সোমবার, 23 জুন 2025
Logo
  • সোমবার, ২৩ জুন ২০২৫

সঙ্গীতানুষ্ঠান

সোদপুরের লোকসংস্কৃতি ভবনে সদ্য আয়োজিত হল ‘শ্রীজিৎ’স মিউজিক ওয়ার্কশপ’ আয়োজিত ‘প্রতিদিনের রেওয়াজ ও নানা রঙের’ গান শীর্ষক সঙ্গীতানুষ্ঠান।

সঙ্গীতানুষ্ঠান

সোদপুরের লোকসংস্কৃতি ভবনে সদ্য আয়োজিত হল ‘শ্রীজিৎ’স মিউজিক ওয়ার্কশপ’ আয়োজিত ‘প্রতিদিনের রেওয়াজ ও নানা রঙের’ গান শীর্ষক সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠানে অংশ নেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উপর ভিত্তি করে নানা ধরনের রেওয়াজ, বিভিন্ন রাগের স্বরমালিকা, খেয়াল থেকে শুরু করে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, লালনগীতি, শাহ আব্দুল করিমের গান, সলিল চৌধুরীর গান পরিবেশিত হয়। সঙ্গীতের আঙিনায় সুর-তাল-ছন্দের অপূর্ব মেলবন্ধনের সাক্ষী থাকলেন শ্রোতারা। ওয়ার্কশপের কর্ণধার তথা সঙ্গীত-শিক্ষক শ্রীজিৎ ভট্টাচার্য নিজের গান পরিবেশন করেন।