কলকাতা

স্বাস্থ্য পরীক্ষার জের, শনিবার রাত ১১টা থেকে বন্ধ থাকবে হাওড়া ব্রিজ

নিজস্ব প্রতিনিধি, হাওড়া ও কলকাতা: আজ, শনিবার রাত ১১টা থেকে পাঁচ ঘণ্টার জন্য বন্ধ থাকবে হাওড়া ব্রিজ। রবিবার ভোর চারটের পর খুলবে। এই পাঁচ ঘণ্টা ব্রিজের উপর দিয়ে কোনও যানবাহন চলাচল করবে না। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট (এসএমপি) ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করবে বলে জানা গিয়েছে। সে কারণেই বন্ধ রাখার সিদ্ধান্ত। এই পাঁচ ঘণ্টা কলকাতা থেকে আসা ও কলকাতাগামী যানবাহনকে বিকল্প সেতু দিয়ে ঘুরে যেতে হবে বলে জানিয়েছে হাওড়া সিটি পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১১টার আগেই হাওড়া থেকে কলকাতাগামী যানবাহনকে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। আরবি সেতু, বার্ন স্ট্যান্ডার্ড মোড়, ফোরশোর রোড, শিবপুর কাজিপাড়া হয়ে গাড়িগুলিকে ঘুরে যেতে হবে। পাশাপাশি পশ্চিম ও দক্ষিণ হাওড়া থেকে আসা উত্তর কলকাতাগামী গাড়িগুলিকে নিবেদিতা সেতু বা বালি ব্রিজ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। এই রুটের গাড়ি এইচআইটি ব্রিজ, গোলাবাড়ি থানা ক্রসিং, জিটি রোড, ডবসন রোড হয়ে চলাচল করবে। হাওড়া সিটি পুলিসের এক আধিকারিক বলেন, পোর্ট ট্রাস্ট হাওড়া ব্রিজের রুটিন ফিটনেস পরীক্ষা করবে। এই সময় জিরো ভাইব্রেশন মোডে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার কাজ চলবে। রবিবার ভোর থেকে ফের স্বাভাবিক হবে যান চলাচল। বন্দর কর্তৃপক্ষের তরফে মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় মুখোপাধ্যায় জানিয়েছেন, গত এপ্রিল মাস থেকে সরকারি সংস্থা ‘রাইটস’ হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার কাজ করছে। এত দিন যানবাহন চলাচল স্বাভাবিক রেখে কাজ হচ্ছিল। সমীক্ষার প্রয়োজনে এবার কয়েক ঘণ্টার জন্য পুরোপুরি যানবাহন চলাচল বন্ধ রাখতে হচ্ছে। এর আগে ১৯৮৪ থেকে চার বছর ধরে হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল। ওই পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে ১৯৯২ থেকে ২০০৫ সালের মধ্যে ১৫ কোটি টাকা খরচ করে মেরামতি ও রক্ষণাবেক্ষণ হয়। এবার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
7h 7m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকড়ি আয় বৃদ্ধির সঙ্গে সাংসারিক সুখ বাড়বে। জটিল কর্ম সম্পাদনে সাফল্য ও ওপরওয়ালার আস্থালাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা