শনিবার, 19 জুলাই 2025
Logo
  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

বন্ধন ব্যাঙ্কের ১৮টি নতুন শাখা

চার রাজ্যে একযোগে ১৮টি নতুন শাখা খুলল বন্ধন ব্যাঙ্ক। ঝাড়খণ্ডে সাতটি, অন্ধ্রপ্রদেশে পাঁচটির পাশাপাশি বিহার ও ওড়িশায় তিনটি করে শাখা খোলা হয়েছে। 

বন্ধন ব্যাঙ্কের ১৮টি নতুন শাখা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চার রাজ্যে একযোগে ১৮টি নতুন শাখা খুলল বন্ধন ব্যাঙ্ক। ঝাড়খণ্ডে সাতটি, অন্ধ্রপ্রদেশে পাঁচটির পাশাপাশি বিহার ও ওড়িশায় তিনটি করে শাখা খোলা হয়েছে। ব্যাঙ্কের এমডি এবং সিইও পার্থপ্রতিম সেনগুপ্ত, এগজিকিউটিভ ডিরেক্টর ও চিফ বিজনেস অফিসার রাজিন্দরকুমার বব্বর, এগজিকিউটিভ ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার রতনকুমার কেশ সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে ব্যাঙ্ক শাখাগুলির উদ্বোধন হয়। এর ফলে ব্যাঙ্কের মোট শাখার সংখ্যা দাঁড়াল ১ হাজার ৭৪৯। পার্থপ্রতিমবাবু বলেন, নতুন শাখাগুলি গ্রাম ও আধা শহরের গ্রাহকদের পরিষেবা দেবে। আমরা যেমন শাখা সম্প্রসারণে জোর দিচ্ছি, তেমনই গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে উন্নত প্রযুক্তিনির্ভর ও সুষ্ঠু পরিষেবায় জোর দেওয়া হচ্ছে।

রাশিফল