Bartaman Patrika
শিক্ষা-কেরিয়ার
 

সরকারি চাকরি পেতে
হলে ধৈর্য ধরতে হবে 

বর্তমান পরিস্থিতিতেও সঠিক পথ অনুসরণ করে প্রস্তুতি নিলে খুলে যেতে পারে সরকারি চাকরির দরজা। সেই কথাই বললেন পাথফাইন্ডার-এর ডিরেক্টর মুকুল শ্রীমানী। কথা বলেছেন কৌশানী মিত্র।

 বর্তমানে সরকারি চাকরির বাজারে নাকি মন্দা চলছে। এই মতে আপনিও কি বিশ্বাসী?
 না, আমি এই মতে একেবারেই বিশ্বাস করি না। ঠিকভাবে পড়াশোনা করলে বর্তমানে সরকারি চাকরি পাওয়ার সুযোগ অবশ্যই আছে। হ্যাঁ, এটা ঠিক কিছু চাকরির ক্ষেত্র বন্ধ হয়ে গিয়েছে বা সেখানে রিক্রুটমেন্ট আপাতত বন্ধ আছে। তার বাইরে আরও বেশ কিছু পথও কিন্তু খোলা রয়েছে। যেমন আমরা জেলার ছাত্র ছাত্রীদের মধ্যে দেখেছি এসএসসি ছাড়া তারা আর অন্য কিছুতেই আগ্রহী নয়। সেটা করলে হবে না। যদি তুমি সরকারি চাকরি চাও তাহলে আরও নানা দিক এক্সপ্লোর করতে হবে। সরকারি চাকরিতে আরও কী কী সুযোগ আছে সেটা দেখতে হবে। এক জায়গায় থেমে থাকলে চলবে না। নিজেদের বদলাতেও হবে। আর অবশ্যই হতাশ হলে চলবে না। অনেকেই আছে সরকারি চাকরির জন্য পড়তে এসে কিছু মাসের মধ্যেই খুব হতাশ হয়ে পড়ে। তারা তাৎক্ষণিক চাকরি চায়। কিন্তু সেটা এখানে সম্ভব নয়। এটা তো ঠিক তুমি বেসরকারি ক্ষেত্রে চাকরি করে সারাদিন যে মানসিক চিন্তার মধ্যে দিয়ে কাটাবে সরকারি চাকরির ক্ষেত্রে তা থাকে না। একবার সেখানে ঢুকে যেতে পারলে বাকি জীবনের জন্য চিন্তা অনেকটাই দূর হয়। তাহলে সেই জায়গায় যাওয়ার প্রতিযোগিতা তো অনেক কঠিন হবেই। তার জন্য মানসিক ধৈর্য দরকার আর লেগে থাকার দম দরকার।
 আচ্ছা আপনি বললেন অনেকেই কয়েকমাসের মধ্যে হতাশ হয়ে পড়ে, তাদের মনোযোগ বাড়ানোর উপায় কী হতে পারে?
 মনোযোগ বাড়ানোর জন্যই তো প্রতিষ্ঠানের সাহায্য দরকার। তাদের জন্য ব্যক্তিগত কাউন্সেলিং ক্লাস এবং মাঝে মাঝেই মোটিভেশনাল ক্লাসের আয়োজন করা হয়। তারা যাতে নিজেদের লক্ষ্যে স্থির থেকে এগতে পারে সেটাই মূল বিষয়। অনেক সময়ই বাড়ি থেকে চাপ আসে, টাকা রোজগার করার ব্যাপার থাকে। তাছাড়া পকেটমানিও দরকার হয়, কিন্তু সেসব ছাড়িয়ে নিজের লক্ষ্যে অবিচল থেকে এগিয়ে যাওয়াটাই জরুরি। চাকরি একবার পেয়ে গেলে বাকি সব এমনিই হাতে এসে যাবে। সেটা মাথায় রেখে এগতে হবে।
 বর্তমান পরিস্থিতিতে সরকারি চাকরির ওপর ছাত্র-ছাত্রীদের নির্ভরশীলতা কতটা? তারা কি আগের মতোই উৎসাহ নিয়ে নিজেদের তৈরি করছে?
 হ্যাঁ, এখনও অনেক ছাত্র-ছাত্রী সরকারি চাকরির জন্য পড়তে আসছে। আসলে বেসরকারি প্রতিষ্ঠানে এখন চাকরি পাচ্ছে একথা ঠিক, কিন্তু সেখানে বেতন খুবই কম। তার সঙ্গে কাজের ক্ষেত্রে ঝুঁকি অনেক বেশি। সারা ভারতেই এখন ছাঁটাইয়ের পরিমাণ বেড়েছে। তুলনায় সরকারি চাকরি অনেক স্থিতিশীল। আর যারা সঠিকভাবে পড়াশোনা করবে তারা সরকারি চাকরি পাবেও। কারণ পরীক্ষার্থীদের অনেকে নিজেরাই নানা বই কিনে পড়াশোনা করে। তারা হয়তো বিষয়টা বোঝে কিন্তু সঠিক ট্যাকটিস শিখে উঠতে পারে না। আবার কিছু ছাত্র-ছাত্রী কোনও প্রতিষ্ঠানে গিয়ে পড়াশোনা করলেও মন দিয়ে নিজেরা প্র্যাকটিস করে না। ফলে তারাও সেভাবে এগতে পারে না। বাকি যে অংশ দুটোই সমান গুরুত্ব দিয়ে করে, তারা সরকারি চাকরি পাবেই, এটুকু বলতে পারি।
 সরকারি চাকরির ক্ষেত্রে কোন কোন দিকগুলি একজন পরীক্ষার্থী অনুসন্ধান করতে পারে?
 দেখুন, সরকারি চাকরি কিন্তু বিভিন্ন বয়সের জন্য হয়। কেউ যদি মাধ্যমিক পাশ করার পর মনে করে সরকারি চাকরির জন্য প্রস্তুত হবে, সেটা করতে পারে। আবার কেউ যদি উচ্চমাধ্যমিকের পর প্রস্তুতি নিতে চায়, সেও এক্ষেত্রে এলিজিবল। আর গ্র্যাজুয়েশন তো যোগ্যতার উচ্চতম ধাপ। ‘গ্রুপ ডি’ ক্যাটাগরির চাকরিতে কিন্তু মধ্যমিকের পর থেকেই আবেদন করা সম্ভব। আবার ডব্লুবিসিএস-এর জন্য গ্র্যাজুয়েশন দরকার। হাইকোর্টে ক্লার্কশিপের জন্যও পরীক্ষা দেওয়া যায় আবার স্কুল সার্ভিস কিংবা পিএসসি মিসলেনিয়াস এসব কিছুও আছে। আমার কাছে যারাই আসে, তাদের আমি প্রপার কাউন্সেলিং করি। তারপর পরীক্ষার ক্ষেত্র পছন্দ করতে বলি। সরকারি চাকরির অনেকদিক রয়েছে। শুধু ভালোভাবে নিরীক্ষণ করে সেগুলিকে বিশ্লেষণের মাধ্যমে এগতে হবে।
 যারা চাকরির পরীক্ষায় বসবে, তাদের সবার একটা শুরুর সময় থাকে। অনেক ছাত্র-ছাত্রীই বিষয়টা ঠিক করে উঠতে পারে না যে, কবে থেকে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। আপনি এক্ষেত্রে কী বলবেন?
 এটা ঠিক। শুরুর সময়টা খুব প্রয়োজনীয়। একাদশ-দ্বাদশ শ্রেণীতে উঠেই অনেকে ঠিক করে নেয় সরকারি চাকরির পরীক্ষায় বসবে। সেই ক্ষেত্রে গ্র্যাজুয়েশনের প্রথম বছর থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করে দিতে হবে। প্রথম বছর কলেজে পড়ার চাপ কম থাকে। তাই সেই বছরটা লার্নিং ইয়ার, পরীক্ষা প্রস্তুতির ক্লাসগুলি বেশি মাত্রায় নিতে হবে। পরের বছর একটু চাপ বাড়বে কলেজে। সেই বছর তাই সরকারি চাকরির পরীক্ষার ক্লাস কম হবে। বরং বাড়িতে প্র্যাকটিসের পরিমাণ বাড়বে। আর তৃতীয় বছর কলেজে চাপ সবথেকে বেশি। তাই সেই বছরে পরীক্ষার জন্য শুধু মক টেস্ট দিয়ে যেতে হবে। এইভাবে করলে দেখা যাবে গ্র্যাজুয়েশন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সরকারি চাকরির প্রস্তুতিও হয়ে গিয়েছে। কিন্তু যারা ভাবছে গ্র্যাজুয়েশনের পর চাকরির পরীক্ষা প্রস্তুতির ক্লাসে ভর্তি হবে তাদের ধারণা ভুল। কারণ গ্র্যাজুয়েশনের পর এমনিতেই বাড়ি থেকে প্রেশার থাকে কিছু করার আর তখন আবার নতুন করে অনেকেই পড়ায় মন বসাতে পারে না। তাই তারা সহজেই ধৈর্য হারায়।
 পরীক্ষা প্রস্তুতির সময় ছাত্র-ছাত্রীর প্রতিদিনের রুটিন কেমন হওয়া উচিত?
 আমার মতে, যদি ছাত্র-ছাত্রীরা দিনের পড়া দিনেই করে ফেলতে পারে তার থেকে ভালো আর কিছু হয় না। মানে যেদিন প্রস্তুতির জন্য ক্লাস করছে সেদিন রাতেই সেই পড়াটা করে রাখল। তাহলে মনে থাকার প্রবণতা বাড়বে। কোনও জায়গায় বুঝতে অসুবিধা হলেও সেটা সঙ্গে সঙ্গে ধরে পরের দিন শিক্ষকদের কাছ থেকে জেনে নিতে পারবে।
 সেলফ স্টাডি এবং এক্সটার্নাল হেল্প কোনটা কতটা জরুরি?
 দুটোই সমান জরুরি। বাইরের কোনও সংস্থার সাহায্য ছাড়া বই কিনে পড়লে সেখানে পড়াটা হয় কিন্তু ট্যাকটিস মানে কত কম সময়ে প্রবলেম সলভ করা যায় সেটাই শেখা হয়ে ওঠে না। আর এইসব পরীক্ষায় প্রতি সেকেন্ডের মূল্য অপরিসীম। তাই খুব দরকার কম সময়ে পেপার সলভ করতে শেখা। আবার শুধু কোথাও টিউশন নিলেই হবে না, সেখানে যা শিখছে সেটা যদি বাড়িতে প্র্যাকটিস না করা হয় তাহলে কোনও লাভ নেই।
 ছাত্র-ছাত্রীরা তো অনেক আগে থেকেই ভেবে রাখে যে তারা সরকারি চাকরির দিকেই যাবে। এ ক্ষেত্রে কি একাদশ- দ্বাদশ শ্রেণীতে ছাত্র-ছাত্রীর বিষয় নির্বাচন গুরুত্ব পায়?
 না, সেরকম কোনও ব্যাপার নেই। সরকারি চাকরি এমন এক বিষয় যেখানে সব সাবজেক্টের মূল্য আছে। হয়তো কেউ কমার্স নিয়ে পড়েছে, আবার কেউ সায়েন্স বা আর্টস। হয়তো সায়েন্সের ছাত্র-ছাত্রী অঙ্কে ভালো কিন্তু ইতিহাসের সাল তারিখ সেভাবে মনে রাখতে পারে না। আবার আর্টসের ছাত্র-ছাত্রীর ইতিহাস নখদর্পনে। ফলে আলাদা করে কোনও সাবজেক্ট নয়, যার যা নিয়ে পড়ার ইচ্ছে সেটা নিয়েই এগিয়ে যাক। সঙ্গে বাহ্যিক জ্ঞান সঞ্চয় যেন চলতে থাকে।
 
20th  January, 2020
চাকরির সুযোগ দেয় হোটেল অ্যাডমিনিস্ট্রেশন 

বর্ণালী ঘোষ: অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশ ঐতিহাসিক গুরুত্বে, প্রাকৃতিক সৌন্দর্যে এগিয়ে রয়েছে। ফলে বিদেশ থেকে আসা পর্যটকদের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে।
বিশদ

20th  January, 2020
ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্টের জয়েন্ট এন্ট্রান্স 

হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশনে বিএসসি পড়ার জন্য সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার আয়োজন করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। কম্পিউটার বেসড এই পরীক্ষাটি নেওয়া হবে ২৫ এপ্রিল ২০২০ তারিখে। আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করা যাবে ২০ মার্চ ২০২০ পর্যন্ত। 
বিশদ

20th  January, 2020
প্রত্নতত্ত্বে সার্টিফিকেট, ডিপ্লোমা কোর্স নিয়ে আসছে মাকাউট 

প্রত্নতত্ত্ব বা আর্কিওলজি-তে নতুন কয়েকটি পাঠ্যক্রম নিয়ে আসছে মাকাউট। কোর্সগুলি হল: ১) আর্কিয়োলজিতে এক বছরের পিজি ডিপ্লোমা (স্থায়িত্ব ৪০০ ঘণ্টা), ২) আর্কিওলজিক্যাল কনজারভেশন এবং রেস্টোরেশন-এ এক বছরের ডিপ্লোমা (স্থায়িত্ব ৪০০ ঘণ্টা), ৩) কনজারভেশন, রেস্টোরেশন এবং অ্যান্টিকোয়ারিয়ান ল-এ ৯০ দিনের সার্টিফিকেট কোর্স (স্থায়িত্ব ১২০ ঘণ্টা)। 
বিশদ

20th  January, 2020
সাংবাদিকতা শিখুন বিশ্বের সেরা সাংবাদিকদের কাছে 

বিশ্বসেরা সংবাদমাধ্যমগুলির সঙ্গে একযোগে ভবিষ্যতের সাংবাদিকদের জন্য বিশেষ সম্মেলন ‘ফিউচার নিউজ ওয়ার্ল্ডওয়াইড ২০২০’-এর আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল। যে কোনও দেশ থেকে উজ্জ্বল ১০০জন যুবা রিপোর্টার, ফোটোজার্নালিস্ট, ব্লগাররা দুই দিনের এই সম্মেলনে অংশ নিতে পারবেন। 
বিশদ

13th  January, 2020
ন্যাশনাল এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট ২০২০ 

জীববিদ্যা, রসায়ন, গণিত এবং পদার্থবিদ্যা নিয়ে পাঁচ বছরের ইন্টিগ্রেটেড এমএসসি করার জন্য এই প্রবেশিকা পরীক্ষা আহ্বান করা হয়।   বিশদ

13th  January, 2020
সমাজ গড়ার কারিগর তৈরি হবে সোশ্যাল সায়েন্সের হাত ধরেই 

শৌণক সুর: প্রগতির ছোঁয়ায় এগিয়ে চলেছে বিশ্ব। প্রবহমানতায় সেই স্রোতে গা ভাসিয়ে সকল স্তরেই বেশ খানিকটা উন্নতি করেছে এ দেশও। সমাজের সকল স্তরেই আধুনিকতার ছোঁয়া এসেছে। মডার্ন হয়েছে দেশের মেয়েরা। বেড়েছে শিক্ষার হারও। স্মার্টফোন, ইন্টারনেটের আধিক্য দেখা দিয়েছে।  
বিশদ

13th  January, 2020
ফার্মাসির গুরুত্ব  বেড়ে চলেছে

বর্ণালী ঘোষ: ফার্মাসি নিয়ে পড়া বললে এক বাক্যে বলা যায় কেমন করে ওষুধ তৈরি হয়, তা নিয়ে পড়াশোনা। ওষুধের রসায়ন কেমন, অথবা শরীরে কী ধরনের প্রতিক্রিয়া করছে ওষুধটি তা নিয়ে জ্ঞানার্জন। ফার্মাসি শুধু অ্যালোপ্যাথি ওষুধ সম্পর্কিত অলোচনা করে, এমন নয়। আয়ুর্বেদিক ওষুধ নিয়েও গবেষণা করা এবং বাজারজাত করার জন্য আয়ুর্বেদিক ফার্মাসি পড়তে হয়। 
বিশদ

13th  January, 2020
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার চাহিদা বাড়ছে 

বর্ণালী ঘোষ: এ রাজ্যের পলিটেকনিকগুলিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার ঝোক আগের চেয়ে অনেক বেড়ে গিয়েছে। তার অন্যতম কারণ, এখানকার এই বৃত্তিমূলক কোর্সগুলি যেমন নামকরা প্রতিষ্ঠানে কাজের সুযোগ করে দিতে সাহায্য করে, তেমনই স্বাবলম্বী হতেও সহায়তা করে।  
বিশদ

06th  January, 2020
জেইসিএ ২০২০ 

২০২০-২০২১ শিক্ষাবর্ষে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে মাস্টার্স করার জন্য কমন এন্ট্রান্স টেস্টের তারিখ প্রকাশ করা হয়েছে। পরীক্ষা নেওয়া হবে ২৭ জুন। 
বিশদ

06th  January, 2020
জেইএনপিএএস-ইউজি ২০২০ 

২০২০-২০২১ অ্যাকাডেমিক সেশনে জেইএনপিএএস পরীক্ষার তারিখ জানানো হয়েছে। আগে এই প্রবেশিকা পরীক্ষার নাম ছিল জেইএনপিএইউএইচ। পরীক্ষা নেবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। পরীক্ষার তারিখ ১০ মে ২০২০। এই কমন এন্ট্রান্স টেস্টের আবেদন নেওয়া হবে ২৩ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত।  
বিশদ

06th  January, 2020
দেশের সংখ্যালঘু পড়ুয়াদের জন্য রয়েছে একগুচ্ছ স্কলারশিপ 

শৌণক সুর: দেশে আধুনিকতার ছোঁয়া লেগেছে। ডিজিটাল হচ্ছে ভারত। উন্নতির এই জোয়ারে শিক্ষা ব্যবস্থার উপরেও জোর দিয়েছে কেন্দ্র ও রাজ্য। সর্বশিক্ষা অভিযানের পাশাপাশি সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের জন্য একাধিক প্রকল্পও শুরু করা হয়েছে। 
বিশদ

06th  January, 2020
নিজেকে গড়ে তুলুন
অ্যানিমেশনের দুনিয়ায় 

শৌণক সুর: যুগের প্রগতির সঙ্গে সঙ্গে অ্যানিমেশনের বাড়বাড়ন্ত বেড়েই চলেছে। হলিউডের ছবিতে ডিজনির হাত ধরেই অ্যানিমেশনের যাত্রা শুরু। স্বল্প দৈর্ঘ্যের কার্টুন এখন অনেক বেশি উন্নত। ফলে খুব স্বাভাবিকভাবেই তার গ্রহণযোগ্যতা সর্বস্তরেই বৃদ্ধি পেয়েছে।
বিশদ

30th  December, 2019
সিনেমা নিয়ে গবেষণায়
এক লক্ষের স্কলারশিপ 

জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (জেআইএফএফ) এবার শুরু হচ্ছে ১৭ জানুয়ারি। শহরের জিটি সেন্ট্রালে আইনক্স সিনেমা হলে ১২তম বর্ষের এই উৎসবের সূচনা হবে। চলবে ২১ তারিখ পর্যন্ত। ৬৯টি দেশের মোট ২৪০টি সিনেমা দেখানো হবে।  
বিশদ

30th  December, 2019
ইংরেজির অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স 

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব স্টাডিজের সেন্টার ফর ল্যাংগুয়েজ, ট্রান্সলেশন অ্যান্ড কালচারাল স্টাডিজ বিভাগ কমিউনিকেটিভ ইংরেজির অ্যাডভান্স সার্টিফিকেট কোর্সে ভর্তি নিচ্ছে। এটি একটি সেলফ ফিনান্সড ট্রেনিং প্রোগ্রাম। কোর্সের মেয়াদ ৩ মাস। পড়ানো হবে বিশ্ববিদ্যালয়ের কল্যাণী ক্যাম্পাস এবং শ্রীরামপুর গার্লস কলেজে। 
বিশদ

30th  December, 2019
একনজরে
সংবাদদাতা, ইংলিশবাজার: রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে প্রচারের হাতিয়ার এখন ছাত্র-যুব উৎসব। জনস্বার্থে রাজ্য সরকার যেসব কর্মসূচি নিয়েছে সেসব নিয়ে অনুষ্ঠান পরিবেশন করে এই উৎসবে অংশগ্রহণকারীরা। মালদহ জেলাও তার ব্যতিক্রম নয়।  ...

 রাষ্ট্রসঙ্ঘ, ২১ জানুয়ারি (পিটিআই): শুধু ভারত নয়, বেকারত্ব বাড়ছে গোটা বিশ্বেই। এদেশে বেকারত্বের হার বৃদ্ধির অভিযোগকে মান্যতা দেয়নি কেন্দ্রীয় সরকার। কিন্তু বিশ্বে বেকারদের সংখ্যা যে ...

বিএনএ, বহরমপুর: কান্দিতে তৃণমূলের দক্ষ এবং গ্রহণযোগ্য নেতার অভাবে নতুন করে ঘর গোছাচ্ছে কংগ্রেস। মঙ্গলবার ফের কান্দি এলাকার ৩০ জন তৃণমূলের স্থানীয় নেতা এবং কর্মী কংগ্রেসে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন ২০১০ সাল থেকে রাজ্যের শাসকদলের সঙ্গে যুক্ত ছিলেন বলে ...

 সংবাদদাতা, উলুবেড়িয়া: ‘দলের লোকেরা দাদাকে মেরেছে, শিবু ফোন করে দাদাকে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পনা করে খুন করেছে।’ মঙ্গলবার সকালে এই দাবি করলেন বাগনানের বাইনানের তৃণমূলের ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মরতদের সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা ও ব্যবহারে সংযত থাকা দরকার। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৬৬৬: মুঘল সম্রাট শাহজাহানের মৃত্যু
১৯০০ - টেলিপ্রিন্টার ও মাইক্রোফেনের উদ্ভাবক ডেভিট এ্যাডওয়ার্ড হিউজ।
১৯০১: রানি ভিক্টোরিয়ার মৃত্যু
১৯২৭ - প্রথমবারের মতো বেতারে ফুটবল খেলার ধারাবিবরণী প্রচার।
১৯৭২: অভিনেত্রী নম্রতা শিরোদকরের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৩৬ টাকা ৭২.০৬ টাকা
পাউন্ড ৯০.৯৮ টাকা ৯৪.২৫ টাকা
ইউরো ৭৭.৫৪ টাকা ৮০.৪৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪০,৫৩০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৮,৪৫৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৯,০৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৬,৬৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৬,৭৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৭ মাঘ ১৪২৬, ২২ জানুয়ারি ২০২০, বুধবার, ত্রয়োদশী ৪৮/৩৬ রাত্রি ১/৪৯। মূলা ৪৪/৫৩ রাত্রি ১২/২০। সূ উ ৬/২২/৩৮, অ ৫/১৩/২৬, অমৃতযোগ দিবা ৭/৪৯ মধ্যে পুনঃ ১০/০ গতে ১১/২৬ মধ্যে পুনঃ ৩/২ গতে ৪/২৮ মধ্যে। রাত্রি ৬/৫ গতে ৮/৪৩ মধ্যে পুনঃ ২/০ গতে উদয়াবধি। বারবেলা ৯/৫ গতে ১০/২৬ মধ্যে পুনঃ ১১/৪৭ গতে ১/৯ মধ্যে। কালরাত্রি ৩/৬ গতে ৪/৪৪ মধ্যে।
৭ মাঘ ১৪২৬, ২২ জানুয়ারি ২০২০, বুধবার, ত্রয়োদশী ৮৯/২৭/৪৪ রাত্রী ২/১৩/৯। মূলা ৪৬/৪২/৪৪ রাত্রি ১/৭/৯। সূ উ ৬/২৬/৩, অ ৫/১১/৩৯, অমৃতযোগ দিবা ৭/৪৭ মধ্যে ও ১০/০ গতে ৪/৩৯ মধ্যে এবং রাত্রি ৬/১৫ গতে ৮/৫০ মধ্যে ও ২/০ গতে ৬/২৬ মধ্যে। কালবেলা ৯/৭/২৭ গতে ১০/২৮/৯ মধ্যে, কালরাত্রি ৩/৭/২৭ গতে ৪/৪৬/৪৫ মধ্যে।
 ২৬ জমাদিয়ল আউয়ল

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: ব্যবসায় অর্থাগম হবে। বৃষ: কর্মপ্রার্থীদের শুভ যোগাযোগ ঘটবে। মিথুন: ব্যবসায় উন্নতি ও ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৬৬৬: মুঘল সম্রাট শাহজাহানের মৃত্যু১৯০০ - টেলিপ্রিন্টার ও মাইক্রোফেনের উদ্ভাবক ...বিশদ

07:03:20 PM

রাস্তা সম্প্রসারণের জন্য জবরদখল উচ্ছেদ, গায়ে আগুন লাগালেন মহিলা 
রাস্তা সম্প্রসারণের জন্য জবর দখল উচ্ছেদের চেষ্টা পুলিস ও প্রশাসনের। ...বিশদ

04:27:00 PM

কলকাতা বইমেলার জন্য শুরু হল অ্যাপ, রয়েছে স্টল খুঁজে পাওয়ার সুবিধাও 

04:13:45 PM

কৃষ্ণনগরে এনআরসি বিরোধিতায় শুরু হল মিছিল, রয়েছেন রাজীব বন্দ্যেপাধ্যায় এবং মহুয়া মৈত্র 

04:02:00 PM

২০৮ পয়েন্ট পড়ল সেনসেক্স 

03:58:42 PM