শনিবার, 19 জুলাই 2025
Logo
  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

অফিসের টার্গেট পূরণে ব্যর্থ, গলায় বেল্ট বেঁধে হামাগুড়ি দিলেন কর্মী!

সেলস টার্গেট পূরণ করতে পারেননি। সেই ‘অপরাধে’র শাস্তি হিসেবে গলায় কুকুরের মতো বেল্ট বেঁধে এক কর্মীকে মাটিতে হামাগুড়ি দেওয়ানো হচ্ছে।

অফিসের টার্গেট পূরণে ব্যর্থ, গলায় বেল্ট বেঁধে হামাগুড়ি দিলেন কর্মী!

তিরুবনন্তপুরম: সেলস টার্গেট পূরণ করতে পারেননি। সেই ‘অপরাধে’র শাস্তি হিসেবে গলায় কুকুরের মতো বেল্ট বেঁধে এক কর্মীকে মাটিতে হামাগুড়ি দেওয়ানো হচ্ছে। মাটিতে পড়ে থাকা কয়েনও চাটতে দেখা যায় তাঁকে। কেরলের কোচির একটি বেসরকারি সংস্থার অফিসের এই  ভিডিও সামনে আসতেই সমালোচনার ঝড় উঠেছে। যদিও সংস্থার কর্মীদের একাংশের দাবি, গোটা ঘটনাই ভুয়ো। ফার্মের ভাবমূর্তি নষ্ট করতেই এটি রেকর্ড  করা হয়েছিল। তবে তুমুল বিতর্ক তৈরি হওয়ায় বিষয়টি হাল্কাভাবে দেখতে নারাজ কেরল সরকার। ইতিমধ্যেই শ্রমদপ্তরকে তদন্তের নির্দেশ দিয়েছে পিনরাই বিজয়ন প্রশাসন। পৃথক মামলা দায়ের করেছে রাজ্য মানবাধিকার কমিশন ও যুব কমিশন। কিন্তু, শেষ খবর পাওয়া পর্যন্ত এই নিয়ে পুলিসে কোনও অভিযোগ দায়ের হয়নি। তবুও সংবাদমাধ্যমের খবরের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখেছেন তদন্তকারীরা। 
 স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, পুলিস আধিকারিকরা সংশ্লিষ্ট কর্মীর সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, মাত্র চারমাস আগে ওই সংস্থায় যোগ দিয়েছিলেন। অন্যান্য কর্মীদের সঙ্গে ঝামেলা মেটানোর জন্য ওই ভিডিও রেকর্ড করা হয়েছিল। স্বেচ্ছায় ওই ভিডিওতে তিনি অংশ নিয়েছিলেন। কিন্তু, পরে কয়েকজন কর্মীর বিরুদ্ধে ম্যানেজাররা শান্তিমূলক ব্যবস্থা গ্রহণের পরই ভিডিওটি জনসমক্ষে চলে আসে। জানা গিয়েছে, সংশ্লিষ্ট সংস্থাটির নাম কেল্ট্রা।  মূলত একটি মার্কেটিং ফার্ম। কালুরের কাছে পেরুমবাভোরে এদের অফিস রয়েছে। সেখানেই ওই কর্মীর সঙ্গেই নিগ্রহের অভিযোগ উঠেছে। বিতর্কের মধ্যেই সংস্থার প্রাক্তন এক ম্যানেজারের নাম উঠে এসেছে। জানা গিয়েছে, সংস্থার মালিকের সঙ্গে মানাফ নামে ওই ম্যানেজারের ঝামেলা হয়েছিল। সেজন্যই কয়েকজন শিক্ষানবিশকে দিয়ে ওই ভিডিও বানিয়েছিলেন তিনি। তখন মানাফ নতুন কর্মীদের প্রশিক্ষণের অংশ হিসেবেই এই ভিডিও রেকর্ড করার কথা জানিয়েছিলেন। 

রাশিফল