কলকাতা

মন্ত্রী, বিধায়কের বাড়ির পুজো থেকে শতাব্দী প্রাচীন ‘বড় মা’-এর আরাধনা, তুঙ্গে উৎসাহ

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলিতে ঐতিহ্যবাহী থেকে থিমের পুজোর পাশাপাশি রা঩জ্যের মন্ত্রী, বিধায়কদের বাড়িতেও বৃহস্পতিবার পুজো হয়েছে। একাধিক শতাব্দী প্রাচীন পুজোকে ঘিরেও উৎসাহ ছিল হুগলিতে।  বৃহস্পতিবার রাতে হুগলির বৈঁচিগ্রামের ‘বড় মা’-এর পুজোকে ঘিরে নজরকাড়া ভিড় ছিল। জনশ্রুতি অনুসারে, ওই পুজো চারশো বছর পার করেছে। এক তান্ত্রিকের স্বপ্নাদেশে ওই পুজো শুরু হয়েছিল। দেবীর মূর্তি প্রায় ২৫ ফুট লম্বা। দেবীর একটি দাঁত ভাঙা। জনশ্রুতি, তিনি প্রৌঢ়া হওয়ায় দাঁত ভেঙে গিয়েছে। সুপ্রাচীন ওই পুজোকে ঘিরে নানা বিধিনিষেধ আছে। আর আছে সাধারণের অমলিন উৎসাহ। 
বৃহস্পতিবার রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার সিঙ্গুরের রতনপুরের বাড়িতে কালীপুজো হয়েছে। ওই পুজো এবার ৫৫ বছরে পা দিয়েছে। এদিন পুজো দেখতে বহু কর্মী-সমর্থকের পাশাপাশি প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত গিয়েছিলেন। প্রাক্তন মন্ত্রী তথা ধনেখালির বিধায়ক অসীমা পাত্রের বাড়িতেও বৃহস্পতিবার পুজো হয়েছে। সেখানেও কর্মীরা ভিড় জমিয়েছিলেন। চণ্ডীতলা-১ ব্লকের মশাটের কদমতলার সর্বজনীন কালীপুজো এবার ষাট বছরে পা রেখেছে। ঐতিহ্যবাহী ওই পুজোকে ঘিরে স্থানীয় মহল্লায় বৃহস্পতিবার ছিল উৎসাহের পরিবেশ। ওই পুজোর সঙ্গে জড়িয়ে আছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা তথা চণ্ডীতলা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খাঁ’র নাম।  
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা