সোমবার, 23 জুন 2025
Logo
  • সোমবার, ২৩ জুন ২০২৫

ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের পাশে দাঁড়াতে ক্যাম্প হবে জেলায় জেলায়

ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের পাশে দাঁড়াতে এবার জেলায় জেলায় ক্যাম্প করা হবে। আর্থিক সুরাহা থেকে শুরু করে প্রযুক্তিগত উন্নতিতে কী কী করণীয়, সেই বিষয়ে পরামর্শ দেবে বণিকসভা বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

ক্ষুদ্র, ছোট ও মাঝারি  শিল্পের পাশে দাঁড়াতে ক্যাম্প হবে জেলায় জেলায়

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের পাশে দাঁড়াতে এবার জেলায় জেলায় ক্যাম্প করা হবে। আর্থিক সুরাহা থেকে শুরু করে প্রযুক্তিগত উন্নতিতে কী কী করণীয়, সেই বিষয়ে পরামর্শ দেবে বণিকসভা বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। কলকাতায় এই সুবিধাকেন্দ্র চালু হল বৃহস্পতিবার। এখানকার এমএসএমই স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান অমিত সাহা বলেন, ছোট শিল্পের নিরিখে পশ্চিমবঙ্গ বরাবরই প্রথম সারিতে থাকে। কিন্তু তারপরও বহু শিল্প প্রতিষ্ঠানই জানে না, ব্যবসাকে আরও সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে কী কী করণীয়। উদ্যম আধারে নাম নথিভুক্তি থেকে শুরু করে ব্যবসার প্রতিটি ক্ষেত্রে যে যে অসুবিধার সম্মুখীন হতে হয় শিল্প প্রতিষ্ঠানগুলিকে, সেগুলিরই জট ছাড়ানোর উদ্যোগ নিচ্ছি আমরা। সরকারের সঙ্গে যোগসূত্র রেখেই এই কাজ ধারাবাহিকভাবে করব আমরা। নতুন প্রজন্ম যাতে ব্যবসায় আসতে পারে বা উৎসাহ পায়, তার জন্যও জেলাস্তরে ক্যাম্প করা হবে, দাবি করেছেন অমিতবাবু। তিনি বলেন, বাঙালি যাতে ব্যবসা করতে পারে, তার দিকেই মূল নজর আমাদের। কোথায় কী কী সরকারি স্কিম বা সুবিধা আছে, তার হদিশ দেওয়া থেকে শুরু করে উদ্যোগপতিদের গ্রুমিং পর্যন্ত প্রতিটি স্তরেই সাহায্য করব আমরা।