নতুন বছরের শুরুতে গঙ্গাসাগর মেলা। দেশ-বিদেশের লক্ষাধিক তীর্থযাত্রী ১২ থেকে ১৬ জানুয়ারি মেলায় আসবেন। এই বিরাট সংখ্যক মানুষকে দক্ষিণ ২৪ পরগনার শেষ প্রান্তে মসৃণভাবে পৌঁছে দিতে ও ফিরিয়ে আনতে ট্রেন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। শনিবার শিয়ালদহ ডিভিশনের শীর্ষ রেলকর্তারা গঙ্গাসাগর মেলা প্রস্তুতির বৈঠক করেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে, ১২ থেকে ১৬ জানুয়ারি সাউথ শাখায় ৭২টি মেলা স্পেশাল ট্রেন চলবে। এই অংশ ছাড়াও প্রিন্সেপ ঘাট, কাকদ্বীপ, নামখানা স্টেশনে যাত্রী সহায়তায় ‘হেল্প ডেস্ক’ খোলা হবে। ওই সময় কাকদ্বীপ ও নামখানা স্টেশনে বাড়তি ১০টি টিকিট কাউন্টারও খোলা হবে। মেডিক্যাল ক্যাম্প, যাত্রী সুরক্ষায় পর্যাপ্ত সিসিটিভি এবং অস্থায়ী শৌচাগার তৈরি হবে।
2024-12-22 17:36:45মুর্শিদাবাদের নওদার দুর্লভপুরের দক্ষিণপাড়ায় ভোটার লিস্টে নাম রয়েছে বাংলাদেশের জঙ্গি সাব শেখ ওরফে শাদ রবির। গত, মঙ্গলবার অসম রাইফেলস এবং এসটিএফের যৌথ অভিযানে কেরল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে আরও দুই জঙ্গিকেও গ্রেপ্তার করা হয়। তারা হরিহরপাড়ায় থাকত বলে জানা গিয়েছে। আনসারুল্লা বাংলা টিম (এবিটি) ও জেএমবি’র সঙ্গে তাদের যোগ রয়েছে, বলে জানা গিয়েছে। নওদার ভোটার সাব শেখের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ মিলেছে। সে পাকিস্তানের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর নেতাদের সঙ্গে অ্যাপের মাধ্যমে কথা বলত বলেও জানা গিয়েছে।
2024-12-22 17:05:10ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৪.১৮ টাকা | ৮৫.৯২ টাকা |
পাউন্ড | ১০৫.০৫ টাকা | ১০৮.৭৮ টাকা |
ইউরো | ৮৭.০৪ টাকা | ৯০.৪১ টাকা |