বৃহস্পতিবার, 17 জুলাই 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

ক্যান্সার আক্রান্ত ছেলের চিকিৎসায় ছাড় পেতে দরকার স্বামীর ডেথ সার্টিফিকেট, হাইকোর্টে বধূ

সাত বছরের সন্তান ব্লাড ক্যান্সারে আক্রান্ত। শহরের একটি বেসরকারি হাসপাতালে সে চিকিৎসাধীন। ভাগ্যের নিষ্ঠুর পরিহাসের এখানেই শেষ নয়। 

ক্যান্সার আক্রান্ত ছেলের চিকিৎসায় ছাড় পেতে দরকার স্বামীর ডেথ সার্টিফিকেট, হাইকোর্টে বধূ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাত বছরের সন্তান ব্লাড ক্যান্সারে আক্রান্ত। শহরের একটি বেসরকারি হাসপাতালে সে চিকিৎসাধীন। ভাগ্যের নিষ্ঠুর পরিহাসের এখানেই শেষ নয়। গত বছরের ফ্রেব্রুয়ারি মাসে দুর্ঘটনার শিকার হয়ে স্বামী প্রয়াত হয়েছেন। এখন স্বামীর ডেথ সার্টিফিকেট দেখাতে পারলে ওই ছেলের চিকিৎসা খরচে কিছু ছাড় মিলত। কিন্তু ছোট্ট একটা ভুলে এখনও স্বামীর ডেথ সার্টিফিকেট হাতে পাননি নন্দীগ্রামের বাসিন্দা করুণা অধিকারী তিওয়ারি। দিশাহারা হয়ে তাই শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। 
কিন্তু কী এমন ভুল, যার জেরে স্বামীর ডেথ সার্টিফিকেট পাচ্ছেন না করুণা। মামলার বয়ান সূত্রে জানা গিয়েছে, গত বছরের জানুয়ারির শেষের দিকে দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন করুণার স্বামী সৌরীন্দ্রমোহন তিওয়ারি। ৩১ জানুয়ারি তাঁকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ৪ ফেব্রুয়ারি তিনি মারা যান। একটি অস্বাভাবিক মৃত্যু মামলাও রুজু হয়। দেহের ময়নাতদন্ত হয়। সব শেষে করুণাকে হাসপাতাল থেকে স্বামীর ডিসচার্জ সার্টিফিকেট দেওয়া হয়। নিয়ম অনুযায়ী ওই ডিসচার্জ সার্টিফিকেট দেখিয়ে পঞ্চায়েতে আবেদন জানাল স্বামীর ডেথ সার্টিফিকেট পেতেন করুণা। কিন্তু এখানেই ছোট্ট ভুল করে ফেলেন তিনি। হাসপাতালের দেওয়া ওই ডিসচার্জ সার্টিফিকেটটি তিনি কোনওভাবে হারিয়ে ফেলেন। এরপর সেকথা জানিয়ে হাসপাতাল সুপার ও পঞ্চায়েত প্রধানকে একাধিক লিখিত আবেদন জানানো সত্ত্বেও কোনও কাজ হয়নি। এমনকী ডিসচার্জ সার্টিফিকেট হারিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে থানাতেও লিখিত অভিযোগ দায়ের করেন। একাধিক বার আবেদন জানালেও হাসপাতাল কর্তৃপক্ষ করুণাকে ডুপ্লিকেট ডিসচার্জ সার্টিফিকেট দেয়নি। ফলে তিনি ডেথ সার্টিফিকেটও পাননি। সম্প্রতি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাটি উঠলে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত এজলাসেই করুণাকে স্বামীর ডেথ সার্টিফিকেটের একটি কপি তুলে দেওয়া হয়।

রাশিফল