শনিবার, 14 জুন 2025
Logo
  • শনিবার, ১৪ জুন ২০২৫

ব্যাঙ্কিং নেটওয়ার্ক বাড়াচ্ছে ইপিএফও

ব্যাঙ্কিং নেটওয়ার্ক বৃদ্ধি করছে ইপিএফও। শ্রমমন্ত্রকের আওতাধীন কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের আওতায় এবার আসতে চলেছে নতুন মোট ১৫টি বেসরকারি এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।

ব্যাঙ্কিং নেটওয়ার্ক বাড়াচ্ছে ইপিএফও

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ব্যাঙ্কিং নেটওয়ার্ক বৃদ্ধি করছে ইপিএফও। শ্রমমন্ত্রকের আওতাধীন কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের আওতায় এবার আসতে চলেছে নতুন মোট ১৫টি বেসরকারি এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এর ফলে বর্তমানের ১৭টির পরিবর্তে ৩২টি ব্যাঙ্কে প্রদেয় অর্থ (কন্ট্রিবিউশন) জমা দিতে পারবে সংস্থা কর্তৃপক্ষ। মঙ্গলবার শ্রমমন্ত্রকের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। তারা জানিয়েছে, এদিন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্যের উপস্থিতিতেই নতুন ১৫টি ব্যাঙ্কের সঙ্গে চুক্তি করেছে ইপিএফও। ভবিষ্যনিধি সংগঠন জানিয়েছে, এর ফলে ইপিএফওর আওতাভুক্ত সংস্থা-প্রতিষ্ঠান আরও বেশি ব্যাঙ্কে তাদের কন্ট্রিবিউশন জমা দিতে পারবে। বর্তমানে দেশে ইপিএফ গ্রাহকের সংখ্যা প্রায় আট কোটি এবং পেনশন প্রাপকের সংখ্যা প্রায় ৭৮ লক্ষ। সময়ে কন্ট্রিবিউশন জমা পড়লে উপকৃত হবেন তাঁরাও।