সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল। ... বিশদ
প্রসঙ্গত, গুজরাতি থিয়েটার থেকেই অভিনয় শুরু করেন টিকু তালসানিয়া। এরপর বলিউডে পা। কমেডি চরিত্রে অভিনয় করেই দর্শকদের মন জয় করে নেন তিনি। রাজীব মেহরার ‘প্যায়ার কে দো পল’ ছবির মাধ্যমে বি-টাউনে যাত্রা শুরু করেন। এরপর ‘দিল হ্যায় কে মানতা নেহি’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘বোল রাধা বোল’, ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’, ‘কুলি নম্বর ১’, ‘জোড়ি নাম্বার ১’, ‘হাঙ্গামা’, ‘দেবদাস’, ‘বড়ে মিঞা ছোটে মিঞা’-এ কৌতুক চরিত্রে অভিনয় করে দর্শনকদের মন জিতে নিয়েছিলেন অভিনেতা। গতবছর টিকু ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা’-তে রাজকুমার রাও এবং তৃপ্তি ডিমরির সঙ্গে অভিনয় করেছিলেন। সিনেমার পাশাপাশি সিরিয়ালেও অভিনয় করেছেন টিকু। যার মধ্যে অন্যতম জনপ্রিয় সিরিয়াল হল ‘গোলমাল হ্যায় ভাই সব গোলমাল হ্যায়’।