রবিবার, 13 জুলাই 2025
Logo
  • রবিবার, ১৩ জুলাই ২০২৫

ড্রিমলাইনার বিপর্যয়, মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া শুরু এয়ার ইন্ডিয়ার

 কেটে গিয়েছে ১০ দিন। আমেদাবাদের বিমান দুর্ঘটনায় মৃতদের ডিএনএ শনাক্তকরণ, পরিবারের হাতে দেহ তুলে দেওয়ার পাশাপাশি একযোগে শুরু হয়েছে তদন্ত প্রক্রিয়াও। 

ড্রিমলাইনার বিপর্যয়, মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া শুরু এয়ার ইন্ডিয়ার

নয়াদিল্লি: কেটে গিয়েছে ১০ দিন। আমেদাবাদের বিমান দুর্ঘটনায় মৃতদের ডিএনএ শনাক্তকরণ, পরিবারের হাতে দেহ তুলে দেওয়ার পাশাপাশি একযোগে শুরু হয়েছে তদন্ত প্রক্রিয়াও। এরই মধ্যে মৃতদের পরিবার পিছু ২৫ লক্ষ টাকা করে অন্তর্বর্তী ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু করল এয়ার ইন্ডিয়া। ২০ জুন থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া। ইতিমধ্যেই তিনটি পরিবার ক্ষতিপূরণের টাকা পেয়েছে। বাকিদের অ্যাকাউন্টেও টাকা পাঠানো শুরু হয়েছে। আগেই ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছিল টাটা সন্স। সেই টাকার সঙ্গে অতিরিক্ত সাহায্য হিসেবে দেওয়া হচ্ছে এই ২৫ লক্ষ। বিমান দুর্ঘটনায় একমাত্র বেঁচে ফেরা বিশ্বাস কুমার রমেশও পাচ্ছেন অন্তর্বর্তী ক্ষতিপূরণ।
আর্থিক সহায়তা প্রদানের জন্য ১৫ জুন থেকে এয়ার ইন্ডিয়ার তরফে একটি হেল্প ডেস্ক তৈরি করা হয়েছে। সেখানেই যাবতীয় নথিপত্র খতিয়ে দেখার পর টাকা পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য নিরন্তর কাজ করে চলেছে সংশ্লিষ্ট সংস্থার পাঁচশোর বেশি স্বেচ্ছাসেবক। রয়েছে মনোবিদ ও স্বাস্থকর্মীদের টিমও। 
দশ দিন পেরিয়ে দুর্ঘটনাস্থলে এখনও পড়ে রয়েছে বিমানের ভাঙা ডানা। ধ্বংসাবশেষ ও ঠান্ডা ছাই সরিয়ে জারি তদন্ত। এনিয়ে মেঘানিনগর থানার পুলিসের তরফে জানানো হয়েছে, আপাতত উপর মহল থেকে ধ্বংসাবশেষ সরানোর কোনও অনুমতি আসেনি। প্রতিদিন দুর্ঘটনাস্থল ভালো করে খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

রাশিফল