বৃহস্পতিবার, 19 জুন 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

হত্যার চেষ্টার মামলায় জামিন পেলেন অভিনেত্রী নুসরত ফারিয়া

হত্যার চেষ্টার মামলায় গত রবিবার গ্রেপ্তার হয়েছিলেন অভিনেত্রী নুসরত ফারিয়া। থাইল্যান্ড যাওয়ার পথে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিস প্রথমে আটক করে অভিনেত্রীকে

হত্যার চেষ্টার মামলায় জামিন পেলেন অভিনেত্রী নুসরত ফারিয়া

ঢাকা, ২০ মে: হত্যার চেষ্টার মামলায় গত রবিবার গ্রেপ্তার হয়েছিলেন অভিনেত্রী নুসরত ফারিয়া। থাইল্যান্ড যাওয়ার পথে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিস প্রথমে আটক করে অভিনেত্রীকে। তারপরে ঢাকা গোয়েন্দা পুলিসের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় ও পরে গ্রেপ্তার হন নুসরত। গতকাল, সোমবার তাঁকে কাশিমপুর কারাগারে বন্দি করে রাখা হয়। আজ, মঙ্গলবার নুসরতের আইনজীবী সেই গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হন। সেই মামলায় জামিন মঞ্জুর করে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এদিন সেই নির্দেশ দিয়েছে। গত বছর জুলাইয়ে বাংলাদেশে গণ অভ্যুত্থানের সময়ে নুসরতের বিরুদ্ধে ঢাকার ভাটারা থানায় হত্যার চেষ্টা সংক্রান্ত একটি মামলা দায়ের হয়েছিল।

সেই মামলায় তাঁর বিরুদ্ধে জারি হয়েছিল গ্রেপ্তারি পরোয়ানাও। সেই পরোয়ানার উপর ভিত্তি করেই গত রবিবার অভিনেত্রীকে গ্রেপ্তার করে পুলিস। যদিও এদিন আদালতে নুসরতের আইনজীবী জানান, মামলায় উল্লেখিত ঘটনার সময়ে নুসরত দেশে ছিলেন না। বিদেশে অনুষ্ঠান করছিলেন। সেই বিষয়ে পর্যাপ্ত নথি আদালতের কাছে জমা দেন অভিনেত্রীর আইনজীবী। সবকিছু খতিয়ে দেখে শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করে। গণ অভ্যুত্থান চলাকালীন গত ১৯ জুলাই রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন এনামুল হক নামের এক ব্যক্তি (৩৫)। সেই ঘটনার জন্য নুসরত সহ একাধিক অভিনেতা-অভিনেত্রীর বিরুদ্ধে ঢাকার ভাটারা থানায় মামলা দায়ের হয়েছিল।