বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
এই মুহূর্তে
 

৯ ক্রিকেটারে খেলবে অজিরা

আইপিএলে টানা ম্যাচ খেলার ধকলের জন্য কিছুদিন বিশ্রাম পেয়েছেন মিচেল স্টার্করা। আর এতেই ঘোর বিপত্তি অস্ট্রেলিয়া শিবিরে। টি-২০ বিশ্বকাপের আগে নামিবিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ৯ জনেই খেলতে হবে তাদের। দু’জন কম থাকায় ফিল্ডিং করতে পারেন সাপোর্ট স্টাফরা। উল্লেখ্য, গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও ক্যামেরন গ্রিন আইপিএলের প্লে-অফে খেলেছেন। এছাড়া মার্কাস স্টোইনিস ব্যক্তিগত কারণে কিছুদিন পরে শিবিরে যোগ দেবেন। আর আইসিসি’র নিয়ম অনুযায়ী রিজার্ভে থাকা খেলোয়াড়দের ওয়ার্ম-আপ ম্যাচে খেলানো যাবে না। তার ফলে সমস্যায় পড়েছে অজি শিবির।

2024-05-28 09:42:00

ইউরোর প্রাথমিক দল ঘোষণা স্পেনের

আসন্ন ইউরোর জন্য ২৯ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করলেন স্পেনের কোচ লুইস ডে লা ফুয়েন্তে। ১২ বছরের ট্রফির খরা কাটাতে একঝাঁক তরুণ ফুটবলারের উপর আস্থা রেখেছেন অভিজ্ঞ এই স্প্যানিশ কোচ। সেই তালিকায় নাম রয়েছে বার্সেলানার হয়ে নজরকাড়া ফারমিন লোপেজ, লামিনে ওয়ামাল ও পাও কুবারসির। একই সঙ্গে আলভারো মোরাতা, ড্যানি কার্ভাহাল, রড্রিদের অভিজ্ঞতাকেও গুরুত্ব দিয়েছেন তিনি। তবে ঘোষিত দলে জায়গা হয়নি মার্কো আসেন্সিওর। গত কয়েক বছর স্পেনের জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন ২৮ বছর বয়সি এই স্ট্রাইকার। তবে রিয়াল ছেড়ে পিএসজি’তে যোগ দেওয়ার পর সেভাবে ছন্দে দেখা যায়নি তাঁকে। তাই ক্লাব ফুটবলে পারফরম্যান্সের নিরিখে আসেন্সিওকে বাদ দিয়েই প্রাথমিক স্কোয়াড বেছে নেন কোচ ফুয়েন্তে।

2024-05-28 09:30:00

ভিডিও কলে আনন্দে মাতলেন ফিল সল্ট

দেশের হয়ে খেলেতে প্লে-অফের আগেই কেকেআর শিবির ছেড়েছিলেন ফিল সল্ট। দুরন্ত ফর্মে থাকা ইংরেজ ওপেনারের অভাব চিন্তায় ফেলেছিল নাইট শিবিরকে। তবে সেই অভাব ঢেকে চ্যাম্পিয়ন হয়েছে শাহরুখ খানের দল। সল্টের মনও পড়েছিল রবিবারের ফাইনালের দিকে। নাইটরা খেতাব জিততেই ভিডিও কলে সতীর্থদের সঙ্গে সেলিব্রেশনে যোগ দেন তিনি। বলেন, ‘যোগ্য দল হিসেবেই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। গোটা টুর্নামেন্টে মেলে ধরা ধারাবাহিকতাই তার প্রমাণ। ফাইনালে মাঠে থাকতে পারলে আরও আনন্দ হতো। তবে দলের সাফল্যে সেই আপশোস মিটে গিয়েছে।’ উল্লেখ্য, এবার কলকাতার আইপিএল জয়ে বড় অবদান রয়েছে সল্টেরও। ১২ ম্যাচে ৪৩৫ রান করেছেন ১৮২ স্ট্রাইক রেটে। রয়েছে একটি সেঞ্চুরি ও চারটি হাফ-সেঞ্চুরি। লিগ পর্বে সুনীল নারিনের ওপেনিং পার্টনার হিসেবে রীতিমতো ঝড় তোলেন তিনি।

2024-05-28 09:29:19

সৌরভ-ঋদ্ধির বৈঠক

সৌরভ গাঙ্গুলির সঙ্গে একফ্রেমে সস্ত্রীক ঋদ্ধিমান সাহা! সোমবার বিকেলে এই ছবি ঘিরে জল্পনা শুরু হয় ময়দানে। জানা যায়, প্রাক্তন বোর্ড সভাপতির সঙ্গে আলোচনায় বসেছিলেন ঋদ্ধি। উল্লেখ্য, ক্ষোভে-অভিমানে দু’বছর আগে বাংলা ছেড়েছিলেন ৩৯ বছর বয়সি কিপার-ব্যাটার। ত্রিপুরার অধিনায়ক ও মেন্টর হিসেবে গত মরশুমেও খেলেছেন ‘পাপালি’। তবে এদিনের বৈঠক জন্ম দিচ্ছে নতুন সমীকরণের। ফিসফাস চলছে, ঋদ্ধি সম্ভবত ফিরতে চলেছেন বাংলায়। সেক্ষেত্রে অবশ্য তাঁকে ‘নো অবজেকশন’ আনতে হবে বোর্ড থেকে। তবে অভি঩ষেক পোড়েল যেরকম ছন্দে রয়েছেন, আইপিএলে যে মেজাজে ব্যাট করেছেন, তাতে স্টাম্পের পিছনে গ্লাভস হাতে তাঁরই দাঁড়ানোর কথা। সেক্ষেত্রে বাংলায় ফিরলেও ঋদ্ধির রনজি ভবিষ্যৎ নিয়ে সংশয় থাকছে। খুব সম্ভবত তাঁকে বিদায়ী ম্যাচ খেলার সুযোগ দেওয়া হতে পারে।

2024-05-28 09:20:00

ভারতের কোচ গম্ভীর! জল্পনা আরও বাড়ল

ভারতের পরবর্তী কোচ হতে পারেন গৌতম গম্ভীর। রবিবার আইপিএল ফাইনালের পর বিসিসিআই সচিব জয় শাহের সঙ্গে তাঁকে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা যায়। তারপরই বিষয়টি নিয়ে জল্পনা আলাদা মাত্রা পায়। শুধু সচিব নয়, বোর্ড প্রেসিডেন্ট রজার বিন্নির সঙ্গেও কথা বলেন গোতি। টি-২০ বিশ্বকাপের পরই কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ভারতীয় বোর্ডের। রোহিতদের নতুন হেডস্যরের জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তিও দিয়েছে বিসিসিআই। জানা গিয়েছে, কোচের দৌড়ে এগিয়ে গম্ভীর। ক্রিকেটার হিসেবে সফল কেরিয়ারের পর দল পরিচালনায়ও নজর কেড়েছেন গোতি। মেন্টরের দায়িত্ব নিয়ে কেকেআরকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। তাছাড়া একটা সময় রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সুবাদে বোর্ড সচিবের সঙ্গে তাঁর সম্পর্কও মধুর। তবে ভারতীয় দলের সব ক্রিকেটারের সঙ্গে গম্ভীরের সম্পর্ক ভালো নয়। বিরাট কোহলির সঙ্গে তাঁর প্রকাশ্য বিবাদ নিয়েও কম নিউজপ্রিন্ট খরচ হয়নি। সবদিক বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড। শোনা যাচ্ছে, গম্ভীরের পাশাপাশি স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গেও যোগাযোগ করেছে বিসিসিআই। তাঁর কোচিংয়ে একাধিকবার আইপিএল ট্রফি জিতেছে সিএসকে। তাই ধোনিদের হেডস্যরও র‌্যাডারে রয়েছে।

2024-05-28 09:07:38

রিলসের নেশায় মৃত্যু

ইন্সটাগ্রাম রিলস বানাতে গিয়ে বেঘোরে প্রাণ গেল এক যুবকের। মৃত দীনেশ মীনা রাজস্থানের উদয়পুরের বাসিন্দা। রবিবার দীনেশ ও তাঁর বন্ধুরা উদয়পুরের এক লেকের ধারে রিলস বানাতে যান। শুটিং চলাকালীন পাথরের খাড়া বাঁধের উপর থেকে একেবারে ১৫০ ফুট নীচে জলে ঝাঁপ দেন দীনেশ। কিন্তু বেশ কিছুক্ষণ কেটে গেলেও আর উঠে আসেননি তিনি। এরপরই পুলিসে খবর দেন বন্ধুরা। খবর পেয়ে এলাকায় যায় পুলিস এবং ডুবুরি। প্রায় তিনঘণ্টা তল্লাশির পর উদ্ধার হয় দীনেশের নিথর দেহ।

2024-05-28 08:50:00

বন্ধ নয় নিউ দিল্লি রেলস্টেশন

জল্পনা ছিল, পরিকাঠামোগত মানোন্নয়নের জন্য প্রায় চার বছর বন্ধ করে দেওয়া হবে অন্যতম ব্যস্ত নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। এ বছরের শেষ থেকেই বন্ধ করে দেওয়া হবে ওই স্টেশন। ওই স্টেশন থেকে যেসব ট্রেন ছাড়ে, সেগুলি চালানো হবে ওল্ড দিল্লি, আনন্দ বিহার টার্মিনাল, দিল্লি সফদরজং, সরাই রোহিলা, নিজামুদ্দিনের মতো স্টেশন থেকে। অবশেষে এহেন জল্পনায় জল ঢালল রেল বোর্ড। সোমবার একটি বিবৃতি জারি করে রেলমন্ত্রক জানিয়েছে, এমন কোনও সম্ভাবনাই নেই। ২০২৪ সালের শেষ থেকে পরবর্তী চার বছরের জন্য নিউ দিল্লি রেলওয়ে স্টেশন কোনওমতেই বন্ধ থাকছে না। 

2024-05-28 08:47:32

কাজের টোপে ধর্ষণ

মুম্বইয়ের এক জনপ্রিয় কমেডি শো’তে কাজ দেওয়ার নাম করে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত আনন্দ সিংকে। কিছুদিন আগে অভিযুক্তের সঙ্গে অনলাইনে নির্যাতিতার আলাপ হয়। তার সঙ্গে টেলিভিশন জগতের বহু নামজাদা ব্যক্তির চেনাজানা রয়েছে জানায় আনন্দ। ওই তরুণীকে ‘জনপ্রিয় কমেডি শো’তে কাজের জন্য অডিশন দিতে বলা হয়। অডিশনে পাস করলে কাস্টিং ডিরেক্টরের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার টোপ দেয় অভিযুক্ত। সেকথায় বিশ্বাস করে নালাসোপারায় আনন্দের ফ্ল্যাটে যান নির্যাতিতা। সেখানেই তিনি শারীরিক নির্যাতনের শিকার হন বলে অভিযোগ।

2024-05-28 08:40:00

আজ উত্তর কলকাতায় মোদির রোড শো, তীব্র যানজটের আশঙ্কা

আজ, মঙ্গলবার বিকেলে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১ জুন শেষ দফায় ভোটগ্রহণ হবে এই কেন্দ্রে। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজি মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে বিবেকানন্দ রোডে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে এসে শেষ হবে এই রোড শো। সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত রোড শো করবেন তিনি। এর ফলে বিকেলের দিকে উত্তর কলকাতার ওই অংশে যান নিয়ন্ত্রণ করা হবে বলে লালবাজার সূত্রে খবর। বিকেলের অফিস টাইমে প্রধানমন্ত্রীর এই কর্মসূচি থাকায় উত্তর কলকাতায় ব্যাপক যানজটের সম্ভাবনা রয়েছে। সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর রোড শো’য়ের সম্ভাব্য যাত্রাপথ ঘুরে দেখেন কলকাতা পুলিসের অতিরিক্ত পুলিস কমিশনার-১ মুরলীধর শর্মা সহ একাধিক পদস্থ কর্তা। প্রধানমন্ত্রীর সুরক্ষার খুঁটিনাটির পাশাপাশি যান নিয়ন্ত্রণ এবং রোড শো চলাকালীন উৎসাহী জনতাকে সামলানোর কৌশল নিয়ে এদিন আলোচনা হয়েছে বলে খবর।

2024-05-28 08:30:06

ইতিহাসে আজকের দিনে

১৭৪২ - লন্ডনে প্রথম ইনডোর সুইমিংপুল চালু
১৭৫৭ - মীর জাফরকে বাংলার নবাব ঘোষণা
১৮০৪ - নেপোলিয়ন বোনাপোর্ট নিজেকে ফ্রান্সের সম্রাট ঘোষণা করে
১৮৮৩- স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকারের জন্ম
১৯০৮-গোয়েন্দা চরিত্র জেমস বন্ড-এর স্রস্ট্রা ইয়ান ফ্লেমিংয়ের জন্ম
১৯২৩- রাজনীতিক ও তেলুগু দেশম পার্টির প্রতিষ্ঠাতা এনটি রামা রাওয়ের জন্ম
১৯৪০ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির কাছে বেলজিয়াম আত্মসমর্পণ
১৯৫২ - গ্রিসের নারীদের ভোটাধিকার অর্জন
২০১০- পশ্চিমবঙ্গে জ্ঞানশ্বেরী এক্সপ্রেস দুর্ঘটনায় অন্তত ১৪১জনের মৃত্যু
২০২৩ - নয়াদিল্লিতে বিস্তৃত পরিসরের নতুন ভারতীয় সংসদ ভবনের দ্বারোদ্ঘান

2024-05-28 08:23:15

আপনার আজকের দিনটি

SafeValue must use [property]=binding: আপনার আজকের দিনটি (see http://g.co/ng/security#xss)

মেষ: কাজকর্মে বাধার মধ্যে অগ্রগতি।
বৃষ: কোনও গুরুত্বপূর্ণ কর্মের গুরুদায়িত্ব পেতে পারেন।
মিথুন: প্রতিকূল পরিস্থিতিতেও শান্ত থাকার চেষ্টা করুন।
কর্কট: ব্যবসায়িক কর্মে বাধা ও উপার্জন হ্রাসে চিত্তচাঞ্চল্য।
সিংহ: রাজনীতিক ও প্রশাসনিক উচ্চ আধিকারিকদের ব্যস্ততা বৃদ্ধি।
কন্যা: বিমা ও দীর্ঘমেয়াদি আমানত থেকে অর্থাগম।
তুলা: গৃহ পরিবেশে শান্তি বজায় রাখতে চেষ্টা করুন।
বৃশ্চিক: পড়ে গিয়ে আঘাত ও অস্থিভঙ্গের যোগ।
ধনু: কর্মে ক্ষমতা দায়িত্ব ও ব্যস্ততা বৃদ্ধি।
মকর: উচ্চ প্রশাসনিক কর্মীদের কর্মের চাপ বৃদ্ধি।
কুম্ভ: যে কোনও কর্মে উন্নতি ও সুনাম।
মীন: শারীরিক আঘাত যোগ আছে।

বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25

2024-05-28 08:08:20

স্বাতী মালিওয়াল হেনস্তা কাণ্ড: অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বৈভব কুমারকে জামিন দিল না আদালত

2024-05-27 18:05:03

বন্ধ নয় নিউ দিল্লি রেলস্টেশন

জল্পনা ছিল, পরিকাঠামোগত মানোন্নয়নের জন্য প্রায় চার বছর বন্ধ করে দেওয়া হবে অন্যতম ব্যস্ত নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। এ বছরের শেষ থেকেই বন্ধ করে দেওয়া হবে ওই স্টেশন। ওই স্টেশন থেকে যেসব ট্রেন ছাড়ে, সেগুলি চালানো হবে ওল্ড দিল্লি, আনন্দ বিহার টার্মিনাল, দিল্লি সফদরজং, সরাই রোহিলা, নিজামুদ্দিনের মতো স্টেশন থেকে। অবশেষে এহেন জল্পনায় জল ঢালল রেল বোর্ড। সোমবার একটি বিবৃতি জারি করে রেলমন্ত্রক জানিয়েছে, এমন কোনও সম্ভাবনাই নেই। ২০২৪ সালের শেষ থেকে পরবর্তী চার বছরের জন্য নিউ দিল্লি রেলওয়ে স্টেশন কোনওমতেই বন্ধ থাকছে না। 

2024-05-28 08:47:32

কাজের টোপে ধর্ষণ

মুম্বইয়ের এক জনপ্রিয় কমেডি শো’তে কাজ দেওয়ার নাম করে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত আনন্দ সিংকে। কিছুদিন আগে অভিযুক্তের সঙ্গে অনলাইনে নির্যাতিতার আলাপ হয়। তার সঙ্গে টেলিভিশন জগতের বহু নামজাদা ব্যক্তির চেনাজানা রয়েছে জানায় আনন্দ। ওই তরুণীকে ‘জনপ্রিয় কমেডি শো’তে কাজের জন্য অডিশন দিতে বলা হয়। অডিশনে পাস করলে কাস্টিং ডিরেক্টরের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার টোপ দেয় অভিযুক্ত। সেকথায় বিশ্বাস করে নালাসোপারায় আনন্দের ফ্ল্যাটে যান নির্যাতিতা। সেখানেই তিনি শারীরিক নির্যাতনের শিকার হন বলে অভিযোগ।

2024-05-28 08:40:00

আজ উত্তর কলকাতায় মোদির রোড শো, তীব্র যানজটের আশঙ্কা

আজ, মঙ্গলবার বিকেলে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১ জুন শেষ দফায় ভোটগ্রহণ হবে এই কেন্দ্রে। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজি মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে বিবেকানন্দ রোডে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে এসে শেষ হবে এই রোড শো। সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত রোড শো করবেন তিনি। এর ফলে বিকেলের দিকে উত্তর কলকাতার ওই অংশে যান নিয়ন্ত্রণ করা হবে বলে লালবাজার সূত্রে খবর। বিকেলের অফিস টাইমে প্রধানমন্ত্রীর এই কর্মসূচি থাকায় উত্তর কলকাতায় ব্যাপক যানজটের সম্ভাবনা রয়েছে। সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর রোড শো’য়ের সম্ভাব্য যাত্রাপথ ঘুরে দেখেন কলকাতা পুলিসের অতিরিক্ত পুলিস কমিশনার-১ মুরলীধর শর্মা সহ একাধিক পদস্থ কর্তা। প্রধানমন্ত্রীর সুরক্ষার খুঁটিনাটির পাশাপাশি যান নিয়ন্ত্রণ এবং রোড শো চলাকালীন উৎসাহী জনতাকে সামলানোর কৌশল নিয়ে এদিন আলোচনা হয়েছে বলে খবর।

2024-05-28 08:30:06

ইতিহাসে আজকের দিনে

১৭৪২ - লন্ডনে প্রথম ইনডোর সুইমিংপুল চালু
১৭৫৭ - মীর জাফরকে বাংলার নবাব ঘোষণা
১৮০৪ - নেপোলিয়ন বোনাপোর্ট নিজেকে ফ্রান্সের সম্রাট ঘোষণা করে
১৮৮৩- স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকারের জন্ম
১৯০৮-গোয়েন্দা চরিত্র জেমস বন্ড-এর স্রস্ট্রা ইয়ান ফ্লেমিংয়ের জন্ম
১৯২৩- রাজনীতিক ও তেলুগু দেশম পার্টির প্রতিষ্ঠাতা এনটি রামা রাওয়ের জন্ম
১৯৪০ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির কাছে বেলজিয়াম আত্মসমর্পণ
১৯৫২ - গ্রিসের নারীদের ভোটাধিকার অর্জন
২০১০- পশ্চিমবঙ্গে জ্ঞানশ্বেরী এক্সপ্রেস দুর্ঘটনায় অন্তত ১৪১জনের মৃত্যু
২০২৩ - নয়াদিল্লিতে বিস্তৃত পরিসরের নতুন ভারতীয় সংসদ ভবনের দ্বারোদ্ঘান

2024-05-28 08:23:15

আপনার আজকের দিনটি

SafeValue must use [property]=binding: আপনার আজকের দিনটি (see http://g.co/ng/security#xss)

মেষ: কাজকর্মে বাধার মধ্যে অগ্রগতি।
বৃষ: কোনও গুরুত্বপূর্ণ কর্মের গুরুদায়িত্ব পেতে পারেন।
মিথুন: প্রতিকূল পরিস্থিতিতেও শান্ত থাকার চেষ্টা করুন।
কর্কট: ব্যবসায়িক কর্মে বাধা ও উপার্জন হ্রাসে চিত্তচাঞ্চল্য।
সিংহ: রাজনীতিক ও প্রশাসনিক উচ্চ আধিকারিকদের ব্যস্ততা বৃদ্ধি।
কন্যা: বিমা ও দীর্ঘমেয়াদি আমানত থেকে অর্থাগম।
তুলা: গৃহ পরিবেশে শান্তি বজায় রাখতে চেষ্টা করুন।
বৃশ্চিক: পড়ে গিয়ে আঘাত ও অস্থিভঙ্গের যোগ।
ধনু: কর্মে ক্ষমতা দায়িত্ব ও ব্যস্ততা বৃদ্ধি।
মকর: উচ্চ প্রশাসনিক কর্মীদের কর্মের চাপ বৃদ্ধি।
কুম্ভ: যে কোনও কর্মে উন্নতি ও সুনাম।
মীন: শারীরিক আঘাত যোগ আছে।

বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25

2024-05-28 08:08:20

স্বাতী মালিওয়াল হেনস্তা কাণ্ড: অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বৈভব কুমারকে জামিন দিল না আদালত

2024-05-27 18:05:03

তৃণমূলের নামে মিথ্যা প্রচার হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়

2024-05-27 17:52:04

মারোয়াড়ি ও বিহারি সমাজের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়

2024-05-27 17:50:55

মারোয়াড়ি সমাজে বিভ্রান্তিকর, ফেক প্রচার হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়

2024-05-27 17:49:41

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামে ভুল প্রচার হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়

2024-05-27 17:49:12

ঘূর্ণিঝড় রেমাল: মৃতদের পরিবারের সদস্যদের আর্থিক সাহায্যের আশ্বাস তৃণমূল নেত্রীর

2024-05-27 17:45:16

ক্ষতিগ্রস্তরা চিন্তা করবেন না, সরকার আপনাদের পাশে রয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়

2024-05-27 17:43:18

তিনমাস ধরে ভোটের কী দরকার ছিল, প্রশ্ন তৃণমূল নেত্রীর

2024-05-27 17:41:49

দুর্নীতির মাধ্যমে ২৬১ কোটি টাকার সম্পত্তি করেছেন শেখ শাহজাহান, আদালতে চার্জশিট দিয়ে জানাল ইডি

2024-05-27 17:29:57

বড়বাজারের জনসভায় বক্তব্য রাখছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

SafeValue must use [property]=binding: বড়বাজারের জনসভায় বক্তব্য রাখছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (see http://g.co/ng/security#xss)

2024-05-27 17:18:00

চুরির জন্য অচৈতন্য করার ওষুধ প্রয়োগ, মৃত্যু বৃদ্ধের

গুরুদেব ও গুরু মা-র বাড়িতে এসে তাঁদেরই অচৈতন্য করে সবকিছু নিয়ে উধাও হল শিষ্যা। গত শনিবার চাঞ্চল্যকর এমনই এক ঘটনার সাক্ষী ছিল কাটোয়ার পূর্বস্থলী। ওই বৃদ্ধ দম্পতিকে অচৈতন্য করার জন্য ওষুধ প্রয়োগ করায় গুরুতর অসুস্থ অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়।  আজ সোমবার সকালে সেখানেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। তাঁর নাম  সুভাষ দেবনাথ। পূর্বস্থলী -২  ব্লক এর বড়গাছি এলাকার বাসিন্দা। আজ তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত শনিবার ওই বৃদ্ধ দম্পতির কাছে তাঁদের বাড়িতে এক শিষ্যা আসে। খাওয়া দাওয়া করে ও রাত্রীবাস করে। এরপর রাতে সুযোগ বুঝে গুরু ও গুরুমাকে অচৈতন্য করার ওষুধ দিয়ে মোবাইল ও আলমারি থেকে সব জিনিসপত্র নিয়ে উধাও হয়ে যায়। এরপর বিষয়টি জানাজানি হলে ওই বৃদ্ধ দম্পতিকে নবদ্বীপ প্রতাপনগর হাসপাতাল ও কালনা মহকুমা হাসপাতালের পর নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল হাসপাতালে। আজ সেখানেই সুভাষবাবু মারা যান। অন্যদিকে, সুভাষবাবুর স্ত্রী মায়ারানী দেবনাথের অবস্থাও আশঙ্কাজনক।

2024-05-27 17:11:00

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিহাটি ও মহেশতলায় দু’জনের মৃত্যু হল। যার মধ্যে উত্তর ২৪ পরগনার পানিহাটির সুখচর এলাকার রাজা রোডে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম গোপাল বর্মণ(৩০)। অপরদিকে মহেশতলায় ৩৩ নং ওয়ার্ডে নুঙ্গির মেটেপাড়াতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। তাঁর নাম তাপসী দাস (৫৩)।

 

2024-05-27 16:31:15

১৯ পয়েন্ট পড়ল সেনসেক্স

2024-05-27 15:57:16

রাজ্যের আর্জি মেনে মুখ্যসচিব বি পি গোপালিকার কর্মজীবনের মেয়াদ তিন মাস বাড়িয়ে দিল কেন্দ্র

2024-05-27 15:38:30

বাড়ল গরমের ছুটির মেয়াদ! আপাতত খুলছে না স্কুল

স্কুলগুলিতে গরমের ছুটির মেয়াদ বাড়ানো হল। আজ, সোমবার এমনটাই ঘোষণা করেছে শিক্ষা দপ্তর। আগামী ৯ জুন পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি স্কুলে ছুটি থাকবে। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৩ জুন থেকে স্কুল খোলার কথা ছিল। কিন্তু এদিন শিক্ষা দপ্তরের তরফে ফের ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী ১০ জুন থেকে খুলবে স্কুল।
 

2024-05-27 14:42:07

ঘূর্ণিঝড় রেমাল: এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির হিসেব দিল রাজ্য সরকার

ঘূর্ণিঝড় রেমালের জেরে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত। ঝড় ও বৃষ্টির দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। সেই ক্ষয়ক্ষতির পরিমাণ কত? তার একটি হিসেব দিল রাজ্য সরকার। ঘূর্ণিঝড় রেমালের জেরে এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে ২৪ টি ব্লক ও ৭৯ টি ওয়ার্ড। বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে (মোট) ১৪,৯৪১টি। যার মধ্যে আংশিক: ১৩৯৩৮, সম্পূর্ণ: ১০০৩ (যদিও এই হিসেব বাড়তে পারে বলে জানিয়েছে প্রশাসন)। রেমালের তাণ্ডবে গাছ পড়েছে ২১৪০ টি। বিদ্যুতের খুঁটি পড়েছে ৩৬৭ টি। এখনও পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ঝড়-বৃষ্টির প্রকোপ থেকে বাঁচতে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছিলেন ২০৭০৬০ জন। যার মধ্যে বর্তমানে ত্রাণ শিবিরে রয়েছেন ৭৭২৮৮ জন। মোট ১৪৩৮ টি ত্রাণ শিবির খোলা হয়েছে। গ্রুয়েল কিচেন চলছে ৩৪১ টি। এখনও পর্যন্ত মোট ১৭৭৩৯টি ত্রিপল বিলি হয়েছে।

2024-05-27 14:42:00

পার্ক স্ট্রিট উড়ালপুলে ভেঙে পড়ল গাছ

SafeValue must use [property]=binding: পার্ক স্ট্রিট উড়ালপুলে ভেঙে পড়ল গাছ (see http://g.co/ng/security#xss)

2024-05-27 14:24:00

আইপিএল ২০২৪: কোন কোন খেলোয়াড় পুরস্কার পেয়েছেন প্রকাশ্যে তার তালিকা

SafeValue must use [property]=binding: আইপিএল ২০২৪: কোন কোন খেলোয়াড় পুরস্কার পেয়েছেন প্রকাশ্যে তার তালিকা (see http://g.co/ng/security#xss)

চেন্নাই, ২৭ মে: শেষ হয়েছে আইপিএল ২০২৪ (১৭ তম)। গতকাল, রবিবার চিপকে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। টিম গেমে জিতেছে কলকাতা। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে কেকেআরের বোলিংয়ের সামনে ধরাশায়ী হয়ে যায় হায়দরাবাদ। কোনওরকমে কেকেআরকে ১১৪ রানের টার্গেট দেয় ওরেঞ্জ আর্মি। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৫৭ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় আসে শ্রেয়স আয়ারদের। কেকেআরের হয়ে দুরন্ত খেলেন বেঙ্কটেশ আয়ার (২৬ বলে অপরাজিত ৫২), রহমানউল্লাহ গুরবাজ (৩৯)। ফাইনালে ট্রফি শাহরুখ খানের ছেলেরা নিয়ে গেলেও একাধিক পুরস্কার পেয়েছেন অন্য দলের খেলোয়াড়রা। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছেন সুনীল নারিন। তিনি পেয়েছেন ১০ লক্ষ টাকা। এছাড়াও পুরস্কারের পেয়েছেন যাঁরা- ফেয়ার প্লে ট্রফি-সানরাইজার্স হায়দরাবাদ, ওরেঞ্জ ক্যাপ(সবচেয়ে বেশি রানের জন্য)- বিরাট কোহলি (১০ লক্ষ টাকা), পার্পল ক্যাপ(সবচেয়ে বেশি উইকেট পাওয়ার জন্য)- হর্ষল প্যাটেল (১০ লক্ষ টাকা), আইপিএলের উঠতি তারকা- নীতীশ রেড্ডি (১০ লক্ষ টাকা), সবচেয়ে বেশি চার- ট্রাভিস হেড (১০ লক্ষ টাকা), সবচেয়ে বেশি ছক্কা-অভিষেক শর্মা (১০ লক্ষ টাকা), সবচেয়ে বেশি স্ট্রাইক রেট- জেক ফ্রেজার-ম্যাকগার্ক (১০ লক্ষ টাকা), আইপিএলের সেরা ক্যাচ- রমনদীপ সিং (১০ লক্ষ টাকা),সেরা মাঠ- উপ্পল স্টেডিয়াম, হায়দরাবাদ (৫০ লক্ষ টাকা), আইপিএল চ্যাম্পিয়ন-কলকাতা নাইট রাইডার্স (২০ কোটি টাকা) ও রানার্স আপ- সানরাইজার্স হায়দরাবাদ (১২.৫ কোটি টাকা)।

2024-05-27 13:56:00

পূর্ব বর্ধমানের মেমারির কলানবগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ফড়ে সিং(৬৪) ও ছেলে তরুন সিংয়ের(৩০) মৃত্যু

2024-05-27 13:32:45

ঘূর্ণিঝড় রেমাল: শহরের পরিস্থিতি খতিয়ে দেখলেন কলকাতা পুলিসের যুগ্ম কমিশনার (ট্রাফিক)

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে শহরের পরিস্থিতি কেমন? পরিদর্শনে কলকাতা পুলিসের যুগ্ম কমিশনার (ট্রাফিক) রূপেশ কুমার। যে সমস্ত এলাকায় গাছ পড়ে রাস্তা বন্ধ রয়েছে তা দ্রুত পরিষ্কার করতে ট্রাফিক গার্ডগুলিকে নির্দেশ দিয়েছেন তিনি। কোন পথে গাড়ি ঘোরানো হবে তার নির্দেশও দিয়েছেন তিনি। গল্ফগ্রিন, সাদার্ন অ্যাভিনিউ, বালিগঞ্জ সার্কুলার রোড সহ একাধিক রাস্তা পরিদর্শন করলেন কলকাতা পুলিসের যুগ্ম কমিশনার (ট্রাফিক)।
 

2024-05-27 13:15:47

জলমগ্ন পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন

SafeValue must use [property]=binding: জলমগ্ন পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন (see http://g.co/ng/security#xss)

2024-05-27 13:11:00

পূর্ব বর্ধমানের কাটোয়ার মুস্থলী বাজারে মদের দোকানে লুটপাট চালাল দুষ্কৃতীরা

2024-05-27 13:09:00

ঘূর্ণিঝড় রেমাল: গাছ উপড়ে পড়েছে হলদিয়া পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডে

SafeValue must use [property]=binding: ঘূর্ণিঝড় রেমাল: গাছ উপড়ে পড়েছে হলদিয়া পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডে (see http://g.co/ng/security#xss)

ঘূর্ণিঝড় রেমালের দাপটে গাছ উপড়ে পড়েছে পূর্ব মেদিনীপুরের হলদিয়া পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডে। পুরসভা চত্বরেই বড় গাছ ঝড়ে উপড়ে গিয়েছে। এছাড়া টাউনশিপ এলাকার বিভিন্ন রাস্তায় গাছ উপড়ে পড়েছে। আজ, সোমবার সকাল থেকেই পুরসভার বিপর্যয় মোকাবিলা টিম তৎপরতার সঙ্গে গাছ কাটছে। প্রবল ঝড় বৃষ্টির মধ্যেই চলছে কাজ। পুরসভার আপৎকালীন কন্ট্রোল রুম থেকে নজরদারি চালানো হচ্ছে।

2024-05-27 13:07:00

ঘূর্ণিঝড় রেমাল: ক্ষতিগ্রস্ত হাওড়ার শ্যামপুরের বিভিন্ন এলাকা

SafeValue must use [property]=binding: ঘূর্ণিঝড় রেমাল: ক্ষতিগ্রস্ত হাওড়ার শ্যামপুরের বিভিন্ন এলাকা (see http://g.co/ng/security#xss)

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হাওড়ার শ্যামপুর ১ ও ২ নং ব্লকে ১৫ টি গাছ ভেঙে পড়েছে। বেশ কয়েকটি গাছ হেলে বিদ্যুতের তারে ঠেকে রয়েছে। একটি মাটির বাড়ি ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বাড়ি। পাশাপাশি ভিহিমণ্ডলঘাটের ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় নদীর বাঁধের রাস্তার কিছুটা অংশে ধসে গিয়েছে।

2024-05-27 12:54:00

প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রো পরিষেবা শুরু হল গিরিশ পার্ক থেকে টালিগঞ্জ রুটে

2024-05-27 12:53:26

ঘূর্ণিঝড় রেমাল: উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, কথা বললেন মুখ্যসচিবের সঙ্গে

ঘূর্ণিঝড় রেমালের জেরে কোথায় কত ক্ষতি হয়েছে? এখন পরিস্থিতি কেমন? কতজনের মৃত্যু হয়েছে? সমস্ত বিষয়ে রাজ্যের মুখ্যসচিবের কাছ থেকে খবর নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুন্দরবন এলাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। একাধিক জায়গায় বিদ্যুতের খুঁটি পড়ে গিয়েছে। বিদ্যুৎ দপ্তরের কাজকর্ম নিয়েও খবর নেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন কোন এলাকা জলমগ্ন রয়েছে। উপকূলবর্তী এলাকায় বিপর্যয় মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই বিষয়েও খোঁজ নেন তিনি।
 

2024-05-27 12:52:53

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারী বৃষ্টিতে জলমগ্ন হাওড়ার উলুবেড়িয়া পুরসভার ১৫ নং ওয়ার্ড

SafeValue must use [property]=binding: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারী বৃষ্টিতে জলমগ্ন হাওড়ার উলুবেড়িয়া পুরসভার ১৫ নং ওয়ার্ড (see http://g.co/ng/security#xss)

2024-05-27 12:51:00

শহরের রাস্তায় জমা জল নিয়ে নজরদারি পুরসভার

SafeValue must use [property]=binding: শহরের রাস্তায় জমা জল নিয়ে নজরদারি পুরসভার (see http://g.co/ng/security#xss)

শহরের কোথায় এখনও জল রয়েছে, কোথায় জল নেমেছে! সবটাই কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে বসে দেখা যাচ্ছে। কলকাতা পুলিসের সিসি ক্যামেরার ফুটেজ থেকে সরাসরি পুরসভার কন্ট্রোল রুমে বিষয়টি দেখে ব্যবস্থা নিচ্ছেন আধিকারিকরা। পরিস্থিতির উপর নজর রেখেছেন মেয়র পারিষদ তারক সিং।

 

2024-05-27 12:48:00

রাজকোটে গেমিং জোনে অগ্নিকাণ্ড: পুরসভাকে ধমক গুজরাত হাইকোর্টের

গুজরাতের রাজকোটে গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে মৃত্যু হয়েছে ৩২ জনের। ওই দুর্ঘটনাকে কেন্দ্র করে একটি মামলা দায়ের হয় গুজরাত হাইকোর্টে। যার শুনানিতে রাজকোট পুরসভাকে ধমক দিল গুজরাত হাইকোর্ট। ওই গেমিং জোনটি অবৈধ এলাকায় নির্মিত হয়েছিল বলে আদালতকে জানান মামলাকারী। তারপরেই রাজকোট পুরসভার উপর বেজায় চটে গিয়ে আদালত প্রশ্ন করে, ‘আপনারা কী অন্ধ হয়ে গিয়েছিলেন? চারবছর ধরে ঘুমাচ্ছিলেন?’ রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনের উপর আর ভরসা নেই বলেই জানিয়ে দিয়েছে গুজরাত হাইকোর্ট।

2024-05-27 12:43:00

পিজি হাসপাতালের বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে গাছ, সেগুলি দ্রুত সরানো হচ্ছে

SafeValue must use [property]=binding: পিজি হাসপাতালের বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে গাছ, সেগুলি দ্রুত সরানো হচ্ছে (see http://g.co/ng/security#xss)

2024-05-27 12:42:00

ভাটপাড়া পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডে নারায়ণপুরে একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে, মেরামতির কাজ শুরু হয়েছে

2024-05-27 12:33:00

ঘূর্ণিঝড় রেমাল: উলুবেড়িয়া পুরসভার বিভিন্ন ওয়ার্ডে ৫ টি গাছ পড়েছে, যা কাটার কাজ চলছে

2024-05-27 12:32:00

চারধাম যাত্রায় ১৬ দিনে ৫৮ জনের মৃত্যু, উদ্বিগ্ন স্বাস্থ্যদপ্তর

চারধাম যাত্রা শুরুর ১৬ দিনের মধ্যে কমপক্ষে ৫৮ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। শুধু কেদারনাথেই প্রাণ হারিয়েছেন ২৭ জন। অধিকাংশ ক্ষেত্রেই মৃত্যুার কারণ হার্ট অ্যাটাক। সরকারি সূত্রে এমনটাই জানা গিয়েছে। এই পরিস্থিতিতে পুণ্যার্থীদের স্বাস্থ্য পরীক্ষার উপর জোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্বাস্থ্যদপ্তর। সূত্রের খবর, মৃতদের মধ্যে ৪০ জনের বয়স পঞ্চাশোর্ধ। পালমোনারি এডিমা এবং হার্ট অ্যাটাকের বলি হয়েছেন ৪৭ জন। গাঢ়ওয়ালের কমিশনার বিনয়শঙ্কর পান্ডে অবশ্য জানিয়েছেন, এখন পর্যন্ত ৫২ জন পু্ণ্যার্থীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে বেশিরভাগের বয়স ষাটের বেশি। এই আবহে পুণ্যার্থীদের মেডিক্যাল স্ক্রিনিংয়ের উপর জোর দিচ্ছে প্রশাসন। খতিয়ে দেখা হচ্ছে রেজিস্ট্রেশন। স্বাস্থ্য পরীক্ষায় কোনও সমস্যা থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে যাত্রায় না যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। চিকিৎসক মহলের মতে, পাহাড়ের উচ্চতার কারণে ফুসফুসের উপর চাপ পড়ে। এর জেরেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন পুণ্যার্থীরা। গত ১০ মে কেদারনাথ, যমুনোত্রী এবং গঙ্গোত্রীর দরজা ও ১২ মে পুণ্যার্থীদের জন্য বদ্রীনাথ ধাম খোলা হয়।

2024-05-27 11:58:43

শহরে ট্রাফিকের হাল

SafeValue must use [property]=binding: শহরে ট্রাফিকের হাল (see http://g.co/ng/security#xss)

ঘূর্ণিঝড় রেমালের জেরে শহরে গতকাল, রবিবার রাত থেকে ব্যাপক বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় প্রায় ১৪৬.২ মিমি বৃষ্টি হয়েছে। এছাড়াও ঝড়ের দাপটে শহরের একাধিক রাস্তায় ভেঙে পড়েছে গাছ। যার ফলে ব্যস্ত দিনে শহরের একাধিক রাস্তায় ট্রাফিকের উপর চাপ রয়েছে। বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ, মহম্মদ আলি পার্ক, ক্যামাক স্ট্রিট, থিয়েটার রোডে জল জমে রয়েছে। যার ফলে ওই এলাকায় গাড়ি চলছে ধীর গতিতে। শ্যামবাজার থেকে মহাজাতি সদন পর্যন্ত মূল রাস্তার জল নেমে গিয়েছে। বিক্ষিপ্তভাবে রাস্তার ধারে ও সংলগ্ন গলি পথগুলিতে জল জমে রয়েছে। তবে কোথাও ট্রাফিক থেমে নেই। শহরে যান পরিষেবা স্বাভাবিক রাখতে তৎপর ট্রাফিক কন্ট্রোল। ট্রাফিক সংক্রান্ত যে কোনও খবরাখবরের জন্য কলকাতা পুলিসের টোল ফ্রি নম্বর ১০৭৩-তে ফোন করুন।
 

2024-05-27 11:56:07

ঘূর্ণিঝড় রেমাল: শহরে এখনও পর্যন্ত ২৫০টি গাছ ভেঙে পড়েছে বলে জানাল কলকাতা পুরসভা

2024-05-27 11:40:33

টি-২০ বিশ্বকাপ খেলতে নিউইয়র্কে পৌঁছলেন রোহিত শর্মারা

SafeValue must use [property]=binding: টি-২০ বিশ্বকাপ খেলতে নিউইয়র্কে পৌঁছলেন রোহিত শর্মারা (see http://g.co/ng/security#xss)

2024-05-27 11:32:00

ঘূর্ণিঝড় রেমাল: গাছ ভেঙে পড়ায় মৃত আরও ১

ঘূর্ণিঝড় রেমালের জেরে পশ্চিমবঙ্গে মৃত্যু হল আরও একজনের। মৃতার নাম রেণুকা মণ্ডল। তিনি মৌসুনি দ্বীপের বাসিন্দা। রান্নাঘরে গাছ ভেঙে পড়ায় তাতে চাপা পড়ে যান রেণুকা দেবী। সেই কারণেই মৃত্যু হয়েছে তাঁর।

2024-05-27 11:28:52

কৃষ্ণনগর শহরে পানীয় জলের পরিষেবা ব্যাহত

নদীয়ার নবদ্বীপের স্বরূপগঞ্জে বিদ্যুৎ না থাকার জন্য জল তোলা যাচ্ছে না। তাই কৃষ্ণনগর শহরে আজ, সোমবার পানীয় জলের পরিষেবা ব্যাহত হবে। পরিস্থিতির মোকাবিলায় জেনারেটার চালিয়ে আধঘণ্টার জন্য জল দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যান রীতা দাস।
 

2024-05-27 11:25:00

ঘূর্ণিঝড় রেমাল: বিপর্যস্ত কালনা শহর

SafeValue must use [property]=binding: ঘূর্ণিঝড় রেমাল: বিপর্যস্ত কালনা শহর (see http://g.co/ng/security#xss)

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় পূর্ব বর্ধমানের কালনা শহরে রাস্তায় জল জমেছে। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ। সকাল থেকে বিদ্যুৎ পরিষেবা নেই। রাস্তায় কম চলছে যানবাহন। ভাগীরথী নদীর উপর কালনা-শান্তিপুর ফেরিঘাটে লঞ্চ পরিষেবা পুরোপুরি বন্ধ।
 

2024-05-27 11:21:00

তমলুক মেডিক্যাল কলেজ-হাসপাতালের জরুরি বিভাগের সামনে জল থইথই, ভোগান্তি রোগীদের

SafeValue must use [property]=binding: তমলুক মেডিক্যাল কলেজ-হাসপাতালের জরুরি বিভাগের সামনে জল থইথই, ভোগান্তি রোগীদের (see http://g.co/ng/security#xss)

2024-05-27 11:17:00

বহরমপুরে ভাগীরথী থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার

মুর্শিদাবাদের বহরমপুরের রাধারঘাট এলাকায় ভাগীরথী নদীতে ভেসে উঠল এক যুবকের দেহ। আজ, সোমবার সকালের ঘটনা। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিস। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। মৃতের নাম, সুরজিৎ কংসবণিক (২৭)। তাঁর বাড়ি খাগড়া এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, গতকাল, রবিবার সকালে ভাগীরথী নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় ওই যুবক। বহরমপুরের দশমুণ্ড কালীবাড়ি সংলগ্ন ভাগীরথীর ঘাটেই স্নান করতে নেমেছিল সে।
 

2024-05-27 11:14:34

ঘূর্ণিঝড় রেমাল: কিছুটা স্বাভাবিক বরানগর

বরানগরের নিরঞ্জন সেন নগর, দমদম ও দক্ষিণ দমদমে ২০টির বেশি রাস্তায় গাছ ভেঙে পড়েছিল। অধিকাংশ রাস্তা থেকে তা সরানো হয়েছে। বহু জায়গায় জল জমে রয়েছে। তবে ধীরে ধীরে নামছে জল।
 

2024-05-27 11:08:00

ঘূর্ণিঝড় রেমাল: সল্টলেক, রাজারহাট, নিউটাউনে প্রচুর গাছ পড়ে গিয়েছে, এখনও পর্যন্ত চিহ্নিত ২৬ টি জায়গা

2024-05-27 11:05:06

যাদবপুরের হালতুতে ভেঙে পড়েছে গাছ, বিপজ্জনকভাবে উপড়ে গিয়েছে ল্যাম্পপোস্ট, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললেন বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য

SafeValue must use [property]=binding: যাদবপুরের হালতুতে ভেঙে পড়েছে গাছ, বিপজ্জনকভাবে উপড়ে গিয়েছে ল্যাম্পপোস্ট, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললেন বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য (see http://g.co/ng/security#xss)

2024-05-27 11:05:00

শহরের আবহাওয়ার হাল-চাল

SafeValue must use [property]=binding: শহরের আবহাওয়ার হাল-চাল (see http://g.co/ng/security#xss)

ঘূর্ণিঝড় রেমালের জেরে শহরজুড়ে ব্যাপক ঝড়-বৃষ্টি হয়েছে। আজ, সোমবারও বৃষ্টি হচ্ছে। যার ফলে কমেছে তাপমাত্রা। আজ, সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি কম। গতকাল, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.৯ ডিগ্রি কম। এদিন শহরের আকাশ থাকবে মেঘলা। রেমালের প্রভাবে দফায় দফায় বৃষ্টি হবে শহরে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আজ, সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে ১৪৬.২ মিমি বৃষ্টি হয়েছে।
 

2024-05-27 11:03:12

জলমগ্ন সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একাধিক এলাকা

SafeValue must use [property]=binding: জলমগ্ন সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একাধিক এলাকা (see http://g.co/ng/security#xss)

2024-05-27 10:46:59

গিরিশ পার্ক থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ

ঘূর্ণিঝড় রেমালের জেরে ব্যাহত মেট্রো পরিষেবা। পার্ক স্ট্রিট ও এসপ্লানেড মেট্রো স্টেশনের মাঝে লাইনে জল জমে রয়েছে। যার ফলে গিরিশ পার্ক থেকে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ। কাজের দিনে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। আপাতত দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক ও কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) পর্যন্ত মেট্রো চলছে।  দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ।
 

2024-05-27 10:45:41

হুগলির ব্যান্ডেলে জিটি রোডে মহাত্মা গান্ধী স্কুলের সামনে গাছ ভেঙে পড়ায় কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় রাস্তা

SafeValue must use [property]=binding: হুগলির ব্যান্ডেলে জিটি রোডে মহাত্মা গান্ধী স্কুলের সামনে গাছ ভেঙে পড়ায় কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় রাস্তা (see http://g.co/ng/security#xss)

2024-05-27 10:43:00

বারুইপুর পুরসভা এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ অধিকাংশ ওয়ার্ডে, যার ফলে পানীয় জলের সমস্যা শুরু হয়েছে, ক্ষুব্ধ মানুষ

2024-05-27 10:40:25

নদীয়ার কৃষ্ণনগর-করিমপুর রোডে পথ দুর্ঘটনা, হতাহতের খবর নেই

2024-05-27 10:38:28

ঘূর্ণিঝড় রেমাল: নদীয়ায় ব্যাহত বিদ্যুৎ পরিষেবা

নদীয়া জেলায় ঘূর্ণিঝড় রেমালের ব্যাপক প্রভাব পড়েছে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ পরিষেবা। আজ, সোমবার সকালেও বহু জায়গায় বিদ্যুৎ নেই। জানা গিয়েছে, জেলার ২৭৮টি জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে গিয়েছে। নদীয়াতে ৫০টি বিদ্যুতের পোস্ট ভেঙেছে। ২৭৮টি ফিডারের মধ্যে বর্তমানে ১৫১টি ফিডারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।‌ এক একটি ফিডারের আওতায় দশ থেকে বারোটা গ্রাম রয়েছে। পরিষেবা স্বাভাবিক করতে তৎপর বিদ্যুৎ দপ্তর।

 

2024-05-27 10:28:55

ঘূর্ণিঝড় রেমাল: পূর্ব মেদিনীপুরে ব্যাহত বিদ্যুৎ পরিষেবা

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পূর্ব মেদিনীপুরে ১৬০টির বেশি বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়েছে। ১৫ টির বেশি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত। বিভিন্ন জায়গা বিদ্যুৎহীন। তবে এখনও বৃষ্টি হওয়ার জন্য কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তার সবটা নির্ধারণ করে উঠতে পারেনি বিদ্যুৎ বন্টন সংস্থা।
 

2024-05-27 10:22:43

পূর্ব মেদিনীপুরের হলদিয়ার চাউলখোলা গ্রামে ঘূর্ণিঝড় রেমালের দাপটে বটগাছ উপড়ে গিয়েছে, বন্ধ রাস্তা

SafeValue must use [property]=binding: পূর্ব মেদিনীপুরের হলদিয়ার চাউলখোলা গ্রামে ঘূর্ণিঝড় রেমালের দাপটে বটগাছ উপড়ে গিয়েছে, বন্ধ রাস্তা (see http://g.co/ng/security#xss)

2024-05-27 10:18:58

কলকাতা বিমানবন্দরে উড়ান পরিষেবা চালু

২১ ঘণ্টা পর ছন্দে ফিরল কলকাতা বিমানবন্দর। চালু হল উড়ান পরিষেবা। আজ, সোমবার সকাল ৮ টা ৩০ মিনিট থেকে পরিষেবা চালু হয়।  
 

2024-05-27 10:05:06

খিদিরপুরের মনসাতলা লেনে একটি গাড়ির উপর ভেঙে পড়ল গাছ

SafeValue must use [property]=binding: খিদিরপুরের মনসাতলা লেনে একটি গাড়ির উপর ভেঙে পড়ল গাছ (see http://g.co/ng/security#xss)

2024-05-27 10:00:00

 ফুলবাগানে ১০১ নং ওয়ার্ডে উপড়ে পড়ল গাছ, ভাঙল পুকুরের পাড়

SafeValue must use [property]=binding:  ফুলবাগানে ১০১ নং ওয়ার্ডে উপড়ে পড়ল গাছ, ভাঙল পুকুরের পাড় (see http://g.co/ng/security#xss)

2024-05-27 09:57:00

বর্ষা শুরুর আগে উচ্চ পর্যায়ের বৈঠকে ডাকলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে ও উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ

2024-05-27 09:54:43

আবগারি দুর্নীতি মামলা: অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আর্জি কেজরিওয়ালের

SafeValue must use [property]=binding: আবগারি দুর্নীতি মামলা: অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আর্জি কেজরিওয়ালের (see http://g.co/ng/security#xss)

আবগারি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর জন্য শীর্ষ আদালতের কাছে আর্জি জানিয়েছেন তিনি। ভোটপ্রচারের জন্যই তাঁকে অন্তর্বর্তী জামিন দেয় সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ২ জুন আত্মসমর্পণ করে তিহার জেলে ফিরতে হবে তাঁকে। তার আগেই মেডিক্যাল গ্রাউন্ডে আরও এক সপ্তাহ অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়েছেন তিনি। খুব শীঘ্রই সেই আর্জির শুনানি হবে সুপ্রিম কোর্টে।
 

2024-05-27 09:53:43

পুনের পোরসে কাণ্ড: রক্তের নমুনায় কারচুপি, গ্রেপ্তার দুই চিকিৎসক

2024-05-27 09:47:45

ঘূর্ণিঝড় রেমাল: মুকুন্দপুর, নয়াবাদ, পঞ্চসায়র, গড়িয়া স্টেশন এলাকায় ব্যাহত বিদ্যুৎ পরিষেবা

2024-05-27 09:37:35

ঘূর্ণিঝড় রেমাল: হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পুলিস, যেগুলি হল- ৯৪৩২৬১০৪২৮, ৯৪৩২৬১০৪২৯

2024-05-27 09:36:05

শক্তি হারিয়ে বাংলাদেশের খুলনায় অবস্থান করছে ঘূর্ণিঝড় রেমাল, একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

পূর্বাভাস মতোই গতকাল, রবিবার রাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল এলাকায় ল্যান্ডফল করে ঘূর্ণিঝড় রেমাল। তারপর বাংলাদেশের মংলা বন্দরের দক্ষিণ-পশ্চিম দিকের এলাকা দিয়ে স্থলভূমিতে ১১০ থেকে ১২০ কিমি বেগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়। সর্বোচ্চ গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ১৩৫ কিমি। গোটা ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হয় রাত সাড়ে বারোটা নাগাদ। এই মুহূর্তে কিছুটা শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে রেমাল। আপাতত সেটি অবস্থান করছে বাংলাদেশের খুলনার কয়রায়। আইএমডি সূত্রে খবর, আজ, সোমবার দুপুরের মধ্যে শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে রেমাল। যার ফলে বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। যার মধ্যে নদীয়া ও মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ওই দুই জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। কমলা সতর্কতা জারি হয়েছে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলি, বীরভূম ও পূর্ব বর্ধমান জেলায়। ওই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
 

2024-05-27 09:32:34

শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চালুর ঘোষণা, স্বস্তিতে যাত্রীরা

2024-05-27 09:31:58

ঘূর্ণিঝড় রেমাল: দমদমে ঝড়ের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৯১ কিমি, আলিপুরে ৭৪ কিমি প্রতি ঘণ্টা

2024-05-27 09:28:41

ঘূর্ণিঝড় রেমাল: গল্ফগ্রিন এলাকায় উপড়ে পড়ল গাছ, একাধিক জায়গায় জল জমে দুর্ভোগ

SafeValue must use [property]=binding: ঘূর্ণিঝড় রেমাল: গল্ফগ্রিন এলাকায় উপড়ে পড়ল গাছ, একাধিক জায়গায় জল জমে দুর্ভোগ (see http://g.co/ng/security#xss)

2024-05-27 09:22:00

হার্দিকের বিবাহ বিচ্ছেদ নিয়ে জল্পনা

সময়টা একদমই ভালো যাচ্ছে না হার্দিক পান্ডিয়ার। আইপিএলে তাঁর নেতৃত্বে শোচনীয় ভরাডুবি ঘটেছে মুম্বই ইন্ডিয়ান্সের। রোহিতের থেকে নেতৃত্ব কেড়ে ড্রেসিং-রুমেও একপ্রকার কোণঠাসা ছিলেন তিনি। এবার তারকা অলরাউন্ডারের পারিবারিক  জীবনেও অশান্তির ছায়া। তাঁর বিবাহ বিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ নাকি হার্দিকের সম্পত্তির ৭০ শতাংশ দাবিও করেছেন। হার্দিকের মোট সম্পত্তির পরিমাণ ৯১ কোটি টাকা। সূত্রের খবর, প্রায় ৬৩ কোটি টাকা দাবি করেছেন নাতাশ। তবে হার্দিকের সব সম্পত্তি নাকি তাঁর মায়ের নামে রয়েছে। কয়েক বছর আগে নিজেই এই কথা জানিয়েছিলেন তারকা অলরাউন্ডার। তবে বিবাহ বিচ্ছেদের ব্যাপারে এখনও পর্যন্ত মুখ খোলেননি হার্দিক। টি-২০ বিশ্বকাপ খেলতে আমেরিকায় ভারতীয় শিবিরে যোগ দেবেন তিনি। এদিকে, সোশ্যাল মিডিয়া থেকে পান্ডিয়া পদবি সরিয়ে দিয়েছেন নাতাশা। দীর্ঘদিন তাঁরা একসঙ্গে কোনও ছবিও পোস্ট করেননি।

2024-05-27 09:20:00

রেমাল:  হেল্পলাইন নম্বর

নবান্ন কন্ট্রোল রুম 
১০৭০/ ০৩৩-২২১৪৫৮৫৮/ ০৩৩-২২১৪৩৫২৬

পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎবণ্টন সংস্থা (WBSEDCL) ৮৯০০৭৯৩৫০৩/ ৮৯০০৭৯৩৫০৪

সিইএসসি ১৯১২

শিয়ালদহ ডিভিশন 
০৩৩-২৩৮৩৩৩২৬/ 
০৩৩-২৩৫০৮৭৯৪

হাওড়া ডিভিশন 
০৩৩-২৬৪১৩৬৬০

কলকাতা পুরসভা 
০৩৩ ২২৮৬১২১২/ 
০৩৩ ২২৮৬১৩১৩ 

লালবাজার কন্ট্রোল রুম 
৯৪৩২৬১০৪২৮/ ৯৪৩২৬১০৪২৯

2024-05-27 09:09:10

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বাংলাদেশে নিহত ২

2024-05-27 09:02:21

পিজির কাজে নজর রাখবেন স্বাস্থ্য অধিকর্তা

পিজি হাসপাতালের কাজকর্মের দিকে এবার থেকে নজর রাখবেন খোদ রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা (শিক্ষা) ডাঃ কৌস্তভ নায়েক। এনআরএস এবং মেডিক্যাল কলেজের কাজকর্মে নজরদারির ভার দেওয়া হয়েছে বিশেষ সচিব (স্বাস্থ্য শিক্ষা) ডাঃ অনিরুদ্ধ নিয়োগী। এইভাবে রাজ্যের ২২টি মেডিক্যাল কলেজের নজরদারিতে বেশ কিছু চিকিৎসক ও স্বাস্থ্য আমলাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা ওইসব মেডিক্যাল কলেজের মেন্টর বা পরামর্শদাতা হিসেবেও কাজ করবেন। নির্দেশনামা থেকে স্পষ্ট, স্বাস্থ্যভবনের মার্ট বা স্বাস্থ্য শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ শাখার প্রায় সব আধিকারিক কোনও না কোনও মেডিক্যাল কলেজের কাজকর্মে নজর রাখবেন।

2024-05-27 09:00:00

রেমাল আতঙ্কে বাতিল গুচ্ছ ট্রেন

ঘূর্ণিঝড় রেমালের ভয়াবহতার কথা মাথায় রেখে যাত্রী সুরক্ষায় আজ, সোমবার শিয়ালদহ ডিভিশনে ৪৬টি লোকাল ট্রেন বাতিল থাকবে। দুর্যোগের এই সময়ে শিয়ালদহ ডিভিশনের তরফে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ, রেমালের প্রত্যক্ষ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে সাগর সংলগ্ন অঞ্চলে। ওই এলাকায় শিয়ালদহ সাউথ সেকশনের রেল নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে। আজ বাতিল হওয়া ট্রেনগুলি হল, শিয়ালদহ-সোনারপুর (৩৪৪২৬, ৩৪৪২৪), শিয়ালদহ-বারুইপুর (৩৪৬১৪, ৩৪৬১৩), বারুইপুর-লক্ষ্মীকান্তপুর (৩৪৩৩২, ৩৪৩৩১), সোনারপুর-ডায়মন্ডহারবার (৩৪৮৮২, ৩৪৮৮১), ডায়মন্ডহারবার-বারুইপুর (৩৪৮৯১, ৩৪৮৯২)। অন্যদিকে, আজ সোমবার আপ-ডাউনে ২ জোড়া ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। বাতিল ট্রেনগুলি হল, হাওড়া-দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং মেচেদা-দীঘা ইএমইউ স্পেশাল। এদিকে রাত ১১টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আজ সোমবার কোনও ট্রেন বাতিল হচ্ছে না  বলে পূর্ব রেল সূত্রে খবর।   

2024-05-27 08:47:21

রেমালের পর আসছে ‘আসনা’, ন’নম্বরে‘মুরাসু’, নামকরণ ভারতের

রেমালের পর আসতে চলেছে ‘আসনা’। অতীতে সাংকেতিক নম্বর দিয়ে ঘূর্ণিঝড়ের নামকরণ হতো। তখন ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি-তথ্য জানতে অসুবিধা হতো বিজ্ঞানী থেকে সাধারণ মানুষের। সেই ধোঁয়াশা কাটাতে পরবর্তীকালে ঘূর্ণিঝড়ের নামকরণ করা শুরু হয়। পৃথিবীজুড়ে পাঁচটি রিজিওনাল ট্রপিকাল সাইক্লোন ওয়ার্নিং সেন্টার রয়েছে। তারাই এই নামকরণ করে। ১৩টি দেশ মিলে তৈরি হওয়া একটি সেন্টার উত্তর ভারত মহাসাগর, বঙ্গোপসাগর ও আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের নামকরণ করে থাকে। এই ১৩ সদস্যের সেন্টারে রয়েছে বাংলাদেশ, ভারত,  ইরান, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহী ও ইয়েমেন। ২০০৪ সাল থেকে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে তৈরি ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু হয়। এই সেন্টার ২০২০ সালে ঘূর্ণিঝড়ের ১৬৯টি নাম প্রস্তাব করেছে। সেই নামকরণ অনুসারে ওমান দিয়েছে ‘রেমাল’ নামটি। এই নামের মানে, বালি। এর পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম হবে ‘আসনা’। এই উর্দু নামটি দিয়েছে পাকিস্তান। এর অর্থ, ‘যাকে মেনে নিতে হবে’। রেমালকে যদি এক ধরা হয় তাহলে নবম যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে, সেটির নাম দিয়েছে ভারত। তার নাম হচ্ছে, ‘মুরাসু’। তামিল ভাষার এই শব্দের অর্থ, ‘বাষ্প’।

2024-05-27 08:40:00

ইতিহাসে আজকের দিনে

১৭৬৭ - কলকাতায় প্রথম প্রটেস্টান্ট গির্জা নির্মিত
১৯১৯ - জালিয়ানওয়ালাবাগের হত্যাযজ্ঞের প্রতিবাদে রবীন্দ্রনাথ ‘নাইট’ উপাধি ত্যাগ করে বড়লাট লর্ড চেমস ফোর্ডকে চিঠি দেন          
১৯২৭ - বৈমানিক চার্লস লিন্ডবার্গ একাকী বিমান চালিয়ে বিশ্বে প্রথম আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার জন্য যাত্রা শুরু করেন
১৯৬৪: ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মৃত্যু
১৯৬২: ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রীর জন্ম
১৯৭৫ – অভিনেতা নৃপতি চট্টোপাধ্যায়ের মৃত্যু
১৯৭৭: শ্রীলঙ্কার ক্রিকেটার মাহেলা জয়বর্ধনের জন্ম 
১৯৮৬: পশ্চিম বাংলার চতুর্থ ও ষষ্ঠ মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায়ের মৃত্যু
১৯৮৯: বার্মার সামরিক শাসকগোষ্ঠী দেশের নাম পরিবর্তন করে দ্য ইউনিয়ন অব মায়ানমার রাখে এবং রেঙ্গুনের নাম পালটে রাখে ইয়াঙ্গুন
১৯৯৫: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি পরমাণুবিজ্ঞানী  শ্যামাদাস চট্টোপাধ্যায়ের মৃত্যু

2024-05-27 08:35:27

পিছল প্রেসিডেন্সির পরীক্ষা, কল্যাণীতে স্থগিত ভাইভা

ঘূর্ণিঝড় রেমালের জেরে পিছিয়ে দেওয়া হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পরীক্ষা। আজ, সোমবার দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষাগুলি হওয়ার কথা ছিল। তা হচ্ছে না। রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার রবিবার জানান, এ দিনের পরীক্ষাগুলি ১৮ জুন আয়োজিত হবে। আজ কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে ভর্তি হওয়ার ভাইভা (পরীক্ষা) স্থগিত রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পিএইচডিতে ভর্তি হওয়ার ভাইভা ছিল। সেই মতো দূরদূরান্ত থেকে ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয় আসার কথা। কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কায় কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সেই ভাইভা বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে স্থগিত করা হয়েছে।

2024-05-27 08:30:00

একযোগে ঘূর্ণিঝড় ও ভরা কোটাল, আতঙ্ক সুন্দরবনে

হাওয়ার দাপট, সঙ্গে বৃষ্টি। সুন্দরবনবাসীকে তাড়িয়ে বেড়াচ্ছে আইলা ও যশের ভয়াবহ স্মৃতি। রবিবার মধ্যরাতে সুন্দরবন একদিকে রেমাল। অন্যদিকে, ভরা কোটালের জলোচ্ছ্বাস। দুইয়ের জেরে প্রবল আতঙ্ক সুন্দরবনে। পুরনো দুর্যোগের কথা ভেবে নতুন করে আতঙ্কিত হয়ে উঠেছেন বাসিন্দারা। এক দশকের বেশি সময় আগে ঝড় ও জলোচ্ছ্বাসের জেরে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সর্বস্ব খুইয়েছিলেন অসংখ্য গ্রামবাসী। বছর তিনেক আগে যশ নামের ঘূর্ণিঝড়েও ক্ষয়ক্ষতি কম হয়নি। এবারের ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি যা রয়েছে, তাতে আবারও সেই পুরনো আতঙ্ক ফিরছে বলেই মনে করছেন তাঁরা। আগাম সতর্কমূলক ব্যবস্থা হিসেবে নিচু এলাকায় বসবাসকারী বাসিন্দাদের বিভিন্ন ত্রাণ শিবির ও বহুমুখী ফ্লাড শেল্টারে পাঠিয়ে দেওয়া হয়েছে। যেহেতু এই ঝড় গভীর রাতে ল্যান্ডফল করবে, তাই বাড়তি কোনও ঝুঁকি না নিয়েই অনেক আগে থেকেই দুই প্রক্রিয়ায় শুরু করেছে জেলা প্রশাসন। এদিকে, বিভিন্ন জায়গায় নদীবাঁধে ফাটল দেখা দিলে যুদ্ধকালীন তৎপরতায় সেগুলি মেরামত করে ফেলছে সেচদপ্তর। নামখানার ফ্রেজারগঞ্জ, মৌসুনি দ্বীপ, বাসন্তীর চুনাখালি, মসজিদবাটি, ত্রীদীপনগর এলাকায় দুর্বল নদীবাঁধগুলি মেরামত করেছে তারা। ভরা কোটাল ও ঘূর্ণিঝড়ের জোড়া ফলায় কী ক্ষয়ক্ষতি করে, তারই প্রহর গুনছে সুন্দরবনবাসী।

2024-05-27 08:25:00

আপনার আজকের দিনটি

SafeValue must use [property]=binding: আপনার আজকের দিনটি (see http://g.co/ng/security#xss)

মেষ: কোনও সহৃদয় ব্যক্তির সহায়তা লাভ বিপদ থেকে উদ্ধার।
বৃষ: কাজকর্মে উন্নতি ও প্রসার।
মিথুন: কর্ম ও উপার্জনে স্বাভাবিক গতি থাকবে।
কর্কট: লেখাপড়া আগের থেকে ভালো হবে।
সিংহ: শ্রমসাধ্য কর্ম সাফল্য।
কন্যা: আর্থিক উন্নতির যোগ আছে।
তুলা: সাংগঠনিক কর্মে উন্নতি ও সুনাম।
বৃশ্চিক: বিদ্যার্থীদের অপেক্ষাকৃত শুভদিন।
ধনু: কাজকর্ম ও আর্থিক ক্ষেত্রে উন্নতির যোগ।
মকর: একাধিকসূত্রে/ অর্থলাভ যোগ।
কুম্ভ: বৃত্তিমূলক উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ সময়।
মীন: কর্ম ও অর্থাদি ক্ষেত্রে উন্নতি।

বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25

2024-05-27 08:15:08

আগামী ১ জুন বৈঠক ডাকল ইন্ডিয়া জোট

2024-05-26 22:55:22

আইপিএল ফাইনাল: হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন কেকেআর

2024-05-26 22:38:11

আগামী চার ঘণ্টা ধরে ল্যান্ডফল প্রক্রিয়া চলবে ঘূর্ণিঝড় রেমালের

2024-05-26 22:36:39

আইপিএল ফাইনাল: ২৪ বলে হাফসেঞ্চুরি বেঙ্কটেশ আয়ারের, কেকেআর ১১১/২ (১০ ওভার) টার্গেট ১১৪

2024-05-26 22:35:44

আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর, এক্স হ্যান্ডলে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

2024-05-26 22:34:00

আইপিএল ফাইনাল: ৩৯ রানে আউট গুরবাজ, কেকেআর ১০২/২ (৮.৫ ওভার) টার্গেট ১১৪

2024-05-26 22:31:15

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূল স্পর্শ করে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু ঘূর্ণিঝড় রেমালের

2024-05-26 22:20:20

আইপিএল ফাইনাল: কেকেআর ৭২/১ (৬ ওভার) টার্গেট ১১৪

2024-05-26 22:14:27

আইপিএল ফাইনাল: ৬ রানে আউট সুনীল নারিন, কেকেআর ১১/১ (১.২ ওভার) টার্গেট ১১৪

2024-05-26 21:48:27

আইপিএল ফাইনাল: কেকেআরকে ১১৪ রানের টার্গেট দিল হায়দরাবাদ

2024-05-26 21:25:09

আইপিএল ফাইনাল: ৪ রানে আউট জয়দেব উনাদকাট, হায়দরাবাদ ১১৩/৯ (১৭.৫ ওভার) বিপক্ষ কেকেআর

2024-05-26 21:22:19

আইপিএল ফাইনাল: ১৬ রানে আউট হেনরিখ ক্লাসেন, হায়দরাবাদ ৯০/৮ (১৪.১ ওভার) বিপক্ষ কেকেআর

2024-05-26 21:00:39

কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়ায় অনসূয়া সেনগুপ্তকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

2024-05-26 20:59:00

আইপিএল ফাইনাল: ৪ রানে আউট আব্দুল সামাদ, হায়দরাবাদ ৭৭/৭ (১২.৪ ওভার) বিপক্ষ কেকেআর

2024-05-26 20:54:06

আইপিএল ফাইনাল: ৮ রানে আউট শাহবাজ আহমেদ, হায়দরাবাদ ৭১/৬ (১১.৫ ওভার) বিপক্ষ কেকেআর

2024-05-26 20:46:45

আইপিএল ফাইনাল: ২০ রানে আউট এডেন মার্করাম, হায়দরাবাদ ৬২/৫ (১০.২ ওভার) বিপক্ষ কেকেআর

2024-05-26 20:41:28

আইপিএল ফাইনাল: ১৩ রানে আউট নীতীশ রেড্ডি, হায়দরাবাদ ৪৭/৪ (৭ ওভার) বিপক্ষ কেকেআর

2024-05-26 20:25:18

আইপিএল ফাইনাল: ৯ রানে আউট রাহুল ত্রিপাঠী, হায়দরাবাদ ২১/৩ (৪.২ ওভার) বিপক্ষ কেকেআর

2024-05-26 20:10:01

আইপিএল ফাইনাল: শূন্য রানে আউট ট্রাভিস হেড, হায়দরাবাদ ৬/২ (২ ওভার) বিপক্ষ কেকেআর

2024-05-26 19:56:26

ঘূর্ণিঝড় রেমাল: উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

SafeValue must use [property]=binding: ঘূর্ণিঝড় রেমাল: উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (see http://g.co/ng/security#xss)

2024-05-26 19:51:51

আইপিএল ফাইনাল: ২ রানে আউট অভিষেক শর্মা, হায়দরাবাদ ২/১ (০.৫ ওভার) বিপক্ষ কেকেআর

2024-05-26 19:47:37

ইজরায়েলের তেল আভিভে ক্ষেপণাস্ত্র ছুড়ল হামাস জঙ্গি গোষ্ঠী

2024-05-26 19:22:41

আইপিএল ফাইনাল: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত হায়দরাবাদের (বিপক্ষ কেকেআর)

2024-05-26 19:13:47

রেমাল সতর্কতা: দক্ষিণ ২৪ পরগনায় লক্ষাধিক মানুষকে নিরাপদে সরাল প্রশাসন

রেমাল সতর্কতায় শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনায় ১ লক্ষ ৪০ হাজারের মত বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরাল জেলা প্রশাসন। এখনও কাজ চলছে।  জেলায় ৬২৬টি রিলিফ ক্যাম্প বানানো হয়েছে। সেখানে থাকতে পারবেন প্রায় ৩০ হাজারের মত মানুষ।

2024-05-26 17:59:00

৩৪ বছর লড়াই করে বামফ্রন্টকে যদি উপড়ে ফেলতে পারি, তাই বিজেপিকে উপড়ে দিতেও বেশি সময় লাগবে না: মমতা বন্দ্যোপাধ্যায়

2024-05-26 17:44:54

রেমাল: প্রায় ২৫০টি পরিবারকে নিরাপদে সরাল উলুবেড়িয়া জেলা প্রশাসন  

ঘূর্ণিঝড়ের সতর্কতায় উলুবেড়িয়া ও শ্যামপুরে প্রায় ২৫০ টি পরিবারকে বিভিন্ন ত্রাণ শিবিরের নিয়ে যাওয়া হল। তাদের জন্য প্রশাসনের পক্ষ থেকে খাবার ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে।

2024-05-26 17:39:00

কেন্দ্র টাকা দেয়নি তাও বাংলা এগিয়ে গিয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়

2024-05-26 17:31:32

এখানে মিমির মত নরম মনের মেয়ে নয় সায়নীর মত স্ট্রং মেয়ে দরকার: মমতা বন্দ্যোপাধ্যায়

2024-05-26 17:28:34

কোর্টে বসে রায় দেওয়া আর জনগণকে ফেস করার মধ্যে অনেক পার্থক্য আছে: মমতা বন্দ্যোপাধ্যায়

2024-05-26 17:23:00

মিমি খুব ভাল মেয়ে, ও অভিনয় নিয়ে ব্যস্ত থাকে, ও সাধ্যমত কাজ করেছে: মমতা বন্দ্যোপাধ্যায়

2024-05-26 17:15:00

আমি উদ্বাস্তু কলোনির সবাইকে পাট্টা দেব: মমতা বন্দ্যোপাধ্যায়

2024-05-26 17:13:00

কোটি কোটি টাকা নিয়ে বিজেপি ঘুরে বেড়াচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়

2024-05-26 17:12:48

রেমলা: দক্ষিণ ২৪ পরগনার জায়গায় জায়গায় মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা টিম

SafeValue must use [property]=binding: রেমলা: দক্ষিণ ২৪ পরগনার জায়গায় জায়গায় মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা টিম (see http://g.co/ng/security#xss)

2024-05-26 17:02:00

যাদবপুরের জনসভায় এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

SafeValue must use [property]=binding: যাদবপুরের জনসভায় এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (see http://g.co/ng/security#xss)

2024-05-26 16:59:00
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ