কলকাতা

বারাসতে বিভিন্ন রাস্তায় পুলিসের নো এন্ট্রি, সমস্যায় বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসতে কালীপুজো ঘিরে জনসমুদ্র। চলছে হাজার হাজার মানুষের ঠাকুর দেখা। এর মধ্যে পুলিসের কড়াকড়িতে হেঁটে বাড়ি ফিরতে সমস্যায় পড়ছেন স্থানীয়রা। কেননা সেই সব পথে রয়েছে পুলিসের নো-এন্ট্রি।
কলকাতার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের লাইফ লাইন হল ১২ নম্বর জাতীয় সড়ক। কালীপুজোয় জাতীয় সড়ক বন্ধ। একইসঙ্গে যশোর রোডেও এই পরিস্থিতি। শনিবার দর্শনার্থীদের ভিড়ে কার্যত মাছি গলার উপায় ছিল না। তাই, বিকাল সাড়ে চারটে থেকেই ১২ নম্বর জাতীয় সড়ক বন্ধ করে দেয় পুলিস। অথচ বারাসত-গড়িয়া, ডিএন-৪৭ এবং ডিএন-৪৩ রুটের বাসগুলির গন্তব্য ময়না পর্যন্ত। বাসগুলিও রথতলা মোড়ের পর থেকে আর এগতে পারছে না। ফলে, বিপদে পড়েন যাত্রীরা। ভরসা বলতে টোটো। অলিগলি দিয়ে টোটোই এগচ্ছে ময়নার পথে। স্থানীয়দের অভিযোগ, বড় বাজেটের পুজোর ভিড়ের জন্য সংশ্লিষ্ট অলিগলির রাস্তার অনেক জায়গাতেই নো এন্ট্রি করে পুলিস। বাড়িতে ঢোকা এবং বেরনোর হাঁটা পথেও পুলিসের নো-এন্ট্রির জেরে বিপাকে পড়তে হচ্ছে। নবপল্লির বাসিন্দা বাবলু মুখোপাধ্যায় বলেন, পুজোর ভিড়ের জন্য পুলিস ব্যারিকেড করে দেয়। প্রয়োজনে আমরা বাড়ি থেকেও বের হতে পারছি না। হাঁটা পথেও পুলিস নো এন্ট্রি করেছে। একই অভিযোগ ময়নার দীপন রায়ের। তিনি বলেন, বাইক নিয়ে অফিস থেকে বাড়ি ফেরার পথেই পুলিস ডাকবাংলো মোড়ে আটকে দিয়েছে। অনেক অনুনয় করলেও অনুমতি মেলেনি। বাধ্য হয়েই ঘুরপথে যেতে হয়েছে। পুলিসের দাবি, যাঁদের ব্যক্তিগত গাড়ি আছে ও যাঁদের বাড়ি এই পাঁচ কিলোমিটারের মধ্যে তাঁদের জন্য বিশেষ কার পাসের ব্যবস্থা করা হয়েছে। উপযুক্ত প্রমাণ দেখালেই ছাড়া হচ্ছে। তবে, কেউ যাতে পাসের অপব্যবহার করে, তাই কড়াকড়ি।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা