দেশ

ভারতে অসংগঠিত ক্ষেত্রে কমেছে নতুন কর্মসংস্থান

নয়াদিল্লি: নোট বাতিল এবং জিএসটি ভারতীয় অর্থনীতির কোমর ভেঙে দিয়েছিল। পরে তাতে যুক্ত হয় কোভিড লকডাউন। দেশের অসংগঠিত ক্ষেত্র যে এখনও সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি, তা আরও ফাঁস হল কেন্দ্রের তথ্যেই। ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর—এই এই বছরে দেশের অসংগঠিত ক্ষেত্রে নতুন কর্মসংস্থান বৃদ্ধি ধাক্কা খেয়েছে তার আগের এক বছরের তুলনায়। এদিকে, চলতি ও আগামী আর্থিক বছরে ভারতের ৬.৫ শতাংশ আর্থিক বৃদ্ধির হারের পূর্বাভাস দিল উপদেষ্টা সংস্থা ইওয়াই। সাধারণ মানুষের মধ্যে খরচে লাগাম এবং সেই সূত্রে চাহিদা হ্রাসের ফলে পর পর দু’বছর জিডিপি বৃদ্ধির হার প্রত্যাশার তুলনায় ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করছে তারা।    
উল্লেখ্য, জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার কমে হয়েছে ৫.৪ শতাংশ। যা গত সাতটি ত্রৈমাসিকের মধ্যে সবচেয়ে কম। এরইমধ্যে জাতীয় পরিসংখ্যান দপ্তর (এনএসও)-এর সাম্প্রতিকতম তথ্য থেকে জানা গিয়েছে, দেশের আনইনকর্পোরেটেড সেক্টরে (অসংগঠিত ব্যবসায়িক ক্ষেত্র)  ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বরের মধ্যে ১ কোটি ১৭ লক্ষের বেশি নতুন কর্মসংস্থান হয়েছিল। ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যে সেই সংখ্যা কমে হয়েছে ১ কোটি ১০ লক্ষের মতো। অথচ তার আগের বছরের তুলনায় শেষ এক বছরে এই ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা ৮৩ লক্ষের মতো বেড়েছে। বর্তমানে ১২ কোটি ৬ লক্ষ মানুষ আনইনকর্পোরেটেড সেক্টরে কর্মরত বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
সমীক্ষার রিপোর্ট প্রকাশের পরে অসংগঠিত ক্ষেত্রে নতুন কর্মসংস্থান তথ্যকে ইতিবাচক হিসেবে দেখানো হয়েছে সরকারের তরফে। যদিও বিশেষজ্ঞদের মতে, নোট বাতিল ও জিএসটির মতো মোদি সরকারের খামখেয়ালি পদক্ষেপ ও করোনা লকডাউনের প্রভাব এই ক্ষেত্রের উপরে ব্যাপকভাবে পড়েছে। ফলে প্রত্যাশিত হারে বাড়ছে না নতুন কর্মসংস্থান।
12h 12m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা