বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও পশ্চিমি ঝঞ্ঝার জেরে দক্ষিণবঙ্গে প্রবেশে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। তাই রাজ্যে উধাও শীতের দাপট। একধাক্কায় অনেকটাই তাপমাত্রা বেড়ে গিয়েছে। গতকাল, শনিবার বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আজ, রবিবার সকালে ঘন কুয়াশা ছিল রাজ্যের বিভিন্ন জেলায়। তবে বেলা বাড়তেই কেটে গিয়েছে কুয়াশা। যদিও এদিন আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ, রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি বেশি। গতকাল, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে ২.৩ মিমি বৃষ্টি হয়েছে।
2024-12-22 11:54:17এভার্টন : চেলসি
(সন্ধ্যা ৭-৩০ মিনিটে)
ম্যান ইউ : বোর্নমাউথ
(সন্ধ্যা ৭-৩০ মিনিটে)
টটেনহ্যাম : লিভারপুল
(রাত ১১ টা)
সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টসে।
জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ভানুয়াতু দ্বীপরাষ্ট্র। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.২। তবে হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আজ, রবিবার কাকভোরে তীব্র কম্পন অনুভূত হয়। গত, মঙ্গলবার ভানুয়াতুতে জোরালো ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৩। সেই ভূকম্পনের ফলে ১২ জনের মৃত্যু হয়। ভেঙে পড়ে বহু বিল্ডিং। তবে এদিনের ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি এখনও পর্যন্ত।
2024-12-22 11:37:31ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৪.১৮ টাকা | ৮৫.৯২ টাকা |
পাউন্ড | ১০৫.০৫ টাকা | ১০৮.৭৮ টাকা |
ইউরো | ৮৭.০৪ টাকা | ৯০.৪১ টাকা |