কলকাতা

মোবাইল নিয়ে মায়ের বকুনি, নিখোঁজ অভিমানী যুবক

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: কালীপুজোর সকালে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হাওড়ার এক যুবক। উত্তর হাওড়ার ঘুসুড়ির বাসিন্দা নিখোঁজ যুবকের নাম অরূপ দত্ত (২০)। মায়ের বকুনি খেয়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর বিভিন্ন জায়গায় তন্নতন্ন করে খুঁজেও শনিবার সন্ধ্যা পর্যন্ত সন্ধান মেলেনি তাঁর। মালিপাঁচঘড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছে যুবকের পরিবার। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ওই যুবক বাড়িতে বসে মোবাইল ঘাঁটছিলেন। তাঁর জ্বর হয়েছিল। তাই দ্রুত ওষুধ খেয়ে নেওয়ার জন্য বকাবকি করছিলেন যুবকের মা। সেই নিয়ে মা-ছেলের মধ্যে খানিকটা অশান্তি হয়। এরপর যুবকের মা কাজে ব্যস্ত হয়ে পড়লে আচমকাই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যান অরূপ। যুবকের কাকা বিমল দত্ত বলেন, ও এমনিতে খুবই ভাল ছেলে। বাড়ি থেকে পালিয়ে যাওয়ার মতো কোনও কারণ নেই। কেন হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। নিখোঁজ যুবকের বাবা শিবু দত্তের টেলারিংয়ের একটি ছোটখাট দোকান রয়েছে। সেখানেই বাবাকে কাজে সাহায্য করতেন অরূপ। এদিকে, যুবক নিখোঁজ হওয়ার পর থেকে মাঝেমধ্যে জ্ঞান হারাচ্ছেন তাঁর মা। হাওড়া শহরের বিভিন্ন এলাকা থেকে শুরু করে বালি, লিলুয়া, বেলুড়ের বহু জায়গায় হন্যে হয়ে তাঁকে খুঁজে চলেছে পরিবার। মালিপাঁচঘড়া থানার পুলিস জানিয়েছে, নিখোঁজ যুবকের সন্ধান চলছে। অন্যান্য থানাকেও বিষয়টি জানানো হয়েছে।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা