কলকাতা

হাওড়ায় ট্রেনে তল্লাশি, নগদ সহ মিলল সোনা-রুপোর প্রচুর গয়না

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: গত বৃহস্পতিবার রাতে হাওড়া-গয়া এক্সপ্রেসে অভিযান চালিয়ে এক যাত্রীর কাছ থেকে অবৈধ সোনা ও রুপোর গয়না সহ প্রচুর নগদ টাকা বাজেয়াপ্ত করেছে রেল পুলিস। সব মিলিয়ে উদ্ধার হওয়া সামগ্রীর মূল্য কয়েক লক্ষ টাকা। অভিযুক্ত বিহারে এগুলি নিয়ে যাচ্ছিল বলে পুলিস সূত্রে খবর। ধৃতকে গ্রেপ্তারের পাশাপাশি বাজেয়াপ্ত হওয়া টাকা ও গয়না শুল্কদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। 
রেল পুলিস সূত্রে জানা গিয়েছে, রাত ৮টার ১৩০২৩ হাওড়া-গয়া এক্সপ্রেসে এক যাত্রী বিপুল পরিমাণ সোনা ও রুপোর গয়না নিয়ে যাচ্ছে বলে গোপন সূত্রে খবর পেয়েছিল হাওড়া স্টেশনের আরপিএফ। সেইমতো গত বৃহস্পতিবার রাতে ট্রেন ছাড়ার আগেই রেল পুলিসের একটি বিশেষ দল ১০ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ওই ট্রেনে তল্লাশি শুরু করে। ট্রেনের এ-ওয়ান কামরার ২৫ নম্বর আসনে এক যাত্রীকে দেখে সন্দেহ হয় পুলিস আধিকারিকদের। এরপর তাঁর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করতেই বেরিয়ে পড়ে প্রচুর সোনা ও রুপোর গয়না। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম হরিশকুমার ভার্মা। অভিযুক্ত ভাগলপুরের বাসিন্দা। পুলিসের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি গয়নার কোনও নথি দেখাতে পারেননি। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়। রেল পুলিস জানিয়েছে, ধৃতের কাছ থেকে সোনার চেন, লকেট, আংটি, কানের দুল, চুড়ি সহ প্রায় ৭৭০ গ্রাম সোনার গয়না পাওয়া গিয়েছে। ৩৮৫ গ্রাম ওজনের তিনটি রুপোর মুকুটও বাজেয়াপ্ত হয়েছে তার কাছ থেকে। পাশাপাশি বাজেয়াপ্ত হয়েছে নগদ ৪০ হাজার টাকা। অভিযুক্ত কোথা থেকে এই সোনা-রূপোর গয়না পেয়েছেন এবং বিহারের কোথায় কী উদ্দেশ্যে সেগুলি নিয়ে যাচ্ছিলেন, গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিস। নিজস্ব চিত্র
7h 7m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকড়ি আয় বৃদ্ধির সঙ্গে সাংসারিক সুখ বাড়বে। জটিল কর্ম সম্পাদনে সাফল্য ও ওপরওয়ালার আস্থালাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা