শুক্রবার, 11 জুলাই 2025
Logo
  • শুক্রবার, ১১ জুলাই ২০২৫

বায়োপিকের প্রস্তাব

‘ট্র্যাজেডি কুইন’ মীনাকুমারীর বায়োপিকে মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব গিয়েছে অভিনেত্রী কিয়ারা আদবানির কাছে। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে, কিংবদন্তি নায়িকার বায়োপিক তৈরি হচ্ছে বলিউডে। 

বায়োপিকের প্রস্তাব

‘ট্র্যাজেডি কুইন’ মীনাকুমারীর বায়োপিকে মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব গিয়েছে অভিনেত্রী কিয়ারা আদবানির কাছে। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে, কিংবদন্তি নায়িকার বায়োপিক তৈরি হচ্ছে বলিউডে। ছবির ঘোষণাও হয়েছে। তবে কে এই চরিত্র পর্দায় ফুটিয়ে তুলবেন, তা নিয়ে টালবাহানা চলছিল। এবার জানা গেল, কিয়ারাকে পছন্দ করেছেন নির্মাতারা। ইতিমধ্যে অভিনেত্রীকে চিত্রনাট্য শোনানো হয়েছে। তা পছন্দও হয়েছে নায়িকার। তবে এখনও পর্যন্ত চুক্তিবদ্ধ হননি তিনি। চলতি বছরই মা হবেন কিয়ারা। সূত্রের খবর, তারপরই ছবির জন্য চুক্তিবদ্ধ হবেন নায়িকা। সবকিছু ঠিক থাকলে এটিই হবে সন্তান জন্মের পর কিয়ারার প্রথম কাজ। এই মুহূর্তে নায়িকা ব্যস্ত ‘টক্সিক’ ছবির শ্যুটিংয়ে। কিয়ারার সুবিধার জন্য বেঙ্গালুরু থেকে মুম্বইয়ে শ্যুটিং স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা যশ।

রাশিফল