অতীত নিয়ে আমার কোনও কষ্ট নেই
এই সিজনে নতুনত্ব কী রয়েছে?
•• এই সিজনটা আগের তুলনায় আরও মজার। আমরা এত হেসেছি যে অনেকবার পরিচালককে শ্যুটিংও বন্ধ করতে হয়েছে। আমাদের আউটডোর শ্যুট ছিল।

বর্তমান ওয়েবডেস্ক
জুন ২০, ২০২৫
‘পঞ্চায়েত’ সিজন ৪-এ ফের ‘মঞ্জু দেবী’ হিসেবে দেখা যাবে নীনা গুপ্তাকে। কেরিয়ারে এই চরিত্রের অবদান কতখানি? আড্ডায় জানালেন অভিনেত্রী।
• এই সিজনে নতুনত্ব কী রয়েছে?
•• এই সিজনটা আগের তুলনায় আরও মজার। আমরা এত হেসেছি যে অনেকবার পরিচালককে শ্যুটিংও বন্ধ করতে হয়েছে। আমাদের আউটডোর শ্যুট ছিল। দিনের পর দিন একসঙ্গে কাটাতে হয়েছে। পরিবারের মতো হয়ে গিয়েছিল সকলে।
• পুরনো চরিত্র নতুনভাবে পর্দায় ফুটিয়ে তোলা কি চ্যালেঞ্জিং?
•• চরিত্র এক থাকলেও গল্প, পরিস্থিতি বদলে যায়। প্রতিটি সিজন অন্তত দেড় বছর পরপর শ্যুট করা হয়। তাই চরিত্রের ধরন বজায় রাখতে খানিক সমস্যা হয়, এ কথা ঠিক। শ্যুটিং শুরুর আগে নিজেকে প্রস্তুত করি।
• ‘পঞ্চায়েত’-এর জার্নিতে প্রাপ্তি কী?
•• এই সিরিজের জন্যই গোটা দেশ আমাকে চেনে। এটাই প্রাপ্তি।
• কাকে নিয়ে সবচেয়ে বেশি গসিপ করেন?
•• মাসাবাকে (মেয়ে) নিয়ে। সে কারণে ওর সঙ্গে ঝগড়াও হয়। এক- দু’দিন কথা হয় না। তারপর আবার সব ঠিক হয়ে যায়। (হাসি)
• দিদা হওয়ার পর কেমন কাটছে জীবন?
•• খুব ভালো কাটছে। তবে আমি নাতনিকে বলেছি, আমাকে নানি (দিদা) বলে ডাকবে না। নীনা বলবে। ওকে নিজের সন্তানের মতোই মনে হয়।
• এই সিজনে তো নির্বাচন দেখা যাবে। রাজনীতির সঙ্গে যু্ক্ত হওয়ার কথা ভেবেছেন কখনও?
•• অনেকবার অফার পেয়েছি। তবে আমি রাজি হইনি। যে কাজ সম্পর্কে কোনও ধারণা নেই, তা কীভাবে করব? রাজনীতি একটা নোংরা খেলা, আমার পক্ষে সামলানো সম্ভব নয়। কলেজ জীবনে একবার নির্বাচনে লড়েছিলাম। প্রার্থীপদ থেকে সরে দাঁড়ানোর জন্য আমাকে হুমকি দেওয়া হয়েছিল। তখন বুঝেছিলাম, বিষয়টা মোটেই সহজ নয়। আর লড়িনি।
• ইন্ডাস্ট্রিতে যতটা সুযোগ পাওয়া উচিত ছিল, পেয়েছেন?
•• না। আরও সুযোগ পেলে হয়তো ভালো হতো। তবে আমি মনে করি, আমার কাছে এখনও সময় রয়েছে। অনেক কাজ বাকি রয়েছে।
• এখন যে চরিত্রগুলি পাচ্ছেন, তাতে সন্তুষ্ট?
•• হ্যাঁ। অতীত নিয়ে আমার কোনও কষ্ট নেই। আমি বর্তমান নিয়েই খুশি। তবে কখনও অন্যের চরিত্র দেখে হিংসা হয়। মনে হয়, এটা আমি পেলে ভালো হতো। আবার এও ভাবি, একজীবনে সবকিছু পাওয়া সম্ভব হয় না।
• আবার পরিচালনা করার ইচ্ছা রয়েছে?
•• না। এখন আমি দারুণ কিছু চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছি। নিজেকে বিভ্রান্ত করতে চাই না।
• নেগেটিভ চরিত্রে আপনাকে দেখা যাবে কখনও?
•• না, আমি কোনওদিন নেগেটিভ চরিত্র করব না। একবার করেছিলাম। তার ফলে জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। আসলে আমাদের খুূব সহজেই টাইপকাস্ট করে দেওয়া হয়। কমেডি খুব কঠিন কাজ, কিন্তু কমেডিয়ান আমাদের ইন্ডাস্ট্রিতে কখনও হিরো হতে পারেন না। যেমন সুনীল গ্রোভার। ভালো দেখতে, দারুণ কমেডিয়ান, কিন্তু হিরো হতে পারেননি। আমার মনে হয়, মহিলাদের কখনও নেগেটিভ বা কমেডি চরিত্র করা উচিত নয়।
শামা ভগত • মুম্বই
related_post
অমৃত কথা
-
অবিদ্যা
- post_by বর্তমান
- জুলাই 17, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 17, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 17, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 17, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 16, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 16, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 17, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 17, 2025