দক্ষিণবঙ্গ

নওদায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুন

সংবাদদাতা, বহরমপুর: চারচাকা গাড়ির দাবি পূরণ করতে না পারায় গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল। এই ঘটনায় মৃতার বিএসএফে কর্মরত স্বামী, শ্বশুর-শাশুড়ি সহ চারজনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমে পুলিস মৃতের শ্বশুরকে গ্রেপ্তার করেছে। আড়াই বছরের পুত্রসন্তানকে নিয়ে বাকিরা পলাতক বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। নওদা থানার চাঁদপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার দুপুরে শ্বশুরবাড়িতে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। মৃত বধূর নাম হাসিরুনা মুন্সি(২৫)। পুলিস জানিয়েছে, চারজনের নামে অভিযোগ দায়ের হয়েছে। মৃতার শ্বশুর আনিসুর শেখকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ জানা যাবে।
ছ’বছর আগে নওদা থানার দমদমার বাসিন্দা হাসিরুনা মুন্সির সঙ্গে চাঁদপুরের বাসিন্দা আলমগীর শেখের বিয়ে হয়। পরিবারের দাবি, বিয়েতে দশ ভরি সোনার গয়না সহ কয়েক লক্ষ টাকা যৌতুক দেওয়া হয়েছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ১১টা নাগাদ মায়ের সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা হয় হাসিরুনার। তখনও অশান্তির কোনও আঁচ পাননি বাপেরবাড়ির লোকজন। তারপরেই অশান্তি শুরু হয়। মারধর করার পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে। শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি পরিবারের। 
মৃতের বাবা হুমায়ুন মুন্সি বলেন, জায়গা কিনতে জামাইকে ১ লক্ষ ৮০ হাজার টাকা দিয়েছিলাম। সম্প্রতি বাবা-মায়ের সঙ্গে পৃথক হওয়ায় মেয়েকে ফ্রিজ কিনে দিই। তখনই চার চাকা গাড়ির দাবি করে জামাই। গাড়ি দিতে না পারায় রোজ অশান্তি হতো। তার জেরেই আমার মেয়েকে শ্বাসরোধ করে খুন করেছে ওরা। ঘটনায় আলমগীর শেখ, তার বাবা আনিসুর শেখ, মা আলিয়া বিবি ও ভাই আজিজ শেখের নামে নওদা থানায় খুনের অভিযোগ দায়ের করেছি। 
পনেরো দিন আগে কর্মস্থল থেকে ছুটিতে বাড়ি এসেছে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান আলমগীর শেখ। তারপর থেকে রোজ অশান্তি হতো বলে দাবি। দম্পতির আড়াই বছরের একটি পুত্রসন্তানও রয়েছে। হুমায়ুন সাহেব বলেন, নাতি আমাকে বলেছে যে মাকে মেরে ফেলেছে বাবা। পুলিসের কাছে এই বয়ান দিতে পারে বলে ভয়ে নাতিকে নিয়েই পালিয়েছে ওরা। মায়ের মরা মুখ শেষবারের মতো ছেলেকে দেখাতে পুলিসের সাহায্য চেয়ে শেষকৃত্যের জন্য অপেক্ষা করছি।
10Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৬.৬৭ টাকা১১০.৪৩ টাকা
ইউরো৮৮.২৪ টাকা৯১.৬২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা