শনিবার, 19 জুলাই 2025
Logo
  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

পুরো ইউক্রেনই আমাদের: পুতিন

রুশ আর ইউক্রেনীয়রা এক। তাই পুরো ইউক্রেন রাশিয়ার অংশ। শুক্রবার একটি অনুষ্ঠানে এমনই দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পুরো ইউক্রেনই আমাদের: পুতিন

মস্কো: রুশ আর ইউক্রেনীয়রা এক। তাই পুরো ইউক্রেন রাশিয়ার অংশ। শুক্রবার একটি অনুষ্ঠানে এমনই দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে ইউক্রেনের আরও জমি দখলের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পুতিন জানান, ইউক্রেনকে ধ্বংস করার কোনও ইচ্ছা তাঁদের নেই। তবে ইউক্রেনের যেসব অংশ রাশিয়া দখল করেছে, তা কিয়েভকে মেনে নিতে হবে। 
দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই তিন বছর ধরে চলা রুশ-ইউক্রেন যুদ্ধ থামাতে উদ্যোগী হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই চেষ্টা সফল হয়নি। আমেরিকার পাশাপাশি যুদ্ধবিরতির জন্য ক্রেমলিনকে চাপ দেয় ন্যাটোর অন্যান্য সদস্য দেশগুলি। তাতেও মাথা নত করেনি রাশিয়া। এরইমধ্যে ইউক্রেন নিয়ে পুতিনের এই দাবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 
সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকনমিক ফোরামে পুতিন বলেন, ‘রুশ আর ইউক্রেনীয়রা এক। সেদিক দিয়ে দেখলে গোটা ইউক্রেন রাশিয়ার অংশ। আমি বারবার এটা বলেছি। তবে কখনও ইউক্রেনের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলিনি। ১৯৯১ সালে ইউক্রেনের স্বাধীনতা সংক্রান্ত ঘোষণাপত্রে যাবতীয় শর্তের উল্লেখ রয়েছে। সেখানে লেখা রয়েছে, ইউক্রেন একটি নিরপেক্ষ রাষ্ট্র।’ সম্প্রতি সুমি অঞ্চলে হামলার ঝাঁঝ বাড়িয়েছে রুশ বাহিনী। তাহলে কি ওই এলাকা দখলের পরিকল্পনা রয়েছে? পুতিনের কথায়, ‘এমন কোনও পরিকল্পনা নেই। তবে সুমি দখলের সম্ভাবনা উড়িয়েও দেওয়া যাচ্ছে না।’ একইসঙ্গে ইউক্রেন ও তার সহযোগীদের চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে রাখেন রুশ প্রেসিডেন্ট। বলেন, ‘আমরা ইউক্রেনকে আত্মসমর্পণ করতে বলছি না। তবে বাস্তবে যা ঘটছে সেটা মেনে নেওয়া ভালো।’ 
সম্প্রতি জল্পনা ছড়ায়,  ইউক্রেন ‘ডার্টি বম্ব’ ব্যবহার করতে পারে। এব্যাপারে পুতিন বলেছেন, এমন ভুল করলে ভয়ঙ্কর পরিণতির মুখে পড়তে হবে ইউক্রেনকে। 

রাশিফল