দেশকে দুর্বল করার খেলা
অপারেশন সিন্দুর। পহেলগাঁওয়ের জবাব। পাক মতদপুষ্ট জঙ্গিরা পহেলগাঁওয়ে সংঘটিত করেছিল টার্গেট কিলিং। ধর্মপরিচয় জেনে হিন্দু পুরুষদের গুলি ছুড়ে হত্যা করেছিল তারা।

বর্তমান ওয়েবডেস্ক
মে ১৫, ২০২৫
অপারেশন সিন্দুর। পহেলগাঁওয়ের জবাব। পাক মতদপুষ্ট জঙ্গিরা পহেলগাঁওয়ে সংঘটিত করেছিল টার্গেট কিলিং। ধর্মপরিচয় জেনে হিন্দু পুরুষদের গুলি ছুড়ে হত্যা করেছিল তারা। এই বর্বরোচিত কাণ্ড তারা ঘটিয়েছিল মহিলা এবং শিশুদের সামনে। সধবা হিন্দু নারীর অভিজ্ঞান হল তাঁর সিঁথির সিঁদুর। পুরুষদের হত্যা করে হিন্দু নারীদের সিঁথির সিঁদুর মুছে দিয়েছিল জঙ্গিরা। শুধু কিছু মহিলাই বিধবা হননি, ওই ঘটনায় পুত্রহারা হয়েছিলেন কিছু বৃদ্ধ-বৃদ্ধা, পিতাকে হারিয়েছিল কিছু ছেলেমেয়ে, বহু মানুষ হারিয়েছিলেন তাঁদের বন্ধু। আমরা সবাই হারিয়েছিলাম ২৬ জন সহনাগরিককে। অনেক অঙ্ক কষেই এই অমানবিক কাজটি করেছিল পাকিস্তান। তাদের মূল উদ্দেশ্য ভারতে আবহমানকাল থেকে বিরাজমান সম্প্রীতির পরিবেশ ও বৈচিত্র্যের মধ্যে ঐক্য নষ্ট করা এবং ভারতকে দুর্বল করা। তারই জবাব ভারত ফিরিয়ে দিয়েছে মাত্র আধ ঘণ্টার অপারেশন সিন্দুর অভিযান উপহার দিয়ে। শাহবাজ শরিফ, আসিম মুনিরের পাকিস্তানের ভিতরে ঢুকে বেধড়ক মেরেছে ভারত। ধূলিসাৎ হয়ে গিয়েছে পাকিস্তান ভূখণ্ড এবং পাক অধিকৃত কাশ্মীরে রমরমিয়ে চলা নয়টি জঙ্গিঘাঁটি। তার মধ্যে জয়েশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তোইবাসহ তিনটি কুখ্যাত নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদর দপ্তরও ছিল। ধ্বংস হয়ে গিয়েছে এমন কিছু পরিকাঠামো যেখানে ইসলামি শিক্ষার নামে জঙ্গি বানাবার এবং জেহাদি কর্মে লিপ্ত হওয়ার জন্য লাগাতার মগজ ধোলাই চলত। এছাড়া বহুলাংশে ধ্বংস করে দেওয়া হয়েছে পাকিস্তানের ডিফেন্স সিস্টেমও। সাধারণ পাক নাগরিক এবং পাকিস্তানের সেনাঘাঁটি টার্গেট না করেই এই দুঃসাহসিক অভিযান চালায় ভারতীয় সেনা বাহিনী। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে আশ্রয় নেওয়া শতাধিক জঙ্গিও নিকেশ হয়ে গিয়েছে ভারতের আক্রমণে।
নিহত জঙ্গিদের সঙ্গে পাক প্রশাসন, সেনা এবং তাদের কুখ্যাত গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সম্পর্ক কত নিবিড় তারও অকাট্য প্রমাণ উঠে এসেছে এই ধাক্কায়। নিহত জঙ্গিদের রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে সেখানে। ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে শোকজ্ঞাপন করেন পাকিস্তানের রাজনৈতিক নেতা, সরকারের লোকজন, পাক সেনা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার কর্তারা। বালুচিস্তান, পাখতুন অঞ্চল, উজিরিস্তানসহ পাকিস্তান জুড়ে দীর্ঘদিন ধরে যে গৃহযুদ্ধ জারি রয়েছে অপারেশন সিন্দুরের মওকায় সেসব আরও ডালপালা মেলে দেয়। সব মিলিয়ে রীতিমতো অস্তিত্ব সংকটে পড়ে যায় পাকিস্তান। পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়েও ভারতকে থামাতে পারছিল না পাক প্রশাসন এবং সেনা। ভারতের তাণ্ডব থামাবার জন্য তারা শেষমেশ আমেরিকা, চীন প্রভৃতি মুরুব্বিরই হাতেপায়ে ধরে। যুদ্ধবিরতি চেয়ে ভারতকে যেভাবে ফোন করেন পাক ডিজিএমও, তার ব্যাখ্যা একটাই, ‘এবার থামো, ক্ষমা করো!’ ব্যক্তিগত কৃতিত্ব জাহির করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানারকম দাবি করলেও বাস্তব কিন্তু এটাই। ভারতের সমরাস্ত্র এবং ডিপ্লোম্যাটিক স্ট্রাইকে পাকিস্তান ছারখার হতেই ভারতীয় সেনার বিজয়গাথাই সবার মুখে। এই ঐতিহাসিক অপারেশনের অন্যতম উজ্জ্বল মুখ কর্নেল সোফিয়া কুরেশি। বিদেশ সচিব বিক্রম মিস্রি যে দুই মহিলা সেনা অফিসারকে সঙ্গে নিয়ে দৈনিক যুদ্ধ পরিস্থিতির বিবরণ দিয়েছেন তাঁরা হলেন সোফিয়া এবং ব্যোমিকা সিং।
স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখেও একাধিকবার তাঁদের প্রশংসা শোনা গিয়েছে। যুদ্ধ পরিস্থিতি দেশবাসীকে নিয়মিত অবগত করতে সরকারের এই সিদ্ধান্ত বিরোধীদের কাছেও সাধুবাদ পেয়েছে। ভারতে যে দ্বিজাতিতত্ত্বের কোনও জায়গা নেই, হিন্দু-মুসলিম যে কোনও বৈরী সম্প্রদায় নয়, তারা যে যথার্থই ‘একবৃন্তে দুটি কুসুম’ সেটাই পরিস্ফুট হয়েছে সরকারের এই অনবদ্য ভাবনায়। যুদ্ধবিরতি ঘোষণার পর জাতির উদ্দেশে ভাষণেও প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, ভারতের এই ঐতিহাসিক জয় আসলে দেশবাসীর ঐক্যের জয়। আর সেখানেই বেসুরো গাইলেন মধ্যপ্রদেশের মন্ত্রী ও বিজেপি নেতা বিজয় শাহ। সোফিয়া কুরেশিকে ‘জঙ্গিদের বোন’ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত বিজয়! এমন মন্তব্য নিছক বিতর্কিত নয়, রীতিমতো আপত্তিজনক এবং অবমাননাকর। এর পাশাপাশি উল্লেখ করতে হয়, যুদ্ধবিরতি ঘোষণার পর বিদেশ সচিবও সামাজিক মাধ্যমে অন্যায় আক্রমণের শিকার হয়েছেন। রেহাই দেওয়া হয়নি তাঁর আইনপড়ুয়া কন্যাকেও। এমন প্রতিটি কাণ্ড শুধু নিন্দনীয় নয়, শাস্তিযোগ্য অপরাধও। সরকার কি এঁদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে কোনও ব্যবস্থা নেবে? বিশেষ করে মন্ত্রিসভায় বিজয় শাহের আর জায়গা হতে পারে না। বাকি ক্ষেত্রে অপরাধীদের আইনের আওতায় আনা কর্তব্য। কারণ উগ্র জাতীয়তাবাদের আড়ালে দেশকেই দুর্বল করার খেলায় মেতেছেন তাঁরা। তাঁদের অপরাধ সংক্রামক এবং ক্ষমার অযোগ্য।
রাশিফল
-
আজকের রাশিফল
- post_by Admin
- জুন 14, 2025
অমৃত কথা
-
ধ্যান
- post_by বর্তমান
- জুন 14, 2025
এখনকার দর
-
রুপোর দাম
- post_by Admin
- জুন 14, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুন 14, 2025
-
ইউরো
- post_by Admin
- জুন 14, 2025
-
ডলার
- post_by Admin
- জুন 14, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুন 14, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুন 13, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুন 13, 2025