খেলা

জয়ে ফেরাই লক্ষ্য লিভারপুলের

ম্যাঞ্চেস্টার: সাত ম্যাচের ব্যর্থতা ঝেড়ে নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে কাঙ্ক্ষিত জয়ের দেখা পেয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। সেই সঙ্গে লিগ টেবিলে চতুর্থ স্থানে উঠে আসেন আর্লিং হালান্ডরা। জিতলেও দলের খেলায় এখনও অনেক উন্নতির জায়গা রয়েছে বলেই মত কোচ পেপ গুয়ার্দিওলার। সেই সব ভুলত্রুটি শুধরে শনিবার অ্যাওয়ে ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় তুলে নেওয়াই লক্ষ্য সিটি কোচের।
শনিবার মাঠে নামছে লিভারপুল। অ্যাওয়ে ম্যাচে আর্নে স্লট ব্রিগেডের প্রতিপক্ষ এভার্টন। গত ম্যাচে নিউকাসলের বিরুদ্ধে ৩-৩ গোলে ড্র করেন মহম্মদ সালাহরা। সব টুর্নামেন্ট মিলিয়ে টানা সাত ম্যাচ পর পয়েন্ট নষ্ট করে অ্যানফিল্ডের ক্লাবটি। সেই ধাক্কা সামলে শনিবার ফের দলকে জয়ের সরণিতে ফেরানোই লক্ষ্য কোচ স্লটের। উল্লেখ্য, ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল।
এদিকে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচের পদে শুরুটা ভালোই করেছিলেন রুবেন আমোরিম। তবে গত ম্যাচে আর্সেনালের বিরুদ্ধে প্রথম হারের স্বাদ পেতে হয় তাঁকে। শনিবার ঘরের মাঠে ওল্ড ট্রাফোর্ডে নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে মরিয়া রেড ডেভিলসের।
লা লিগায় শনিবার মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। অ্যাওয়ে ম্যাচে লিওয়ানডস্কিদের প্রতিপক্ষ রিয়াল বেতিস। টানা তিন ম্যাচে পয়েন্ট নষ্টের ধাক্কা কাটিয়ে গত ম্যাচে বড় জয় পায় হান্স ফ্লিকের ছেলেরা। শনিবার সেই ছন্দ ধরে রাখতে চায় বার্সা। পক্ষান্তরে, গত ম্যাচে হারের মুখ দেখে রিয়াল। অ্যাওয়ে ম্যাচে অ্যাথলেতিক ক্লাবের কাছে ১-২ গোলে বশ মানে কার্লো আনসেলোত্তি ব্রিগেড। শনিবার অ্যাওয়ে ম্যাচে জিরোনার বিরুদ্ধে জয়ে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী কিলিয়ান এমবাপেরা।
19d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা