সিরিজেও অভিনয় করলেন। তা সত্ত্বেও বাংলায় কাজের পরিমাণ কমছে বলে মনে করেন অভিনেতা। কাজ শুরু হয়ে বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনাও অত্যন্ত দুর্ভাগ্যজনক। হতাশ লাগে? সত্যমের জবাব, ‘কখনও কখনও হতাশ লাগে তো বটেই। থিয়েটার করি মন দিয়ে। নিজেকে মোটিভেট করি। আবার ভাবি, গোটা পৃথিবীতে এত রকমের ঘটনা ঘটছে, তার নিরিখে কত তুচ্ছ এসব! বরং ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করি। এখন এআই এসে গিয়েছে। কেউ অপরিহার্য নয়।’ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আশঙ্কা হয়? ‘একেবারেই না। প্রযুক্তি মানুষের খারাপের জন্য হতে পারে না। প্রযুক্তি উন্নতিই করবে’, বললেন তিনি। বাংলার বহু অভিনেতা মুম্বইতে কাজ করছেন। তেমন কোনও অফার কি আসেনি? সত্যমের কথায়, ‘মুম্বইয়ে কাজের জন্য অডিশন দিই মাঝেমধ্যেই। এখনও কিছু ক্লিক করেনি। আর ওখানে থেকে স্ট্রাগল করার মতো পারিপার্শ্বিক পরিস্থিতি এখন নেই। ভালো অফার এলে নিশ্চয়ই কাজ করব।’
related_post
অমৃত কথা
-
অভাব
- post_by বর্তমান
- জুলাই 20, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 17, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 17, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 17, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 20, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 20, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 18, 2025