বুধবার, 25 জুন 2025
Logo
  • বুধবার, ২৫ জুন ২০২৫

৭০ বছরে ডেবিউ

কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে নজর কাড়লেন অভিনেতা অনুপম খের। ৭০ বছর বয়সে রেড কার্পেটে ডেবিউ করলেন তিনি। দ্বিতীয়বার পরিচালকের আসনে বসেছেন অনুপম। 

৭০ বছরে ডেবিউ

কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে নজর কাড়লেন অভিনেতা অনুপম খের। ৭০ বছর বয়সে রেড কার্পেটে ডেবিউ করলেন তিনি। দ্বিতীয়বার পরিচালকের আসনে বসেছেন অনুপম। সৌজন্যে ‘তানভি দ্য গ্রেট’। আজ, ১৭ মে এই ছবির প্রিমিয়ার হবে ফেস্টিভ্যালে। তার আগে রেড কার্পেটে চমকে দিলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন সেই ঝলক। কানের মঞ্চে নিজের মাতৃভাষার কথা সোচ্চারে বলেছেন তিনি। হিন্দি মিডিয়ামে পড়াশোনা করেও যে স্বপ্নপূরণ হয়, তা জানিয়েছেন অভিনেতা। ২০১২ সালে ‘সিলভার লাইনিংস প্লেবুক’ ছবিতে অভিনেতা রবার্ট ডি নিরোর সঙ্গে কাজ করেছিলেন অনুপম। তখন থেকেই দু’জনের সখ্য গড়ে ওঠে। কানের মঞ্চেও তার প্রতিফলন ঘটল। রবার্টের সঙ্গে একাধিক ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অনুপম। উল্লেখ্য, চলতি বছর পাম ডি’ওর সম্মানে ভূষিত হবেন রবার্ট।