বুধবার, 25 জুন 2025
Logo
  • বুধবার, ২৫ জুন ২০২৫

প্রধান বিচারপতি পদে শপথ বি আর গাভাইয়ের

 দেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ভূষণ রামকৃষ্ণ গাভাই। অনুচ্ছেদ ৩৭০ ধারা বিলোপ সহ বহু গুরুত্বপূর্ণ মামলার রায়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। 

প্রধান বিচারপতি পদে শপথ বি আর গাভাইয়ের

নয়াদিল্লি: দেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ভূষণ রামকৃষ্ণ গাভাই। অনুচ্ছেদ ৩৭০ ধারা বিলোপ সহ বহু গুরুত্বপূর্ণ মামলার রায়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এবার সুপ্রিম কোর্টের ৫২ তম প্রধান বিচারপতি হলেন তিনি। বুধবার রাষ্ট্রপতি ভবনের গণতন্ত্র মণ্ডপে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ, জেপি নাড্ডা, অর্জুন রাম মেঘওয়াল। ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। প্রধান বিচারপতি পদে সঞ্জীব খান্না মঙ্গলবার অবসর গ্রহণ করেন। এদিন তাঁর উত্তরসূরি হিসেবে কার্যভার গ্রহণ করলেন ৬৪ বছরের বি আর গাভাই।  ২০১৯ সালের ২৪ মে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে পদোন্নতি হয়েছিল তাঁর। পূর্বসূরির মতোই ছ’মাস প্রধান বিচারপতি পদে থাকবেন তিনি। চলতি বছরের ২৩ নভেম্বর অবসর নেবেন তিনি। শপথ গ্রহণের পরই নতুন প্রধান বিচারপতিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকার। এদিন শপথ গ্রহণ করেই মা কমল তাই গাভাইয়ের পা ছুঁয়ে আশীর্বাদ নেন প্রধান বিচারপতি। কমল তাই বলেছেন, কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের জেরেই এই জায়গায় পৌঁছতে পেরেছেন তাঁর ছেলে। এর আগে যে পদে কাজ করেছেন, সেখানে নিজের কাজের প্রতি সুবিচার করেছেন। প্রধান বিচারপতি হিসেবেও এর ব্যতিক্রম হবে না বলে আশা প্রকাশ করেছেন কমল তাই। 
১৯৬০ সালের ২৪ নভেম্বর মহারাষ্ট্রের অমরাবতীতে জন্ম প্রধান বিচারপতি গাভাইয়ের। বিকম ডিগ্রি অর্জনের পর অমরাবতী বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করেন।  জানা গিয়েছে, প্রথম জীবনে স্থপতি হওয়ার ইচ্ছে ছিল তাঁর। কিন্তু বাবার ইচ্ছা পূরণের জন্য আইনি জগতে পা রাখেন তিনি। ১৯৮৭ থেকে বম্বে হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ করেন। ২০০৩ সালে বম্বে হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে পদোন্নতি হয় তাঁর। ২০০৫ সালে স্থায়ী বিচারপতি হন। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে বেশ কিছু সাংবিধানিক বেঞ্চের সদস্য ছিলেন তিনি। এই বেঞ্চগুলি একাধিক গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেছে। ছবি: পিটিআই