কলকাতা

৩টি কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রির ১২০টি উত্তরপত্র উধাও

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একটি বা দু’টি নয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের ১২০টি উত্তরপত্র হারিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আর তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যদিও সরাসরি বিশ্ববিদ্যালয়ের নয়, শহরের তিনটি কলেজে চলা বাংলা এমএ পরীক্ষার খাতাগুলিরই হদিশ মিলছে না। বিশ্ববিদ্যালয়ের কাছে পৌঁছনোর আগেই তা হারিয়েছে বলে খবর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য শান্তা দত্ত দোষীদের কঠোর শাস্তির নির্দেশ দেওয়ার চিঠি পাঠাচ্ছেন কলেজগুলিকে। সমস্যা নিরসনে পরীক্ষার্থীদের দু’টি বিকল্প দেওয়া হবে। বছর নষ্ট না করে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ। অথবা, এই সেমেস্টারের অন্য পেপারে সর্বোচ্চ যে নম্বর উঠেছে, তাই এই পেপারেও দিয়ে দেওয়া। যে কোনও একটি বেছে নিতে পারবেন পরীক্ষার্থীরা। যে তিনটি কলেজের উত্তরপত্র হারিয়েছে, তার দু’টি কলকাতার মহিলা কলেজ। একটি উত্তর কলকাতা এবং অন্যটি দক্ষিণ কলকাতার। আরেকটি কলেজ দক্ষিণ ২৪ পরগনার। উপাচার্য জানান, একটি ঘটনায় টপশিটে রোল নম্বরের উল্লেখ রয়েছে। তবে, প্যাকেটে খাতা ছিল না। সেক্ষেত্রে কয়েকটি সম্ভাবনা হতে পারে। পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার পরে উত্তরপত্র বাড়ি নিয়ে গিয়েছেন। আর পরিদর্শক হাজিরা খাতা দেখে টপশিটে রোল নম্বর আগেভাগে লিখে দিয়েছেন। খাতা মিলিয়ে দেখেননি। আবার অন্যভাবেও সেটি হারিয়ে থাকতে পারে। বাকিগুলির ক্ষেত্রে পরীক্ষক, প্রধান পরীক্ষক এবং কো-অর্ডিনেটরদের ভূমিকা রয়েছে বলে মনে হচ্ছে। একজন দাবি করেছিলেন, তিনি খাতা জমা দিয়েছিলেন। তবে রিসিপ্ট নিতে নাকি ভুলে গিয়েছেন। তদন্ত করে দেখা হয়, তিনি যে অ্যাপ ক্যাবে উঠে বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন বলে দাবি করেন, সেই নম্বরের গাড়ি সেদিন ক্যাম্পাসের ধারেকাছেই ছিল না। বিষয়টি ২৯ সেপ্টেম্বর সিন্ডিকেটে আলোচনা হয়। তারপর পুজোর ছুটি থাকায় ব্যবস্থা নেওয়া যায়নি। ওই তিনটি কলেজের অধ্যক্ষদের ৬ নভেম্বর চিঠি পাঠিয়ে নির্দেশ দেওয়া হবে, তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে বিশ্ববিদ্যালয়কে জানাতে।
14d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকড়ি আয় বৃদ্ধির সঙ্গে সাংসারিক সুখ বাড়বে। জটিল কর্ম সম্পাদনে সাফল্য ও ওপরওয়ালার আস্থালাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা