কলকাতা

কালীপুজোর রাত থেকে আজ সকাল পর্যন্ত কলকাতা পুলিসের হাতে মোট গ্রেপ্তার ১৪৪২ জন!

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গতকাল, বৃহস্পতিবার কালীপুজোর রাত থেকে আজ, শুক্রবার সকাল ৭টা পর্যন্ত মোট ১৪৪২ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিস। পাশপাশি, প্রায় ৭১৭ কেজি নিষিদ্ধ বাজি এবং প্রায় ৭৯ লিটার বেআইনি মদও বাজেয়াপ্ত করেছে পুলিস।
১৪৪২ জনের মধ্যে নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগে ২৬৫, অভব্য আচরণের অভিযোগে ৩২৮, জুয়া খেলার অপরাধে ৮, হেলমেট ছাড়া বেপরোয়া গতিতে বাইক চালানোর অভিযোগে ১৯৩, হেলমেট ছাড়া বাইক চালানোর অপরাধে ২৯৬, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে ৯৩, মদ খেয়ে গাড়ি চালানোর অভিযোগে ৯০ এবং অন্যান্য আইন ভঙ্গের কারণে ১৬৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিস। এছাড়াও গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত ৭১৭.৮০ কেজি নিষিদ্ধ বাজি এবং ৭৯.৪ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করেছে পুলিস।
কালীপুজোর আগে প্রতিবারই শহরে সজাগ দৃষ্টি থাকে পুলিসের। এ বারও তার ব্যতিক্রম হয়নি। তবে পুলিসি টহলের মধ্যেও বাধ সেধেছে বহুতলগুলি। কারণ, এইসব বহুতলগুলি থেকেই বাজি বেশি ফাটায় নাগাল পেতে মুশকিল হয়েছে পুলিসের। কলকাতার পাশপাশি পিছিয়ে ছিল না শহরতলিও। সল্টলেকের পরিবেশ ভবনে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বুধবার থেকেই কন্ট্রোল রুম খুলেছিল। বুধবারই সেখানে ন’টি অভিযোগ এসেছিল। তার মধ্যে রয়েছে কোন্নগর, নন্দকুমার, ভগবানপুর, পাটুলি, বালিগঞ্জ, লেকটাউন, আরামবাগ, বেলেঘাটা ও দক্ষিণ বিধাননগর। শব্দবাজি ছাড়াও কিছু অভিযোগ অবশ্য সাউন্ড বক্স ও ডিজে বক্স বাজানোরও ছিল। বৃহস্পতিবার অর্থাত্ কালী পুজোয় রাত সাড়ে এগারোটা পর্যন্ত গোটা বাংলা থেকে ২৯টি অভিযোগ এসেছে বলে খবর। কলকাতার মূলত বরানগর, কসবা, লেকটাউন থেকে বেশি অভিযোগ এসেছে।  পর্ষদ সূত্রে জানা গিয়েছে, বেশি রাতের দিকে শব্দদূষণের মাত্রা বাগবাজার (৮৮.৯ ডেসিবেল), টালিগঞ্জ (৮০.৪ ডেসিবেল) এবং  কসবাতে (৮৭ ডেসিবেল) স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি ছিল।
15d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি ও সঞ্চয় যোগ। নতুন আয়ের দিশাও পেতে পারেন। খেলাধুলায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা