সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল। ... বিশদ
রবিবার দুপুরেই সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল ছবি বদলেছিলেন। তার কিছুক্ষণের মধ্যে এমন খবরে ভেঙে পড়েন রকপ্রেমীরা। এদিন কল্যাণীতে ফসিলস-এর পারফরম্যান্স ছিল। ফসিলস-এর ম্যানেজার রূপসা দাশগুপ্ত সমাজমাধ্যমে লিখেছেন, ’২৭ বছরে এটা আমাদের সবচেয়ে কঠিন পারফরম্যান্স হতে চলেছে।’ এদিন তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা ঘরে ছিলেন না। সকাল থেকে ফোনেও পাওয়া যাচ্ছিল না তাঁকে। উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ‘গোলক’-এর শিল্পী মহুল চক্রবর্তী। খোঁজ নিতে যান তিনি। ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় চন্দ্রকে।
পড়াশোনায় তুখোড় চন্দ্র ইঞ্জিনিয়ারিং ছেড়েছিলেন মিউজিককে ভালোবেসে। তাঁর মৃত্যুসংবাদ স্তম্ভিত করেছে তরুণ প্রজন্মকে। একটা গানই বারবার ঘুরেফিরে আসছে— ‘কেন করলে এরকম, বলো?’