সোমবার, 23 জুন 2025
Logo
  • সোমবার, ২৩ জুন ২০২৫

‘আপনাকে দেওয়ার মতো বিমান নেই’, ট্রাম্পকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের সরস মন্তব্য

 শীর্ষ বৈঠকে রসিকতা! তেমনই ঘটনার সাক্ষী থাকল হোয়াইট হাউস। বুধবার ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

‘আপনাকে দেওয়ার মতো বিমান নেই’,  ট্রাম্পকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের সরস মন্তব্য

ওয়াশিংটন: শীর্ষ বৈঠকে রসিকতা! তেমনই ঘটনার সাক্ষী থাকল হোয়াইট হাউস। বুধবার ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। দু’দেশের সম্পর্কের উন্নতি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন দুই রাষ্ট্রনেতা। এরইমধ্যে কিছু বিষয় নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার উপক্রম হয়। যদিও সরস মন্তব্যে তা সামলে নেন রামাফোসা। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেন, ‘দুঃখিত, আপনাকে দেওয়ার মতো বিমান আমাদের কাছে নেই।’ সম্প্রতি কাতারের দেওয়া উপহারের প্রসঙ্গ টেনে ওই মন্তব্য করেন রামাফোসা। তার উত্তরও হাসিমুখে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আপনার দেশ যদি মার্কিন বিমান বাহিনীকে উপহার দিত, তাহলে অবশ্যই গ্রহণ করতাম।’
সম্প্রতি পশ্চিম এশিয়া সফরে গিয়েছিলেন ট্রাম্প। দু’দেশের বন্ধুত্বকে অটুট রাখতে ট্রাম্পকে একটি বোয়িং ৭৪৭ বিমান উপহার দেয় কাতার। এনিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, কাতারের উপহার নিয়ে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। আমি ব্যক্তিগত ব্যবহারের জন্য ওই উপহার গ্রহণ করিনি। ওই বিমান মার্কিন বাহিনীতে যুক্ত হবে। এদিন কাতার থেকে উপহার পাওয়া নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিককে হোয়াইট হাউস থেকে বের করে দেন ট্রাম্প। ওই সাংবাদিককে তিনি বলেন, ‘আমাদের বিমান বাহিনীকে একটি জেট উপহার দিয়েছে। এটা খুবই ভালো বিষয়। আপনি বুদ্ধিমান নন। আপনার রিপোর্টার হওয়ার যোগ্যতাই নেই।’ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সময় ওই ঘটনার সূত্রপাত। বৈঠকে দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের উপর নিগ্রহের অভিযোগ তোলেন ট্রাম্প। এমন প্রশ্নের মুখোমুখি হয়েও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মতো বিতর্কে না জড়িয়ে শান্তভাবে সামলে নেন রামাফোসা।